জলপাইগুড়ি, 29 মে : বিধায়ক খগেশ্বর রায়ের পুত্রবধূ পিঙ্কি রায় শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ রাজগঞ্জের বিধায়কের বিরুদ্ধে করা সেই অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন তাঁর পুত্রবধূ (MLA Khageswar Roy Daughter-in-Law will Withdraw Domestic Violence Case) ৷ আইনজীবীর চেম্বারে বসে দুইপক্ষ সমস্যা মিটিয়ে নিয়েছে বলে খবর ৷ তাই এবার অভিযোগ প্রত্যাহার করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন পিঙ্কি রায় ৷
শাসকদলের প্রভাবশালী বিধায়ক খগেশ্বর রায় ৷ অভিযোগ, সেই কারণেই নাকি রাজগঞ্জ থানা বিধায়ক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ নেয়নি ৷ এমনকি পুলিশ সুপারের কাছে গিয়েও লাভ হয়নি ৷ এরপর বিধায়কের পুত্রবধূ পিঙ্কি রায় বিচারের দাবিতে জলপাইগুড়ি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ তারপরেই আদালত রাজগঞ্জ থানাকে বিধায়ক-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু এরই মধ্যে বদলে যায় পরিস্থিতি ৷ পিঙ্কি আইনজীবীর সাহায্যে বিধায়ক ও তাঁর পারিবারের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিতে আলোচনায় বসেন ৷
পিঙ্কির রায়ের আইনজীবী সৌজিৎ সিংহ জানান, বিধায়কের পুত্রবধূ পিঙ্কি রায়ের অভিযোগ ছিল শ্বশুরবাড়িতে বিয়ের পর থেকে নির্যাতিত হচ্ছিলেন (Domestic Violence Case) ৷ তাই শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ আদালত মামলা রুজু করার নির্দেশ দিলেও, এরই মাঝে উভয়পক্ষ আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে নিয়েছে ৷ দুইপক্ষই মানিয়ে গুছিয়ে চলবে বলে জানিয়েছে ৷ আর পিঙ্কি আদালতে গিয়ে তাঁর অভিযোগ প্রত্যাহার করে নেবেন ৷
পিঙ্কির আইনজীবী পাশাপাশি এ-ও জানিয়েছেন, তিনি বিজেপি করেন ৷ রাজনৈতিকভাবে খগেশ্বর রায়ের বিরোধী হলেও, একজন আইনজীবী হিসাবে তিনি উভয়পক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টি মিটমাট করিয়ে দিয়েছেন ৷ কারণ, তিনি চান না কোনও সংসার ভেঙে যাক ৷
এই ঘটনার পর রাজগঞ্জের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির চেয়ারম্যান বলেন, ‘‘পারিবারিক একটা সমস্যা চলছিল ৷ আজ বিষয়টি মিটয়ে নেওয়া হল ৷ যখন বাড়িতে কোনও সমস্যা হয়, তখন অভিভাবক বা ছেলের বাবা হিসাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় ৷ আমাদের দু’পক্ষের আইনজীবীরা বসে বিষয়টি মিটিয়ে নেওয়া হল ৷ পিঙ্কি আমার আর আমার পরিবারের বিরুদ্ধে যে কেস করেছিল তা প্রত্যাহার করে নেবে ৷ আশা করি তারা সুখে শান্তিতে সংসার করবে ৷" পিঙ্কি বলেন, ‘‘আমাদের পারিবারিক বিষয় ছিল ৷ আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি ৷"
প্রসঙ্গত, খগেশ্বর রায়ের পুত্রবধূ পিঙ্কি রায়ের অভিযোগ ছিল, 2019 সালের মার্চ মাসে সামাজিক মতে খগেশ্বর রায়ের ছেলে দিবাকরের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ কিন্তু, বিয়ের পর থেকে তাঁর উপর অত্যাচার করা হত ৷ এনিয়ে গত 2021 সালে 8 জানুয়ারি রাজগঞ্জ থানায় গিয়ে পিঙ্কি রায় অভিযোগপত্র জমা দিয়ে এলেও তা গ্রহণ করা হয়নি ৷ এরপর মাঝে খালি স্ট্যাম্প পেপারে সই করিয়ে নিতে চেয়েছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন এবং সেই সময় তাঁকে সংসার করার কথাও নাকি বলা হয়েছিল ৷ পিঙ্কির প্রশ্ন ছিল, একজন শাসকদলের বিধায়কের বিরুদ্ধে তিনি কেন অভিযোগ করতে পারব না ? খগেশ্বর রায় প্রভাবশালী বলে পুলিশ কিছু করেনি বলে অভিযোগ করেন ৷ আদালতের দ্বারস্থ হওয়ার পর আদালত পুলিশকে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছিল ৷