ETV Bharat / state

MLA Bishnu Pada Roy: দলমত নির্বিশেষে প্রয়াত বিষ্ণুপদ রায়কে শেষ শ্রদ্ধা, ধূপগুড়িতে শেষকৃত্য - বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়

মঙ্গলবার সকাল 7টায় এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় ৷ গতকাল রাতেই তাঁর শবদেহ ধূপগুড়ি শহরে তাঁর বাড়িতে নিয়ে আসা হয় ৷ সেখানে দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান ৷ ধূপগুড়ি শ্মশানে শেষকৃত্য ৷

ETV Bharat
বিজেপি বিধায়কের মৃত্যু
author img

By

Published : Jul 26, 2023, 2:16 PM IST

Updated : Jul 26, 2023, 2:51 PM IST

বিষ্ণুপদ রায়কে শেষ শ্রদ্ধা

জলপাইগুড়ি, 26 জুলাই: দলমত নির্বিশেষে শেষ শ্রদ্ধা জানানো হল প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়কে ৷ বুধবার সকালে তাঁর শবদেহ নিয়ে শহর পরিক্রমা, শেষবারের মতো দেখতে মানুষের ঢল ৷ মঙ্গলবার রাত 1.40 টা নাগাদ কলকাতা থেকে সড়কপথে ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের শবদেহ নিয়ে আসা হয় ৷ শহরের বাড়িতে পৌঁছন তাঁর ছেলে প্রদীপ্ত রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন ফালাকাটা, ময়নাগুড়ি এবং মেটেলির বিধায়করা ৷

রাতে বিজেপি বিধায়কের দেহ ফেরার খবর জানাজানি হতেই সকাল থেকে বাড়িতে ভিড় করতে শুরু করেন দলের নেতা-কর্মীরা ৷ বিজেপি নেতৃত্ব ছাড়াও প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানাতে আসেন তৃণমূল-সহ অন্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷ সকাল 10.30টা পর্যন্ত দেহ ধূপগুড়ি শহরের বাড়িতে ছিল ৷

এদিন জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, "দলের বিশাল ক্ষতি হয়ে গেল ৷ বিষ্ণুপদ রায় ও আমি দীর্ঘদিনের সঙ্গী ৷ 30 বছর একসঙ্গে রাজনীতি করছি ৷ ঘাত-প্রতিঘাত, দুর্দিন-সুদিন, সবই আছে ৷" তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের হাসপাতালে কোনও চিকিৎসা হয় না ৷ উল্লেখ্য, বিধায়ক বিষ্ণুপদ রায়ের ছেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন ৷

বিধায়ককে শ্রদ্ধা জানাতে আসেন তৃণমূল নেতা রাজেশকুমার সিং ৷ তিনি জানান, যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক ৷ বিজেপি বিধায়ক একজন সজ্জন মানুষ ছিলেন বলে উল্লেখ করেন তৃণমূল নেতা ৷ তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান ৷

এরপর লরিতে ফুল দিয়ে বিধায়কের শবদেহ সাজিয়ে রওনা হয় ধূপগুড়ির বিজেপি দলীয় কার্যালয়ের উদ্দেশ্য ৷ মিছিল করে শহরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপদ রায়ের মৃতদেহ ৷ যাওয়ার পথে প্রচুর মানুষ প্রয়াত বিধায়কের শেষযাত্রায় পায়ে পা মেলান ৷

আরও পড়ুন: এসএসকেএমে প্রয়াত ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়, শোকের ছায়া বিজেপিতে

দলীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ বিধায়কের দেহ রাখা হয় এবং শ্রদ্ধা নিবেদন করা হয় ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, দেহ এধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নং গ্রামপঞ্চায়েতের জলঢাকা এলাকায় বিধায়কের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ সেখান থেকে ধূপগুড়ি মহাশ্মশানে শেষকৃত্য ৷

বিষ্ণুপদ রায়কে শেষ শ্রদ্ধা

জলপাইগুড়ি, 26 জুলাই: দলমত নির্বিশেষে শেষ শ্রদ্ধা জানানো হল প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়কে ৷ বুধবার সকালে তাঁর শবদেহ নিয়ে শহর পরিক্রমা, শেষবারের মতো দেখতে মানুষের ঢল ৷ মঙ্গলবার রাত 1.40 টা নাগাদ কলকাতা থেকে সড়কপথে ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের শবদেহ নিয়ে আসা হয় ৷ শহরের বাড়িতে পৌঁছন তাঁর ছেলে প্রদীপ্ত রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন ফালাকাটা, ময়নাগুড়ি এবং মেটেলির বিধায়করা ৷

রাতে বিজেপি বিধায়কের দেহ ফেরার খবর জানাজানি হতেই সকাল থেকে বাড়িতে ভিড় করতে শুরু করেন দলের নেতা-কর্মীরা ৷ বিজেপি নেতৃত্ব ছাড়াও প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানাতে আসেন তৃণমূল-সহ অন্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷ সকাল 10.30টা পর্যন্ত দেহ ধূপগুড়ি শহরের বাড়িতে ছিল ৷

এদিন জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, "দলের বিশাল ক্ষতি হয়ে গেল ৷ বিষ্ণুপদ রায় ও আমি দীর্ঘদিনের সঙ্গী ৷ 30 বছর একসঙ্গে রাজনীতি করছি ৷ ঘাত-প্রতিঘাত, দুর্দিন-সুদিন, সবই আছে ৷" তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের হাসপাতালে কোনও চিকিৎসা হয় না ৷ উল্লেখ্য, বিধায়ক বিষ্ণুপদ রায়ের ছেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন ৷

বিধায়ককে শ্রদ্ধা জানাতে আসেন তৃণমূল নেতা রাজেশকুমার সিং ৷ তিনি জানান, যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক ৷ বিজেপি বিধায়ক একজন সজ্জন মানুষ ছিলেন বলে উল্লেখ করেন তৃণমূল নেতা ৷ তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান ৷

এরপর লরিতে ফুল দিয়ে বিধায়কের শবদেহ সাজিয়ে রওনা হয় ধূপগুড়ির বিজেপি দলীয় কার্যালয়ের উদ্দেশ্য ৷ মিছিল করে শহরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপদ রায়ের মৃতদেহ ৷ যাওয়ার পথে প্রচুর মানুষ প্রয়াত বিধায়কের শেষযাত্রায় পায়ে পা মেলান ৷

আরও পড়ুন: এসএসকেএমে প্রয়াত ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়, শোকের ছায়া বিজেপিতে

দলীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ বিধায়কের দেহ রাখা হয় এবং শ্রদ্ধা নিবেদন করা হয় ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, দেহ এধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নং গ্রামপঞ্চায়েতের জলঢাকা এলাকায় বিধায়কের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ সেখান থেকে ধূপগুড়ি মহাশ্মশানে শেষকৃত্য ৷

Last Updated : Jul 26, 2023, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.