জলপাইগুড়ি, 13 এপ্রিল: ফের বন্যপ্রাণী পাচার রুখে দিল বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের কর্মীরা । পাচারের আগেই বুধবার রাতে উদ্ধার হয়েছে একটি প্যাঙ্গোলিন ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারী । গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির জলপাইমোড় থেকে বন্যপ্রাণীটিকে উদ্ধার করেছে বনবিভাগ । ধৃতদের কাছ থেকেই ওই জীবন্ত প্যাঙ্গোলিনটিকে (বনরুই) উদ্ধার করা হয় । ধৃতরা হলেন নন্দু মুখিয়া ও অমৃত প্রধান । গ্রেফতার হওয়া দু'জনই দার্জিলিংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
বৈকুন্ঠপুর বনবিভাগের সূত্রে খবর, এই প্যাঙ্গোলিনটিকে দার্জিলিং থেকে শিলিগুড়ি হয়ে নেপালে পাচার করার ছক করা হচ্ছিল । ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় । জলপাইগুড়ি শিলিগুড়ি করিডোর যেন বন্যপ্রাণী ও তার দেহাংশ পাচারের স্বর্গ হয়ে উঠেছে। বিশেষ করে জলপাইগুড়ি শিলিগুড়ি 31 নং জাতীয় সড়ক ধরেই বন্যপ্রাণীর দেহাংশ-সহ অবৈধভাবে চোরাই কাঠ পাচার বেশি হচ্ছে । জলপাইগুড়ি মোড় থেকে বন্যপ্রাণীর পাচারকারী-সহ দু'জন গ্রেফতার হওয়ার ফলে আরও একবার এই রুটে বন্যপ্রাণী পাচারের প্রমাণ পাওয়া গেল।
বৈকুন্ঠপুর বনবিভাগের জলপাইগুড়ি বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, তাদের কাছে গোপন সুত্রে খবর আসে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের ছক কষা হচ্ছে । সেই মোতাবেক তারা এই পাচারকারীদের ধরার জন্য জলপাইগুড়ি মোড় এলাকায় ওত পেতে ছিল। পাচারকারী দার্জিলিংয়ের দুই বাসিন্দার একটি গাড়ি নিয়ে এসেছিল । তারা গাড়ি থেকে নেমে আসার সঙ্গে সঙ্গেই তাদের ধরে ফেলা হয় । এদিকে গাড়ি নিয়ে চালক পালিয়ে যায় । ধৃতদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে । ব্যাগে একটি পূর্ণবয়স্ক প্যাঙ্গোলিন পাওয়া গিয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কোথা থেকে ওই বন্যপ্রাণীটিকে ধরা হয়েছিল । কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । প্যাঙ্গোলিনটিকে দার্জিলিং চিড়িয়াখানায় ছাড়া হয় এদিন ।
আরও পড়ুন: ফের বিপুল সংখ্যক বিরল পাখি উদ্ধার মালদায়