ETV Bharat / state

বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ সীমান্তে ইলেকট্রিক ট্রেন চালাবে রেল - India Bangladesh border

Electric Train: এবার থেকে হলদিবাড়ি স্টেশন থেকে শিয়ালদাগামী দার্জিলিং মেল ছুটবে ইলেকট্রিকে। এই সেকশনে ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে । খুব তাড়াতাড়ি ইলেকট্রিক ইঞ্জিনে ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

পরিদর্শনে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা
Electric Train
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 7:10 PM IST

ভারত-বাংলাদেশ সীমান্তে ইলেকট্রিক ট্রেন চালাবে রেল

জলপাইগুড়ি, 29 ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ সীমান্তে দেশের শেষ রেলওয়ে স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চালাবে রেল ।এবার থেকে হলদিবাড়ি স্টেশন থেকে শিয়ালদাগামী দার্জিলিং মেল ইলেকট্রিকে ছুটবে । উত্তর-পূর্ব সীমান্ত রেলের হলদিবাড়ি থেকে রানিনগর সেকশনে রেললাইনে ইলেকট্রিফিকেশনের কাজ না-হওয়ার কারণে পুরো দার্জিলিং মেলটিকে ইলেকট্রিক ইঞ্জিনে চালানো যাচ্ছিল না। এই সেকশনে ইলেকট্রিফিকেশনের কাজ শেষ । খুব শিগগিরই ইলেকট্রিক ইঞ্জিনে ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

ইলেট্রিফিকেশনের কাজ শেষ হওয়ায় পর আজ, শুক্রবার পরিদর্শনে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল, চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রবিলেশ কুমার, কাটিহার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার-সহ আরও আধিকারিকরা । এ দিন কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার বলেন, "আমাদের ডিভিশনে রানিনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত রেললাইন সেকশনে ইলেকট্রিফিকেশন ছিল না । তার কাজ শেষ হয়েছে ।"

তিনি আরও বলেন, "প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এসেছেন । আজ কাজের পরীক্ষা চলছে । পরিদর্শনের পরেই যে সব ভুল-ত্রুটি পাওয়া যাবে তা ঠিক করে নিয়েই সবুজ সংকেত পাওয়া যাবে ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য । আর কিছুদিনের মধ্যেই আমরা ট্রেন চালাব । আশা করি জানুয়ারি মাসের মধ্যেই হলদিবাড়ি স্টেশন থেকে রানিনগর পর্যন্ত ইলেকট্রিক লাইন চালু হয়ে যাবে । যে সমস্ত হল্ট স্টেশন রয়েছে, সেগুলোর সমস্যা সমাধানের কাজ চলছে । পাশাপাশি জলপাইগুড়ি টাউন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ চলছে ।"

তাঁর কথায়, "টাউন স্টেশনে বাজার সরিয়ে অমৃত ভারত প্রকল্পের কাজ হবে । ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে । তাঁরা একটি জায়গা চাইছে ব্যবসা করার জন্য । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।"

উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রবিলেশ কুমার জানান, ইলেকট্রিক ট্রেন চালানোর আগে পরিদর্শন করা হল । মূলত লাইনটি ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য নিরাপদ কি না, তা খতিয়ে দেখা হয় ৷ রানিনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত পরিদর্শন করা হচ্ছে । ছোটখাটো কিছু ভুল-ত্রুটি আছে, তা শুধরে নিয়েই ট্রেন চালানো হবে । কাটিহার রেলওয়ে ডিভিশনের 90 শতাংশে ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে, বাকিটাও হয়ে যাবে ।

আরও পড়ুন:

  1. কুয়াশাচ্ছন্ন রাজধানী, দিল্লিতে নামতে পারল না রাহুলের বিমান
  2. পাহাড়ে ফের 'পর্যটক কর'! দার্জিলিং ঘুরতে গেলে এবার লাগবে মাথাপিছু 20 টাকা
  3. ট্যুরিস্ট ট্যাক্স লাগু করার সিদ্ধান্ত থেকে পিছু হটল দার্জিলিং পৌরসভা

ভারত-বাংলাদেশ সীমান্তে ইলেকট্রিক ট্রেন চালাবে রেল

জলপাইগুড়ি, 29 ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ সীমান্তে দেশের শেষ রেলওয়ে স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চালাবে রেল ।এবার থেকে হলদিবাড়ি স্টেশন থেকে শিয়ালদাগামী দার্জিলিং মেল ইলেকট্রিকে ছুটবে । উত্তর-পূর্ব সীমান্ত রেলের হলদিবাড়ি থেকে রানিনগর সেকশনে রেললাইনে ইলেকট্রিফিকেশনের কাজ না-হওয়ার কারণে পুরো দার্জিলিং মেলটিকে ইলেকট্রিক ইঞ্জিনে চালানো যাচ্ছিল না। এই সেকশনে ইলেকট্রিফিকেশনের কাজ শেষ । খুব শিগগিরই ইলেকট্রিক ইঞ্জিনে ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

ইলেট্রিফিকেশনের কাজ শেষ হওয়ায় পর আজ, শুক্রবার পরিদর্শনে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল, চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রবিলেশ কুমার, কাটিহার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার-সহ আরও আধিকারিকরা । এ দিন কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার বলেন, "আমাদের ডিভিশনে রানিনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত রেললাইন সেকশনে ইলেকট্রিফিকেশন ছিল না । তার কাজ শেষ হয়েছে ।"

তিনি আরও বলেন, "প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এসেছেন । আজ কাজের পরীক্ষা চলছে । পরিদর্শনের পরেই যে সব ভুল-ত্রুটি পাওয়া যাবে তা ঠিক করে নিয়েই সবুজ সংকেত পাওয়া যাবে ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য । আর কিছুদিনের মধ্যেই আমরা ট্রেন চালাব । আশা করি জানুয়ারি মাসের মধ্যেই হলদিবাড়ি স্টেশন থেকে রানিনগর পর্যন্ত ইলেকট্রিক লাইন চালু হয়ে যাবে । যে সমস্ত হল্ট স্টেশন রয়েছে, সেগুলোর সমস্যা সমাধানের কাজ চলছে । পাশাপাশি জলপাইগুড়ি টাউন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ চলছে ।"

তাঁর কথায়, "টাউন স্টেশনে বাজার সরিয়ে অমৃত ভারত প্রকল্পের কাজ হবে । ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে । তাঁরা একটি জায়গা চাইছে ব্যবসা করার জন্য । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।"

উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রবিলেশ কুমার জানান, ইলেকট্রিক ট্রেন চালানোর আগে পরিদর্শন করা হল । মূলত লাইনটি ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য নিরাপদ কি না, তা খতিয়ে দেখা হয় ৷ রানিনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত পরিদর্শন করা হচ্ছে । ছোটখাটো কিছু ভুল-ত্রুটি আছে, তা শুধরে নিয়েই ট্রেন চালানো হবে । কাটিহার রেলওয়ে ডিভিশনের 90 শতাংশে ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে, বাকিটাও হয়ে যাবে ।

আরও পড়ুন:

  1. কুয়াশাচ্ছন্ন রাজধানী, দিল্লিতে নামতে পারল না রাহুলের বিমান
  2. পাহাড়ে ফের 'পর্যটক কর'! দার্জিলিং ঘুরতে গেলে এবার লাগবে মাথাপিছু 20 টাকা
  3. ট্যুরিস্ট ট্যাক্স লাগু করার সিদ্ধান্ত থেকে পিছু হটল দার্জিলিং পৌরসভা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.