ETV Bharat / state

Nisith Dig at Abhishek: এসি গাড়িতে বুথে যাচ্ছেন, কোটি টাকায় তৈরি তাঁবু, তৃণমূলকে শেষ করার জন্য অভিষেকই যথেষ্ট: নিশীথ - অভিষেক বন্দ্যোপাধ্যায়

এসি গাড়িতে বুথে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কোটি কোটি টাকায় তাঁবু তৈরি করেছেন ৷ তৃণমূলকে শেষ করার জন্য তিনিই যথেষ্ট ৷ এ ভাবেই অভিষেকের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ করলেন নিশীথ প্রামাণিক ৷

Nisith Dig at Abhishek ETV bharat
নিশীথ প্রামাণিক অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 26, 2023, 3:34 PM IST

Updated : Apr 26, 2023, 5:29 PM IST

অভিষেককে একহাত নিলেন নিশীথ

জলপাইগুড়ি/কোচবিহার, 26 এপ্রিল: প্যারাসুট থেকে নেমে তিনি বুথে বুথে যাচ্ছেন এসি গাড়ি নিয়ে । কোটি কোটি টাকা ব্যয় করে বিলাসবহুল তাঁবু বানানো হচ্ছে । এই অর্থ কোথা থেকে এসেছে । এ বার সাধারণ মানুষের প্রশ্ন করার সময় এসেছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ যাত্রা কর্মসূচিকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক । গতকাল তৃণমূল প্রার্থী বাছাইয়ের জন্য ভোটদানকে ঘিরে চরম বিশৃঙ্খলা ছড়ায় । ছিড়ে ফেলা হয় ব্যালট । ভাঙা হয় ব্যালট বক্স । এই ঘটনার তীব্র সমালোচনা করে নিশীথের দাবি, তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য অভিষেকই যথেষ্ট ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক । কোচবিহারে অভিষেকের প্রায় প্রতিটি সভাকেই ফ্লপ শো বলে কটাক্ষ করেছেন তিনি ৷

তিনি জানান, "অভিষেকের সভার বিষয়ে বলার কিছু নেই । ভাইপোর ফ্লপ শো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে । কোচবিহারের যেই মঞ্চে গিয়েছে সেখানে মানুষ মুখ ফিরিয়েছে । যাঁরা প্রার্থী নির্বাচনের জন্য গিয়েছিলেন, তাঁরা নিজেদের মধ্যে গন্ডগোল করেছেন । বাংলায় একটা প্রবাদ রয়েছে, গাঁয়ে মানে না আপনি মোড়ল । আজকে অভিষেক গ্রামে গ্রামে যাচ্ছেন ৷ তিনি কখনও গ্রামের রাজনীতি করেছেন ?"

নিশীথের কথায়, অভিষেক বিজেপির কাজ অনেক সহজ করে দিচ্ছেন । তিনি যেখানে যাবেন সেখানে তিনি তাঁর নিজের দলের সর্বনাশ করবেন বলে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী । অভিষেককে অপরিপক্ক নেতা বলে কটাক্ষ করে তাঁর সঙ্গে রাহুল গান্ধির তুলনা টেনেছেন নিশীথ প্রামাণিক ৷ তিনি বলেন, "কংগ্রেসের যুবরাজ যেমন কংগ্রেসকে শেষ করেছেন, তৃণমূল কংগ্রেসের যুবরাজও দলকে শেষ করার জন্য যথেষ্ট ।"

জন সংযোগ যাত্রায় যে বিলাসবহুল বাস নিয়ে যাওয়া হয়েছে, তার খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন নিশীথ প্রামাণিক ৷ জানা গিয়েছে, যে বাসটি অভিষেকের সঙ্গে ঘুরছে সেটি মহারাস্ট্র থেকে আনা হয়েছে । গাড়িটির ভেতরে থাকার সুব্যবস্থা রয়েছে । নিশীথ এই নিয়ে বলেন, "এই এসি গাড়ি করেই বুথে বুথে যাচ্ছেন অভিষেক । গাড়ির টাকা আসছে কোথা থেকে ?" যদিও তৃণমূল কংগ্রেস সুত্রে জানা গিয়েছে, এখনও এই বিলাসবহুল বাসে চড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: 'বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাও করুন, আমিও যাব', জনসংযোগ যাত্রায় আহ্বান অভিষেকের

