শিলিগুড়ি, 8জানুয়ারি: নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মুকুটে নয়া পালক । ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)-র তরফে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে স্বীকৃতি দিয়ে ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট প্রদান করা হয়েছে । আর ওই শিরোপা পেয়ে উচ্ছ্বসিত উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ । 2023 সালের 29 ডিসেম্বর এই সার্টিফিকেট পেয়েছে জলাপাইগুড়ি স্টেশন ৷
এর আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলের গুয়াহাটি, হরিশ্চন্দ্রপুর, লামডিং, রঙ্গিয়া, মরিয়নি, সামসী ও নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনকে এফএসএসএআই-এর তরফে ‘ইট রাইট স্টেশন’-এর সার্টিফিকেট প্রদান করা হয়েছিল । আর এবার সেই তালিকায় উঠে এসেছে এনজেপি রেল স্টেশনের নাম । উত্তর-পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, রেলের যাত্রীদের উচ্চ ও উন্নতমানের পুষ্টিকর খাবার পরিবেষিত করার জন্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে এই স্বীকৃতি প্রদান করেছে ।
এই প্রসঙ্গেই উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "আমাদের জন্য আমরা এটা দারুন খবর। প্রত্যেক আধিকারিক থেকে কর্মী উচ্ছ্বসিত। এই শিরোপা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।" কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলাওয়ারওয়ার বলেন, "এফএসএসআই এনজেপি স্টেশন 'ইট রাইট স্টেশনে'র শিরোপা পেয়েছ । কাটিহার ডিভিশনের প্রথম কোনও স্টেশন যেটি এই শিরোপা পেল। আমরা গর্বিত এই শিরোপা পেয়ে।"
জানা গিয়েছে, এনজেপি রেল স্টেশন উত্তর-পূর্ব সীমান্ত রেলের অষ্টম রেল স্টেশন ৷ যেটি এই বিশেষ সার্টিফিকেট পেয়েছে। এই সার্টিফিকেটটি 28 ডিসেম্বর 2025পর্যন্ত সময় পর্যন্ত বৈধ থাকবে । এনজেপি রেল স্টেশন উত্তর-পূর্ব ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন। প্রতিদিন গড়ে অন্তত 6 হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন । স্টেশনটিকে ঢেলে সাজানোর পাশাপাশি আন্তর্জাতিকমানে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার ও রেল মন্ত্রক। বিমানবন্দরের মতো টার্মিনাল বিল্ডিং তৈরি ও অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে স্টেশনটিকে গড়ে তোলার জন্য অন্তত একশো কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক।
আরও পড়ুন: