ETV Bharat / state

Jalpaiguri : স্ত্রীর গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘোরার অভিযোগ উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের ওএসডির বিরুদ্ধে - উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি

গাড়িতে নীলবাতির ব্যবহার নিয়ে অভিযোগ উঠল উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের ওএসডি ডা. সুশান্ত রায়ের বিরুদ্ধে ৷ অভিযোগ, সরকারি গাড়ি পছন্দ না হওয়ায় তিনি স্ত্রীর গাড়িতে নীলবাতি লাগিয়ে ব্যবহার করছেন ৷ যা সরকারি নিয়ম বিরুদ্ধ ৷

north-bengal-health-osd-allegedly-using-car-of-his-wife-in-government-pupose
Jalpaiguri : স্ত্রীর গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘোরার অভিযোগ উত্তরবঙ্গের স্বাস্থ্য ওএসডি-র বিরুদ্ধে
author img

By

Published : Oct 26, 2021, 4:23 PM IST

জলপাইগুড়ি, 26 অক্টোবর : ফের কাঠগড়ায় উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায় ৷ অভিযোগ, সরকারি গাড়ি পছন্দ না হওয়ায় তিনি স্ত্রীর গাড়িতে নীলবাতি লাগিয়ে ব্যবহার করছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 সালে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী নীলবাতির ব্যবহার সবাই করতে পারবেন না । এমনকি রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ীও ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন না । কিন্তু তার পরও কীভাবে এই অনিয়ম চলছে, উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : OSD Controversy : ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে এবার অসহযোগিতার অভিযোগ সামাজিক সংগঠনের

এই নিয়ে প্রশাসনের পদক্ষেপ করা উচিত বলে দাবি করেছেন জলপাইগুড়ি সমাজকর্মী অঙ্কুর দাস ৷ তাঁর অভিযোগ, ‘‘ডা. সুশান্ত রায় তাঁর গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘুরছেন ৷ তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আসছিলাম । এবার যেটা দেখা যাচ্ছে ডাবলুবি74এল3136 (WB74L3136) নম্বরের স্করপিও গাড়িতে তিনি ঘোরেন । এই গাড়িটি তাঁরা স্ত্রী নীলা রায়ের । প্রাইভেট নম্বরের ওই গাড়িটি 14 বছর 8 মাসের পুরনো ।’’

অঙ্কুর দাসের প্রশ্ন, ‘‘একটা সরকারি দফতরে 14 বছরের পুরনো গাড়ি কীভাবে ব্যবহার হচ্ছে ?’’ তাঁর দাবি, ‘‘সরকারি কাজে প্রাইভেট নম্বরের গাড়ি ভাড়া বা ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে । আমরা এর ধিক্কার জানাই । ওঁর (সুশান্ত রায়) কাছে সবই সম্ভব । উনি যদি স্ত্রীর গাড়ি ব্যবহার না করে অন্য একটি গাড়ি ব্যবহার করতেন বাণিজ্যিকভাবে,তাহলে সেই ভাড়ায় একটি পরিবার উপকৃত হত ৷’’

আরও পড়ুন : Jalpaiguri Hospital : রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ঘর দখলে অভিযুক্ত ওএসডি

তাঁর অভিযোগ, ‘‘কিন্তু নীলা রায়ের গাড়ি সাদা নম্বর প্লেটের ৷ তা বেআইনিভাবে ব্যবহার করছেন । আমরা তদন্ত দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।’’

জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‘ওএসডি যদি সরকারি নিয়ম ভঙ্গ করেন, তাহলে বাকিরা কী শিখবে ! সরকারি নিয়ম অনুযায়ী সরকারি দফতরে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে বাণিজ্যিক নম্বরের গাড়ি ব্যবহার করতে হবে । কিন্তু ওএসডি যে গাড়িতে চড়েন, সেই গাড়ি বাণিজ্যিক নম্বরের গাড়ি নয় । বাণিজ্যিক নম্বর ছাড়া কোনও গাড়ি বাণিজ্যিক ভাবে ব্যবহার করা যায় না ।’’

আরও পড়ুন : Sushant Roy : পুত্রবধূকে নিয়োগ, ছেলের জন্য হাসপাতালে পদ আটকে রাখায় অভিযুক্ত ওএসডি

