ETV Bharat / state

হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা - Human Rights Commission at jalpaiguri

ভোট পরবর্তীকালে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে মানবাধিকার কমিশনের দল । মানবাধিকার কমিশনের দলটি জলপাইগুড়ি সার্কিট হাউজ থেকে বেরিয়ে রাজগঞ্জ ব্লকে যায় । সেখানে রাজগঞ্জ ব্লকের ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন তারা ।

জলপাইগুড়িতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা
জলপাইগুড়িতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা
author img

By

Published : Jun 28, 2021, 4:01 PM IST

জলপাইগুড়ি, ২৮ জুন: জলপাইগুড়ি জেলায় এল জাতীয় মানবাধিকার কমিশনের দল । ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে এদিন সকালে মানবাধিকার কমিশনের দলটি জলপাইগুড়ি সার্কিট হাউজ থেকে বেরিয়ে রাজগঞ্জ ব্লকে যায় । অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দলটি বিভিন্ন জায়গায় যাচ্ছে । এমনকি পুলিশকেও আগাম জানানো হচ্ছে না । ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশকে দূরে সরিয়ে রেখে নির্যাতিত পরিবারের সঙ্গে কথা বলছেন প্রতিনিধিদলের সদস্যরা ।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলায় ভোট পরবর্তীকালে হিংসায় ১ হাজার পরিবার ঘরছাড়া বলে দাবি বিজেপির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়ের । এরপর তিনি জেলা পুলিশকে বার বার লিখিত অভিযোগ করেন যে, পুলিশ ঘরছাড়াদের বাড়ি ফেরাতে সাহায্য করছেন না । এরপর চলতি মাসেই রাজগঞ্জ ব্লকের ভান্ডারি গছ এলাকায় সাংসদ ঘরছাড়াদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়ে গ্রামে ঢুকলে তাঁকে- সহ বিজেপি কর্মী সমর্থকদের পেটানো হয় বলে অভিযোগ । এদিন সকালে বিভিন্ন এলাকার নির্যাতিতাদের কয়েকজনকে আলাদা করে ডেকে কথা বলেন কমিশনের সদস্যরা ।

জলপাইগুড়িতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা

আরও পড়ুন...Post Poll Violence : দক্ষিণ 24 পরগণায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল


কমিশনের দলটির সার্কিট হাউজ থেকে বেরিয়ে রাজগঞ্জ ব্লক হয়ে বাগডোগরা বিমানবন্দরে যাবার কথা । এর মাঝে জাতীয় মানবাধিকার কমিশনের দলটি রাজগঞ্জে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেছে ।

জলপাইগুড়ি, ২৮ জুন: জলপাইগুড়ি জেলায় এল জাতীয় মানবাধিকার কমিশনের দল । ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে এদিন সকালে মানবাধিকার কমিশনের দলটি জলপাইগুড়ি সার্কিট হাউজ থেকে বেরিয়ে রাজগঞ্জ ব্লকে যায় । অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দলটি বিভিন্ন জায়গায় যাচ্ছে । এমনকি পুলিশকেও আগাম জানানো হচ্ছে না । ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশকে দূরে সরিয়ে রেখে নির্যাতিত পরিবারের সঙ্গে কথা বলছেন প্রতিনিধিদলের সদস্যরা ।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলায় ভোট পরবর্তীকালে হিংসায় ১ হাজার পরিবার ঘরছাড়া বলে দাবি বিজেপির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়ের । এরপর তিনি জেলা পুলিশকে বার বার লিখিত অভিযোগ করেন যে, পুলিশ ঘরছাড়াদের বাড়ি ফেরাতে সাহায্য করছেন না । এরপর চলতি মাসেই রাজগঞ্জ ব্লকের ভান্ডারি গছ এলাকায় সাংসদ ঘরছাড়াদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়ে গ্রামে ঢুকলে তাঁকে- সহ বিজেপি কর্মী সমর্থকদের পেটানো হয় বলে অভিযোগ । এদিন সকালে বিভিন্ন এলাকার নির্যাতিতাদের কয়েকজনকে আলাদা করে ডেকে কথা বলেন কমিশনের সদস্যরা ।

জলপাইগুড়িতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা

আরও পড়ুন...Post Poll Violence : দক্ষিণ 24 পরগণায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল


কমিশনের দলটির সার্কিট হাউজ থেকে বেরিয়ে রাজগঞ্জ ব্লক হয়ে বাগডোগরা বিমানবন্দরে যাবার কথা । এর মাঝে জাতীয় মানবাধিকার কমিশনের দলটি রাজগঞ্জে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.