অভিষেককে একহাত নিলেন নিশীথ

জলপাইগুড়ি/কোচবিহার, 26 এপ্রিল: প্যারাসুট থেকে নেমে তিনি বুথে বুথে যাচ্ছেন এসি গাড়ি নিয়ে । কোটি কোটি টাকা ব্যয় করে বিলাসবহুল তাঁবু বানানো হচ্ছে । এই অর্থ কোথা থেকে এসেছে । এ বার সাধারণ মানুষের প্রশ্ন করার সময় এসেছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ যাত্রা কর্মসূচিকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক । গতকাল তৃণমূল প্রার্থী বাছাইয়ের জন্য ভোটদানকে ঘিরে চরম বিশৃঙ্খলা ছড়ায় । ছিড়ে ফেলা হয় ব্যালট । ভাঙা হয় ব্যালট বক্স । এই ঘটনার তীব্র সমালোচনা করে নিশীথের দাবি, তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য অভিষেকই যথেষ্ট ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক । কোচবিহারে অভিষেকের প্রায় প্রতিটি সভাকেই ফ্লপ শো বলে কটাক্ষ করেছেন তিনি ৷

তিনি জানান, "অভিষেকের সভার বিষয়ে বলার কিছু নেই । ভাইপোর ফ্লপ শো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে । কোচবিহারের যেই মঞ্চে গিয়েছে সেখানে মানুষ মুখ ফিরিয়েছে । যাঁরা প্রার্থী নির্বাচনের জন্য গিয়েছিলেন, তাঁরা নিজেদের মধ্যে গন্ডগোল করেছেন । বাংলায় একটা প্রবাদ রয়েছে, গাঁয়ে মানে না আপনি মোড়ল । আজকে অভিষেক গ্রামে গ্রামে যাচ্ছেন ৷ তিনি কখনও গ্রামের রাজনীতি করেছেন ?"

নিশীথের কথায়, অভিষেক বিজেপির কাজ অনেক সহজ করে দিচ্ছেন । তিনি যেখানে যাবেন সেখানে তিনি তাঁর নিজের দলের সর্বনাশ করবেন বলে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী । অভিষেককে অপরিপক্ক নেতা বলে কটাক্ষ করে তাঁর সঙ্গে রাহুল গান্ধির তুলনা টেনেছেন নিশীথ প্রামাণিক ৷ তিনি বলেন, "কংগ্রেসের যুবরাজ যেমন কংগ্রেসকে শেষ করেছেন, তৃণমূল কংগ্রেসের যুবরাজও দলকে শেষ করার জন্য যথেষ্ট ।"

জন সংযোগ যাত্রায় যে বিলাসবহুল বাস নিয়ে যাওয়া হয়েছে, তার খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন নিশীথ প্রামাণিক ৷ জানা গিয়েছে, যে বাসটি অভিষেকের সঙ্গে ঘুরছে সেটি মহারাস্ট্র থেকে আনা হয়েছে । গাড়িটির ভেতরে থাকার সুব্যবস্থা রয়েছে । নিশীথ এই নিয়ে বলেন, "এই এসি গাড়ি করেই বুথে বুথে যাচ্ছেন অভিষেক । গাড়ির টাকা আসছে কোথা থেকে ?" যদিও তৃণমূল কংগ্রেস সুত্রে জানা গিয়েছে, এখনও এই বিলাসবহুল বাসে চড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: 'বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাও করুন, আমিও যাব', জনসংযোগ যাত্রায় আহ্বান অভিষেকের

Last Updated : Apr 26, 2023, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.