ETV Bharat / state

Mother Murdered by Son: নেশার টাকা না-পেয়ে মাকে পাথর দিয়ে থেঁতলে 'খুন' করল ছেলে - Dooars Jalpaiguri

মাথায় পাথর দিয়ে আঘাত! তার জেরে ছেলের হাতে খুন হল মা ৷ ছেলেকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রতিবেশীরা। মৃতের নাম এতোয়ারি ওরাওঁ। খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে জলপাইগুড়ির মেটেলি ব্লকের ইনডং চা বাগানে (Son Accused of Murdering Mother in Indong Tea Garden) ৷

Mother Murdered by Son
অভিযুক্ত ছেলে রাজু ওরাওঁ
author img

By

Published : Feb 1, 2023, 6:57 AM IST

জলপাইগুড়ি, 1 ফেব্রুয়ারি: ডুয়ার্সে ছেলের নেশার বলি হতে হল আদিবাসী বৃদ্ধা মাকে। ঘটনাটি মেটেলি ব্লকের ইনডং চা বাগানের। খুনের ঘটনার খবর পেয়েই মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় (Mother Murdered by Son in Dooars) ৷

নেশার টাকা না-পেয়ে বৃদ্ধা মাকে খুনের ঘটনায় সমগ্র চা বাগানে আতঙ্ক ছড়িয়েছে। জানা যায়, মঙ্গলবার মেটেলি ব্লকের ইনডং চা বাগানের বন্দনা লাইনের বাড়িতে মদ্যপ অবস্থায় রাজু ওরাওঁ নামে এক যুবক তার বৃদ্ধা মা এতোয়ারি ওরাওঁয়ের কাছ থেকে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকার করায় ছেলে রাজু ওরাওঁ তার মাকে পাথর ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। একবার নয় বারবার আঘাত করে ওই ছেলে ৷ ক্রমাগত আঘাতের ফলে সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা মাটিতে লুটিয়ে পড়েন। যার জেরে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

এমন ঘটনা দেখার পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রাজু ওরাওঁকে বেঁধে রাখে। এরপর খবর দেয় মেটেলি থানার পুলিশকে। মেটেলি থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে এলাকায় যান নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, গ্রাম পঞ্চায়েত সদস্য সাগর মুণ্ডা-সহ অন্যান্যরা। সকলই ঘটনার নিন্দা করেন। এঘটনায় বৃদ্ধা এতোয়ারি ওরাওঁয়ের জামাই এতোয়া ওড়াওঁ বলেন, "মাঝেমধ্যেই রাজু মদ্যপ অবস্থায় এসে মায়ের ওপর অত্যাচার করত। এদিনও একইভাবে সেই অত্যাচার করে।"

আরও পড়ুন: তৃণমূল নেতা খুনে ধৃত দলেরই 3, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন বলল পরিবার

তিনি আরও বলেন, "নেশার জন্য এদিন টাকা চেয়ে না-পেয়ে মাকে পাথর ও লাঠি দিয়ে আঘাত করে। আর তাতেই মা মারা যান ৷ ইনডং চা বাগানেই বাড়ি বিজেপি বিধায়ক পুনা ভেংরার। তিনি বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। নেশার জন্যই এমন ঘটনা ঘটেছে। এমন ঘটনা যাতে আর না-হয় সেই দিকে আমাদের সবাইকে নজর দিতে হবে।" মেটেলি থানার পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে মৃত বৃদ্ধার ছেলে রাজু ওরাওঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। অন্যদিকে, মৃতদেহ বুধবার অর্থাৎ আজ, ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

জলপাইগুড়ি, 1 ফেব্রুয়ারি: ডুয়ার্সে ছেলের নেশার বলি হতে হল আদিবাসী বৃদ্ধা মাকে। ঘটনাটি মেটেলি ব্লকের ইনডং চা বাগানের। খুনের ঘটনার খবর পেয়েই মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় (Mother Murdered by Son in Dooars) ৷

নেশার টাকা না-পেয়ে বৃদ্ধা মাকে খুনের ঘটনায় সমগ্র চা বাগানে আতঙ্ক ছড়িয়েছে। জানা যায়, মঙ্গলবার মেটেলি ব্লকের ইনডং চা বাগানের বন্দনা লাইনের বাড়িতে মদ্যপ অবস্থায় রাজু ওরাওঁ নামে এক যুবক তার বৃদ্ধা মা এতোয়ারি ওরাওঁয়ের কাছ থেকে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকার করায় ছেলে রাজু ওরাওঁ তার মাকে পাথর ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। একবার নয় বারবার আঘাত করে ওই ছেলে ৷ ক্রমাগত আঘাতের ফলে সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা মাটিতে লুটিয়ে পড়েন। যার জেরে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

এমন ঘটনা দেখার পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রাজু ওরাওঁকে বেঁধে রাখে। এরপর খবর দেয় মেটেলি থানার পুলিশকে। মেটেলি থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে এলাকায় যান নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, গ্রাম পঞ্চায়েত সদস্য সাগর মুণ্ডা-সহ অন্যান্যরা। সকলই ঘটনার নিন্দা করেন। এঘটনায় বৃদ্ধা এতোয়ারি ওরাওঁয়ের জামাই এতোয়া ওড়াওঁ বলেন, "মাঝেমধ্যেই রাজু মদ্যপ অবস্থায় এসে মায়ের ওপর অত্যাচার করত। এদিনও একইভাবে সেই অত্যাচার করে।"

আরও পড়ুন: তৃণমূল নেতা খুনে ধৃত দলেরই 3, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন বলল পরিবার

তিনি আরও বলেন, "নেশার জন্য এদিন টাকা চেয়ে না-পেয়ে মাকে পাথর ও লাঠি দিয়ে আঘাত করে। আর তাতেই মা মারা যান ৷ ইনডং চা বাগানেই বাড়ি বিজেপি বিধায়ক পুনা ভেংরার। তিনি বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। নেশার জন্যই এমন ঘটনা ঘটেছে। এমন ঘটনা যাতে আর না-হয় সেই দিকে আমাদের সবাইকে নজর দিতে হবে।" মেটেলি থানার পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে মৃত বৃদ্ধার ছেলে রাজু ওরাওঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। অন্যদিকে, মৃতদেহ বুধবার অর্থাৎ আজ, ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.