তাঁর অনুরোধ, ‘‘প্রশাসনের মধ্যে যাঁরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, সরকারি গাড়ি হিসেবে সরকার খরচ দিচ্ছে । এই সকল বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করব । স্ত্রীর গাড়ি এই ভাবে প্রাইভেট নম্বরে আমি চালাচ্ছি, এটা হতে পারে না । স্ত্রীর গাড়ি বাণিজ্যিক নম্বর দিয়ে উনি ভাড়া দিতেই পারেন । কিন্তু ব্যক্তিগত গাড়ি এই ভাবে সরকারি কাজে ব্যবহার করা যায় না ।’’

তাঁর দাবি, ‘‘আপনি যদি ব্যবসা করেন, তাহলে প্রকাশ্যে বলুন ৷ আমি আমার পরিবারের গাড়ি সরকারি কাজে ব্যবহার করছি । এটাই আমার ব্যবসা । তবে ব্যবসা করতে হলে সরকারি নিয়ম অনুযায়ী বাণিজ্যিক নম্বর লাগিয়ে ব্যবসা করুন, তাতে কোনও অসুবিধা নেই । সরকারি আধিকারিক হয়ে সরকারের কর আপনি চুরি করতে পারেন না ৷’’ তাঁর মতে, আর স্ত্রীর গাড়িতে বা অন্য কোনও গাড়িতে নীলবাতি ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলা উচিত ৷

আরও পড়ুন : Jalpaiguri : ওএসডি সুশান্ত রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্তের দাবি চিকিৎসক সংগঠনের

এই নিয়ে অবশ্য সরকারি তরফে কেউ এই নিয়ে মুখ খুলতে চাইছেন না ৷ প্রশাসনের বিভিন্ন মহলে জানতে চাওয়া হয় যে ওএসডি-র গাড়ি সরকারের কোন নির্দেশকা অনুযায়ী কীভাবে চলছে ? কত টাকা ভাড়া দেওয়া হয় বা শুধু গাড়ির জ্বালানি তেল ইস্যু করা হচ্ছে কি না ? এমনকি ড্রাইভারের ভাড়াই বা কে দিচ্ছে ? কিন্তু কেউ নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি ৷

এই নিয়ে ডা. সুশান্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি । জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘অবৈধভাবে নীলবাতি ব্যবহারের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে ।’’

আরও পড়ুন : Northbengal health osd : উত্তরবঙ্গের স্বাস্থ্য-ওএসডির ছেলের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে এমডি পড়াকালীন বেতন নেওয়ার অভিযোগ

জলপাইগুড়ি, 26 অক্টোবর : ফের কাঠগড়ায় উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায় ৷ অভিযোগ, সরকারি গাড়ি পছন্দ না হওয়ায় তিনি স্ত্রীর গাড়িতে নীলবাতি লাগিয়ে ব্যবহার করছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 সালে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী নীলবাতির ব্যবহার সবাই করতে পারবেন না । এমনকি রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ীও ওএসডি নীলবাতি ব্যবহার করতে পারেন না । কিন্তু তার পরও কীভাবে এই অনিয়ম চলছে, উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : OSD Controversy : ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে এবার অসহযোগিতার অভিযোগ সামাজিক সংগঠনের

এই নিয়ে প্রশাসনের পদক্ষেপ করা উচিত বলে দাবি করেছেন জলপাইগুড়ি সমাজকর্মী অঙ্কুর দাস ৷ তাঁর অভিযোগ, ‘‘ডা. সুশান্ত রায় তাঁর গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘুরছেন ৷ তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আসছিলাম । এবার যেটা দেখা যাচ্ছে ডাবলুবি74এল3136 (WB74L3136) নম্বরের স্করপিও গাড়িতে তিনি ঘোরেন । এই গাড়িটি তাঁরা স্ত্রী নীলা রায়ের । প্রাইভেট নম্বরের ওই গাড়িটি 14 বছর 8 মাসের পুরনো ।’’

