ETV Bharat / state

Patient Died in Hospital: হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর, চাঞ্চল্য জলপাইগুড়িতে - রোগী স্যালাইনের বোতল খুলে খেতে শুরু করে

বৃহস্পতিবার হঠাৎই ওই রোগী স্যালাইনের বোতল খুলে খেতে শুরু করে ৷ তারপর তিনি শৌচাগারের দিকে গিয়ে সেখান থেকে ঝাঁপিয়ে পড়েন ৷

Patient Died in Hospital
হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর
author img

By

Published : Jun 22, 2023, 5:00 PM IST

Updated : Jun 22, 2023, 6:17 PM IST

হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর

জলপাইগুড়ি, 22 জুন: সুপার স্পেশালিটি হাসপাতালের ছ'তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক রোগীর। ঝাঁপ দিয়ে রোগীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। মৃত চিকিৎসাধীন রোগীর নাম সন্তোষ শা (27)। মৃত সন্তোষের বাড়ি বানারাহাট ষ্টেশন রোডের মাগুরবস্তি এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই ওই যুবক বোতল খুলে স্যালাইন খেতে শুরু করে। এরপর তিনি শৌচাগারের দিকে গিয়ে সেখান থেকে ঝাঁপিয়ে পড়েন। মঙ্গলবার জ্বর-খিঁচুনির উপসর্গ নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল সন্তোষকে ৷

হাসপাতালের নিরাপত্তারক্ষী বাবন সরকার বলেন, "আজ সকালে হঠাৎ একটা আওয়াজ পাই। দেখি একজন উপর থেকে পড়ে গেল। পরে নীচে গিয়ে দেখি তাঁর রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় ৷ কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। মৃত সন্তোষ শা'র দিদি মুন্নি শা জানান, মঙ্গলবার আমি ভাইকে জ্বর-খিঁচুনি নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি। রাত 10টা 45 মিনিটে ভরতি করি ভাইকে। তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে বলেও হাসপাতাল থেকে জানায় ৷"

তিনি আরও বলেন, "আজ সকালে আমাকে জানানো হয় ভাই ছ'তলা থেকে পড়ে মারা গিয়েছে। কীভাবে মারা গেল জানি না। তবে ও নেশা করত। আজকেও স্যালাইনের বোতল থেকে খাওয়া শুরু করে দিয়েছিল বলে জানতে পারি। ভাই মাছের ব্যবসা করত। কিন্তু এইভাবে মারা যাবে ভাবতেই পারছি না। ঘটনার সময় আমি ছিলাম না ৷ ওকে রক্তাক্ত অবস্থায় ফের ভরতি করা হয় ৷ পরে অক্সিজেনও দেওয়া হয় ৷ তার কিছুক্ষণ পরে ভাই মারা যায় ৷"

এদিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডা: কল্যাণ খাঁ জানান, একজন রোগী মারা গিয়েছে ৷ কীভাবে মারা গিয়েছে তার তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে।

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, হাসপাতালে 'ভাঙচুর' পরিজনদের

হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর

জলপাইগুড়ি, 22 জুন: সুপার স্পেশালিটি হাসপাতালের ছ'তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক রোগীর। ঝাঁপ দিয়ে রোগীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। মৃত চিকিৎসাধীন রোগীর নাম সন্তোষ শা (27)। মৃত সন্তোষের বাড়ি বানারাহাট ষ্টেশন রোডের মাগুরবস্তি এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই ওই যুবক বোতল খুলে স্যালাইন খেতে শুরু করে। এরপর তিনি শৌচাগারের দিকে গিয়ে সেখান থেকে ঝাঁপিয়ে পড়েন। মঙ্গলবার জ্বর-খিঁচুনির উপসর্গ নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল সন্তোষকে ৷

হাসপাতালের নিরাপত্তারক্ষী বাবন সরকার বলেন, "আজ সকালে হঠাৎ একটা আওয়াজ পাই। দেখি একজন উপর থেকে পড়ে গেল। পরে নীচে গিয়ে দেখি তাঁর রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় ৷ কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। মৃত সন্তোষ শা'র দিদি মুন্নি শা জানান, মঙ্গলবার আমি ভাইকে জ্বর-খিঁচুনি নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি। রাত 10টা 45 মিনিটে ভরতি করি ভাইকে। তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে বলেও হাসপাতাল থেকে জানায় ৷"

তিনি আরও বলেন, "আজ সকালে আমাকে জানানো হয় ভাই ছ'তলা থেকে পড়ে মারা গিয়েছে। কীভাবে মারা গেল জানি না। তবে ও নেশা করত। আজকেও স্যালাইনের বোতল থেকে খাওয়া শুরু করে দিয়েছিল বলে জানতে পারি। ভাই মাছের ব্যবসা করত। কিন্তু এইভাবে মারা যাবে ভাবতেই পারছি না। ঘটনার সময় আমি ছিলাম না ৷ ওকে রক্তাক্ত অবস্থায় ফের ভরতি করা হয় ৷ পরে অক্সিজেনও দেওয়া হয় ৷ তার কিছুক্ষণ পরে ভাই মারা যায় ৷"

এদিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডা: কল্যাণ খাঁ জানান, একজন রোগী মারা গিয়েছে ৷ কীভাবে মারা গিয়েছে তার তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে।

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, হাসপাতালে 'ভাঙচুর' পরিজনদের

Last Updated : Jun 22, 2023, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.