জলপাইগুড়ি, 28 জানুয়ারি : এবছরের রেল বাজেটকে নিয়ে আশায় বুক বেঁধেছে জলপাইগুড়িবাসী । বর্তমানে জলপাইগুড়ির BJP সাংসদ জয়ন্ত কুমার রায় ৷ আর তাই এবার প্রত্যাশাও তুঙ্গে জলপাইগুড়িবাসীদের ৷ তাদের দাবি জলপাইগুড়ি টাউন স্টেশনকে মডেল ষ্টেশনের রূপ দিতে হবে ৷ পাশাপাশি দার্জিলিং মেইলকে হলদিবাড়ি থেকে চালু করার দাবিও তুলেছে জেলার মানুষ ৷
জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত ঘোষ বলছেন, "জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে কলকাতা যাওয়ার যে রেলপথের কাজ চলছে, সেই রেলপথটি যদি দ্রুত করে দেওয়া হয় তাহলে জলপাইগুড়ি থেকে কলকাতার দুরত্ব কয়েক'শো কিলোমিটার কমে যাবে ।"
জলপাইগুড়ি শহরের উপর দিয়ে 3 নম্বর ঘুমটি ও 4 নম্বর গুমটি এলাকায় দু'টি রেলগেট আছে । ওই রেলগেট দু'টিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । ওই দু'টি জায়গায় যদি ওভার ব্রিজ তৈরি হয় তবে জলপাইগুড়িবাসী যানজটের হাত থেকে রক্ষা পাবে বলেই মনে করেন শহরে বাসিন্দা পঙ্কজ রায় ।
শহরের অন্য এক বাসিন্দা বিধান চন্দ্র ঘোষ বলেন, "দার্জিলিং মেলটি তুলে নেওয়ার কথা শুনছি ৷ সেই ট্রেনটিকে তুলে না নিয়ে যদি হলদিবাড়ি থেকে চালানো হয় তাহলে ভালো হয় ।" পাশাপাশি জেলায় আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন পাবে বলেও আশাবাদী জলপাইগুড়ির সাধারণ মানুষ ৷