অঙ্কুর দাসের প্রশ্ন, ‘‘একটা সরকারি দফতরে 14 বছরের পুরনো গাড়ি কীভাবে ব্যবহার হচ্ছে ?’’ তাঁর দাবি, ‘‘সরকারি কাজে প্রাইভেট নম্বরের গাড়ি ভাড়া বা ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে । আমরা এর ধিক্কার জানাই । ওঁর (সুশান্ত রায়) কাছে সবই সম্ভব । উনি যদি স্ত্রীর গাড়ি ব্যবহার না করে অন্য একটি গাড়ি ব্যবহার করতেন বাণিজ্যিকভাবে,তাহলে সেই ভাড়ায় একটি পরিবার উপকৃত হত ৷’’

আরও পড়ুন : Jalpaiguri Hospital : রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ঘর দখলে অভিযুক্ত ওএসডি

তাঁর অভিযোগ, ‘‘কিন্তু নীলা রায়ের গাড়ি সাদা নম্বর প্লেটের ৷ তা বেআইনিভাবে ব্যবহার করছেন । আমরা তদন্ত দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।’’

জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‘ওএসডি যদি সরকারি নিয়ম ভঙ্গ করেন, তাহলে বাকিরা কী শিখবে ! সরকারি নিয়ম অনুযায়ী সরকারি দফতরে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে বাণিজ্যিক নম্বরের গাড়ি ব্যবহার করতে হবে । কিন্তু ওএসডি যে গাড়িতে চড়েন, সেই গাড়ি বাণিজ্যিক নম্বরের গাড়ি নয় । বাণিজ্যিক নম্বর ছাড়া কোনও গাড়ি বাণিজ্যিক ভাবে ব্যবহার করা যায় না ।’’

আরও পড়ুন : Sushant Roy : পুত্রবধূকে নিয়োগ, ছেলের জন্য হাসপাতালে পদ আটকে রাখায় অভিযুক্ত ওএসডি

তাঁর অনুরোধ, ‘‘প্রশাসনের মধ্যে যাঁরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, সরকারি গাড়ি হিসেবে সরকার খরচ দিচ্ছে । এই সকল বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করব । স্ত্রীর গাড়ি এই ভাবে প্রাইভেট নম্বরে আমি চালাচ্ছি, এটা হতে পারে না । স্ত্রীর গাড়ি বাণিজ্যিক নম্বর দিয়ে উনি ভাড়া দিতেই পারেন । কিন্তু ব্যক্তিগত গাড়ি এই ভাবে সরকারি কাজে ব্যবহার করা যায় না ।’’

তাঁর দাবি, ‘‘আপনি যদি ব্যবসা করেন, তাহলে প্রকাশ্যে বলুন ৷ আমি আমার পরিবারের গাড়ি সরকারি কাজে ব্যবহার করছি । এটাই আমার ব্যবসা । তবে ব্যবসা করতে হলে সরকারি নিয়ম অনুযায়ী বাণিজ্যিক নম্বর লাগিয়ে ব্যবসা করুন, তাতে কোনও অসুবিধা নেই । সরকারি আধিকারিক হয়ে সরকারের কর আপনি চুরি করতে পারেন না ৷’’ তাঁর মতে, আর স্ত্রীর গাড়িতে বা অন্য কোনও গাড়িতে নীলবাতি ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলা উচিত ৷

আরও পড়ুন : Jalpaiguri : ওএসডি সুশান্ত রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্তের দাবি চিকিৎসক সংগঠনের

এই নিয়ে অবশ্য সরকারি তরফে কেউ এই নিয়ে মুখ খুলতে চাইছেন না ৷ প্রশাসনের বিভিন্ন মহলে জানতে চাওয়া হয় যে ওএসডি-র গাড়ি সরকারের কোন নির্দেশকা অনুযায়ী কীভাবে চলছে ? কত টাকা ভাড়া দেওয়া হয় বা শুধু গাড়ির জ্বালানি তেল ইস্যু করা হচ্ছে কি না ? এমনকি ড্রাইভারের ভাড়াই বা কে দিচ্ছে ? কিন্তু কেউ নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি ৷

এই নিয়ে ডা. সুশান্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি । জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘অবৈধভাবে নীলবাতি ব্যবহারের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে ।’’

আরও পড়ুন : Northbengal health osd : উত্তরবঙ্গের স্বাস্থ্য-ওএসডির ছেলের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে এমডি পড়াকালীন বেতন নেওয়ার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.