ETV Bharat / state

তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মোহন বোসের - জলপাইগুড়ি

জলপাইগুড়ি পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর পৌরসভার প্রশাসক পদে চেয়ারম্যান মোহন বোসকে বাদ দিয়ে উপ পৌরমাতা পাপিয়া পালকে বসানো হয় । এমনকী , প্রশাসক বোর্ডেও মোহন বোসকে রাখা হয়নি ।এর পরেই তাঁর মধ্যে ক্ষোভ দানা বাঁধে ৷ এরপরই তৃণমূল জেলা শাসক কিষান কল্যাণীর বিরুদ্ধে আজ সেই ক্ষোভ উগড়ে দেন তিনি ৷

Mohan bose said against Kishan Kalyani
k
author img

By

Published : May 27, 2020, 11:09 PM IST

জলপাইগুড়ি , 27 মে : তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে কিষান কল্যাণীর বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস । তিনি বলেন , "কিষান কল্যাণীর নেতৃত্বে আমরা দল করব না । চা বাগানের মালিকের সঙ্গে শ্রমিকের যে সম্পর্ক সেটাই দলের কর্মীদের সঙ্গে করছে কল্যাণী ।" জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় জলপাইগুড়ির রাজনীতির পারদ চড়তে শুরু করেছে ।

জলপাইগুড়ির পৌরসভার 17 বছরের চেয়ারম্যান তথা বর্ষীয়ান রাজনীতিবিদ মোহন বোস বলেন , ''গৌতম দেবকে দল আমার কাছে পাঠিয়েছে । আমি তাঁকে ডেকে আনিনি । কিষান কল্যাণীর নেতৃত্বে আমরা পার্টি করব না । আমাকে একমাসের সময় দেওয়া হয়েছে। আমার সঙ্গে এমন অন্যায় হয়েছে ৷ গৌতম কিছুই জানত না । আমার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে ৷ এটাও ঠিক হয়নি । দল যদি আমাকে বলত শারীরিক ভাবে দুর্বল আছি ৷ আমি ঠিকমতো কাজ করতে পারব না । আমি ছেড়ে দিতাম । আমাকে পিছন দিকে ছুরি মেরে দিল । এটা ঠিক হল না । তৃণমূল স্তরে মানুষ আজ আতঙ্কিত । একমাস আমি অপেক্ষা করব । এই অন্যায়ের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয় তা দেখতে চাই । কিষান কল্যাণী পুলিশকে দিয়ে মিথ্যা রিপোর্ট পাঠিয়েছে । আমি বাড়িতে হুইল চেয়ারে বসে খাচ্ছি ৷ সেই ছবি পাঠানো হয়েছে কলকাতায় ৷''

মোহন বোস অভিযোগ করে বলেন , ''কিষাণ কল্যাণীর হাতে দল সুরক্ষিত নয় । চা বাগান আর দল এক নয়। কিষান কল্যাণী একজন চা বাগানের মালিক । শ্রমিকের সঙ্গে মালিকদের যা সম্পর্ক সেটা দলের মধ্যে করছে কিষান কল্যাণী ৷ আমি রাজনীতি করি। উনিও রাজনীতি করেন । আমি এর শেষ দেখে ছাড়ব ।''

জলপাইগুড়ি পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর পৌরসভার প্রশাসক পদে চেয়ারম্যান মোহন বোসকে বাদ দিয়ে উপ-পৌরমাতা পাপিয়া পালকে বসানো হয় । এমনকী, প্রশাসক বোর্ডেও মোহন বোসকে রাখা হয়নি ।এর পরেই তাঁর মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে ৷

জলপাইগুড়ি , 27 মে : তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে কিষান কল্যাণীর বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস । তিনি বলেন , "কিষান কল্যাণীর নেতৃত্বে আমরা দল করব না । চা বাগানের মালিকের সঙ্গে শ্রমিকের যে সম্পর্ক সেটাই দলের কর্মীদের সঙ্গে করছে কল্যাণী ।" জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় জলপাইগুড়ির রাজনীতির পারদ চড়তে শুরু করেছে ।

জলপাইগুড়ির পৌরসভার 17 বছরের চেয়ারম্যান তথা বর্ষীয়ান রাজনীতিবিদ মোহন বোস বলেন , ''গৌতম দেবকে দল আমার কাছে পাঠিয়েছে । আমি তাঁকে ডেকে আনিনি । কিষান কল্যাণীর নেতৃত্বে আমরা পার্টি করব না । আমাকে একমাসের সময় দেওয়া হয়েছে। আমার সঙ্গে এমন অন্যায় হয়েছে ৷ গৌতম কিছুই জানত না । আমার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে ৷ এটাও ঠিক হয়নি । দল যদি আমাকে বলত শারীরিক ভাবে দুর্বল আছি ৷ আমি ঠিকমতো কাজ করতে পারব না । আমি ছেড়ে দিতাম । আমাকে পিছন দিকে ছুরি মেরে দিল । এটা ঠিক হল না । তৃণমূল স্তরে মানুষ আজ আতঙ্কিত । একমাস আমি অপেক্ষা করব । এই অন্যায়ের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয় তা দেখতে চাই । কিষান কল্যাণী পুলিশকে দিয়ে মিথ্যা রিপোর্ট পাঠিয়েছে । আমি বাড়িতে হুইল চেয়ারে বসে খাচ্ছি ৷ সেই ছবি পাঠানো হয়েছে কলকাতায় ৷''

মোহন বোস অভিযোগ করে বলেন , ''কিষাণ কল্যাণীর হাতে দল সুরক্ষিত নয় । চা বাগান আর দল এক নয়। কিষান কল্যাণী একজন চা বাগানের মালিক । শ্রমিকের সঙ্গে মালিকদের যা সম্পর্ক সেটা দলের মধ্যে করছে কিষান কল্যাণী ৷ আমি রাজনীতি করি। উনিও রাজনীতি করেন । আমি এর শেষ দেখে ছাড়ব ।''

জলপাইগুড়ি পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর পৌরসভার প্রশাসক পদে চেয়ারম্যান মোহন বোসকে বাদ দিয়ে উপ-পৌরমাতা পাপিয়া পালকে বসানো হয় । এমনকী, প্রশাসক বোর্ডেও মোহন বোসকে রাখা হয়নি ।এর পরেই তাঁর মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.