জলপাইগুড়ি,23 ফেব্রুয়ারি : অপহরণ হওয়া নাবালিকাকে উদ্ধার করল কোতয়ালি থানার পুলিশ।পলাতক অপহরণকারী। নাবালিকাকে ফুঁসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ।
জানা গেছে, সোমবার জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাকেশ দাস নামে এক ব্যক্তি স্থানীয় এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নাবালিকাকে রাকেশের বাড়ি থেকে উদ্ধার করে। মঙ্গলবার নাবালিকাকে জলপাইগুড়ি আদালতে তুলে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন :পামেলা মাদক কাণ্ডের তদন্তভারে গোয়েন্দা বিভাগ
জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ সুত্রে জানা গেছে, নাবালিকার সাথে রাকেশের ভালোবাসার সম্পর্ক ছিল। মানিকগঞ্জের খারিজা বেরুবাড়ির উদাপাড়ার বাসিন্দা রাকেশ নাবালিকাকে বাড়িতে নিয়ে যায়। পুলিশ হানা দিতেই রাকেশ বাড়ি থেকে পালিয়ে যায়। রাকেশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান," অভিযোগের ভিত্তিতে আমরা নাবালিকাকে উদ্ধার করেছি।অপহরণকারীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।"