ETV Bharat / state

15 মে থেকে 15 জুন পর্যন্ত উত্তরবঙ্গে বাড়তে পারে করোনার প্রকোপ, আশঙ্কা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের

জলপাইগুড়ি জেলায় অক্সিজেন সিলিন্ডারের সমস্যা মেটাতেও সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে । জলপাইগুড়ি সদর হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে একটি করে মোট তিনটি অক্সিজেন উৎপাদন কেন্দ্র করা হচ্ছে ।

15 মে থেকে 15 জুন পর্যন্ত উত্তরবঙ্গে বাড়তে পারে করোনার প্রকোপ, আশঙ্কা প্রশাসনের
15 মে থেকে 15 জুন পর্যন্ত উত্তরবঙ্গে বাড়তে পারে করোনার প্রকোপ, আশঙ্কা প্রশাসনের
author img

By

Published : Apr 30, 2021, 5:43 PM IST

জলপাইগুড়ি, 30 এপ্রিল : উত্তরবঙ্গের সব জেলাতে করোনা পরিস্থিতি 15 মে থেকে 15 জুন পর্যন্ত ভয়াবহ হতে পারে ৷ শুক্রবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন করোনা মোকাবিলার জন্য উত্তরবঙ্গের ওএসডি ড. সুশান্ত রায় । উত্তরবঙ্গের সব জেলার সঙ্গে জলপাইগুড়িতেও করোনায় থাবা অব্যাহত । আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও । এখনও পর্যন্ত শহরে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 51 জন বাসিন্দার । এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক । আজও শহর সংলগ্ন এক মহিলা মৃত্যুর হয় । সম্প্রতি জলপাইগুড়ি জেলার সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জলপাইগুড়ি পুরসভা এলাকায় ।

এদিন ড. সুশান্ত রায় তাঁর দফতরে এক সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘শহরের আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেশি । যেই এলাকায় করোনার আক্রান্তের সংখ্যা বেশি সেই এলাকাকে চিহ্নিত করে এলাকা ধরে ধরে মাইক্রো কনটেনমেন্ট জোন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে । ভোট গণনার পরেই এই সিদ্ধান্ত পালন করা হবে কেন্দ্র সরকারের নির্দেশে ।’’

জলপাইগুড়ি জেলায় অক্সিজেন সিলিন্ডারের সমস্যা মেটাতেও সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে । জলপাইগুড়ি সদর হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে একটি করে মোট তিনটি অক্সিজেন উৎপাদন কেন্দ্র করা হচ্ছে । এক মাসের মধ্যে এই তিনটি জায়গায় অক্সিজেন প্ল্যান্ট হয়ে যাবে বলে আশাবাদী ড. সুশান্ত রায় ।

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ পৌঁছল 3.86 লক্ষে, মৃত প্রায় সাড়ে তিন হাজার

তিনি আরও বলেন, ‘‘করোনা উর্দ্ধমুখী গ্রাফের কারণ ভোটে গাদাগাদি করে প্রচার, সভা ও ভিন রাজ্যের কেন্দ্রীয় বাহিনী দলের নেতাদের আনাগোনার কারণে এই পরিস্থিতি । আমরা মনে করছি জুন মাসের পর করোনার গ্রাফ কিছুটা নামবে ৷ এই দেড়মাস খুব গুরুত্বপূর্ণ । এই সময় বেশি আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আমরা মনে করছি । তাই মানুষকে সচেতন হতে হবে । মাস্ক পরতে হবে ৷’’

জলপাইগুড়ি, 30 এপ্রিল : উত্তরবঙ্গের সব জেলাতে করোনা পরিস্থিতি 15 মে থেকে 15 জুন পর্যন্ত ভয়াবহ হতে পারে ৷ শুক্রবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন করোনা মোকাবিলার জন্য উত্তরবঙ্গের ওএসডি ড. সুশান্ত রায় । উত্তরবঙ্গের সব জেলার সঙ্গে জলপাইগুড়িতেও করোনায় থাবা অব্যাহত । আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও । এখনও পর্যন্ত শহরে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 51 জন বাসিন্দার । এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক । আজও শহর সংলগ্ন এক মহিলা মৃত্যুর হয় । সম্প্রতি জলপাইগুড়ি জেলার সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জলপাইগুড়ি পুরসভা এলাকায় ।

এদিন ড. সুশান্ত রায় তাঁর দফতরে এক সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘শহরের আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেশি । যেই এলাকায় করোনার আক্রান্তের সংখ্যা বেশি সেই এলাকাকে চিহ্নিত করে এলাকা ধরে ধরে মাইক্রো কনটেনমেন্ট জোন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে । ভোট গণনার পরেই এই সিদ্ধান্ত পালন করা হবে কেন্দ্র সরকারের নির্দেশে ।’’

জলপাইগুড়ি জেলায় অক্সিজেন সিলিন্ডারের সমস্যা মেটাতেও সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে । জলপাইগুড়ি সদর হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে একটি করে মোট তিনটি অক্সিজেন উৎপাদন কেন্দ্র করা হচ্ছে । এক মাসের মধ্যে এই তিনটি জায়গায় অক্সিজেন প্ল্যান্ট হয়ে যাবে বলে আশাবাদী ড. সুশান্ত রায় ।

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ পৌঁছল 3.86 লক্ষে, মৃত প্রায় সাড়ে তিন হাজার

তিনি আরও বলেন, ‘‘করোনা উর্দ্ধমুখী গ্রাফের কারণ ভোটে গাদাগাদি করে প্রচার, সভা ও ভিন রাজ্যের কেন্দ্রীয় বাহিনী দলের নেতাদের আনাগোনার কারণে এই পরিস্থিতি । আমরা মনে করছি জুন মাসের পর করোনার গ্রাফ কিছুটা নামবে ৷ এই দেড়মাস খুব গুরুত্বপূর্ণ । এই সময় বেশি আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আমরা মনে করছি । তাই মানুষকে সচেতন হতে হবে । মাস্ক পরতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.