জলপাইগুড়ি, 16 এপ্রিল : একাধিক এলাকা ও সরকারি কার্যালয়ের পাশাপাশি এবার বাসও স্যানিটাইজ় করা হল ৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপোর প্রতিটি বাসকে আজ স্যানিটাইজ় করেন দমকল কর্মীরা । লকডাউনের পর থেকেই বাসগুলো ডিপোতে ছিল । আজ জলপাইগুড়ি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের শান্তিপাড়ার ডিপোতে দমকল কর্মীদের দিয়ে বাসগুলি স্যানিটাইজ় করার কাজ চলে ।
জলপাইগুড়ির পৌর পারিষদ সন্দীপ মাহাতর নেতৃত্বে স্যানিটাইজ়ের প্রক্রিয়া চলে । জলপাইগুড়ি শহরের সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোকেও স্যানিটাইজ় করার কাজ শুরু হয়েছে ৷ আজ জলপাইগুড়ির সরকারি বাস ডিপোতে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রতিটি বাসকে স্যানিটাইজ় করেন দমকলকর্মীরা ৷
সন্দীপ মাহাত বলেন, " আজ আমদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি স্যানিটাইজ় করা হয় । জলপাইগুড়ি দমকল বিভাগের কর্মীদের দিয়ে ডিপোতে থাকা মোট 40টি সরকারি বাসকে স্যানিটাইজ় করা হয় । "