ETV Bharat / state

ভেস্তে গেল চা শ্রমিকদের পুজো বোনাসের মিটিং - পুজো বোনাস

প্রতিবছর কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে বৈঠক হলেও এবার কোরোনা আবহে সেখানে বৈঠক হয়নি ।

Cha bagan
Cha bagan
author img

By

Published : Sep 15, 2020, 7:56 PM IST

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের চা শ্রমিকদের 20 শতাংশ পুজোর বোনাস দাবি করেছিল চা শ্রমিক সংগঠনগুলি । আজ চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে প্রথম বৈঠক ভেস্তে গেল । পরবর্তী বৈঠক 18 সেপ্টেম্বর।

প্রতিবছর কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে বৈঠক হলেও এবার কোরোনা আবহে সেখানে বৈঠক হয়নি । ভার্চুয়াল বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ বসে। ইতিমধ্যেই বোনাসের দাবিতে গেট মিটিং শুরু করেছেন শ্রমিকরা । শ্রমিক ও মালিকপক্ষের দ্বিপাক্ষিক পুজো বোনাসের বৈঠক ভেস্তে যাওয়ায় নিরাশ উত্তরবঙ্গের শ্রমিক মহল ।

চা শ্রমিক নেতা তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বলেন, “ভার্চুয়াল বৈঠকের পর এদিন মালিকপক্ষ চা শ্রমিকদের পুজো বোনাসের জন্য এ গ্রুপের চা বাগানের জন্য 20% বোনাস দিতে রাজি হয়নি । আমরা এ, বি, সি এই তিন ক্যাটেগরির চা বাগানের সমস্ত শ্রমিকের জন্য 20% বোনাসের দাবি করেছি । কিন্তু মালিকপক্ষ এখনও রাজি হয়নি । আমাদের দাবি 20% বোনাস ।"

এদিকে কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা অলোক চক্রবর্তী জানান, "এবার চায়ের দাম পেয়েছে মালিকপক্ষ । গতবছর দার্জিলিং এ 20% বোনাস দেওয়া হয়েছে । কিন্তু সমতলে 18.5 শতাংশ বোনাস দেওয়া হয়েছিল । এবার আমরা 20 শতাংশের নিচে বোনাস মানছি না । আগামী 18 তারিখে ফের বৈঠক হবে ।"

এদিন বৈঠক শেষে চা মালিক সংগঠন কনসাল্টেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (CCPA)এর উত্তরবঙ্গের আহ্বায়ক অমৃতাংশ চক্রবর্তী বলেন, “শ্রমিক সংগঠনগুলি 20 শতাংশ বোনাসের দাবি করেছে । আমরা বলেছি, গতবছর 18.5 শতাংশ দেওয়া হয়েছে, এবার তার নিচে বোনাস আমরা দেব । কিন্তু তারা 20% বোনাসই দাবি করেছে । আমরা আশাবাদী, পরবর্তী বৈঠকে বোনাস নিয়ে একটা সিদ্ধান্তে আসা যাবে । ফের 18 সেপ্টেম্বর আমরা ভার্চুয়ালি বৈঠকে বসব।"

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের চা শ্রমিকদের 20 শতাংশ পুজোর বোনাস দাবি করেছিল চা শ্রমিক সংগঠনগুলি । আজ চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে প্রথম বৈঠক ভেস্তে গেল । পরবর্তী বৈঠক 18 সেপ্টেম্বর।

প্রতিবছর কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে বৈঠক হলেও এবার কোরোনা আবহে সেখানে বৈঠক হয়নি । ভার্চুয়াল বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ বসে। ইতিমধ্যেই বোনাসের দাবিতে গেট মিটিং শুরু করেছেন শ্রমিকরা । শ্রমিক ও মালিকপক্ষের দ্বিপাক্ষিক পুজো বোনাসের বৈঠক ভেস্তে যাওয়ায় নিরাশ উত্তরবঙ্গের শ্রমিক মহল ।

চা শ্রমিক নেতা তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বলেন, “ভার্চুয়াল বৈঠকের পর এদিন মালিকপক্ষ চা শ্রমিকদের পুজো বোনাসের জন্য এ গ্রুপের চা বাগানের জন্য 20% বোনাস দিতে রাজি হয়নি । আমরা এ, বি, সি এই তিন ক্যাটেগরির চা বাগানের সমস্ত শ্রমিকের জন্য 20% বোনাসের দাবি করেছি । কিন্তু মালিকপক্ষ এখনও রাজি হয়নি । আমাদের দাবি 20% বোনাস ।"

এদিকে কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা অলোক চক্রবর্তী জানান, "এবার চায়ের দাম পেয়েছে মালিকপক্ষ । গতবছর দার্জিলিং এ 20% বোনাস দেওয়া হয়েছে । কিন্তু সমতলে 18.5 শতাংশ বোনাস দেওয়া হয়েছিল । এবার আমরা 20 শতাংশের নিচে বোনাস মানছি না । আগামী 18 তারিখে ফের বৈঠক হবে ।"

এদিন বৈঠক শেষে চা মালিক সংগঠন কনসাল্টেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (CCPA)এর উত্তরবঙ্গের আহ্বায়ক অমৃতাংশ চক্রবর্তী বলেন, “শ্রমিক সংগঠনগুলি 20 শতাংশ বোনাসের দাবি করেছে । আমরা বলেছি, গতবছর 18.5 শতাংশ দেওয়া হয়েছে, এবার তার নিচে বোনাস আমরা দেব । কিন্তু তারা 20% বোনাসই দাবি করেছে । আমরা আশাবাদী, পরবর্তী বৈঠকে বোনাস নিয়ে একটা সিদ্ধান্তে আসা যাবে । ফের 18 সেপ্টেম্বর আমরা ভার্চুয়ালি বৈঠকে বসব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.