জলপাইগুড়ি, 9 অগাস্ট : পায়ের দুটো বুড়ো আঙুল ও দুই হাত কাটা অবস্থায় উদ্ধার BJP কর্মী । নাম কেশব সিংহ । বাড়ি ময়নাগুড়ির উল্লাডাবরিতে । পেশায় ফেরিওয়ালা কেশব সিংহকে জখম অবস্থায় রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয় ৷
শুক্রবার রাত 11টা নাগাদ রেলের কর্মীরা তাঁকে উদ্ধার করেন । স্থানীয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
BJP-র যুব মোর্চার জেলা কোষাধ্যক্ষ সাধন সরকারের অভিযোগ, কেশবকে কেউ বা কারা মেরে ফেলার চেষ্টা করেছিল ৷ তাঁর কথায়, "প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেনে কাটা পড়েছে ৷ কিন্তু পরে দেখি, দুটো হাত কাটা অবস্থায় রক্ত ঝড়ে পড়ছে । পায়ের আঙুলও কাটা ৷ মাথার পিছনে ও মুখে আঘাত রয়েছে ৷ ট্রেনে কাটা পড়লে এইভাবে কেবল মাত্র দুটো হাত ও দুটো পায়ের বুড়ো আঙুল কাটা পড়বে না । কেশব সিংহ আমাদের দলের একজন সক্রিয় কর্মী । আমরা আজ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলাম । তিনি কয়েকজনের নাম বলেছেন, যারা তাঁকে সেই রাতে মারধর করেছিল । আমরা ময়নাগুড়ি থানার অভিযোগ দায়ের করব ।"
জখম কেশব সিংহ জানান, তাঁকে মারধর করা হয়েছিল । এতটুকু তাঁর মনে আছে । এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন ।
ময়নাগুড়ি থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে । এদিকে BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, ''আমি ঘটনাটি শুনেছি । আসলে কী হয়েছিল খোঁজ না নিয়ে কোনও মন্তব্য করব না ।''