ETV Bharat / state

জলপাইগুড়িতে হাতির হানায় মৃত গ্রামবাসী, বিক্ষোভ বনকর্মীদের ঘিরে - জলপাইগুড়ি

জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল এক গ্রামবাসীর ৷ বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ ৷

man died in elephant attack at jalpaiguri
জলপাইগুড়িতে হাতির হানায় মৃত গ্রামবাসী, বিক্ষোভ বনকর্মীদের ঘিরে
author img

By

Published : Jul 12, 2021, 5:17 PM IST

জলপাইগুড়ি, 12 জুলাই : জলপাইগুড়িতে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির । তারই জেরে বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা । গ্রামে হাতি এলেও সময়মতো বন দফতরের কর্মীরা এসে পৌঁছন না বলে অভিযোগ । এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের মহারাজ ঘাট এলাকায় ।

জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজ ঘাট এলাকায় গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন হরিলাল দাস । সেই সময় রাস্তার পাশেই বাঁশের ঝোপে ছিল একটি দাঁতাল হাতি । হাতির সামনে পড়ে যান হরিলাল । হাতিটি শুঁড়ে তুলে আছাড় দেয় তাঁকে । হাতির হামলায় গুরুতর আহত হরিলালকে স্থানীয়রা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণ করেন ।

আরও পড়ুন: চুরি হয়েছে পিতলের রথ, ভিক্ষা করেই রথ উৎসব মানিকেশ্বরে

হাতির হানায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে আজ ঘটনাস্থলে যান বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের রেঞ্জার নীলা রাই ৷ তবে সেখানে যাওয়া মাত্রই গ্রামের মানুষের বিক্ষোভের মুখে পড়েন তিনি ।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা

অভিযোগ, প্রায় দিনই হাতি গ্রামে হানা দিচ্ছে ৷ কিন্তু বনবিভাগ সময়মতো হাতি তাড়াতে আসছে না । এ দিন রেঞ্জারের গাড়ি আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।

বনকর্তাদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

আরও পড়ুন: সাদা থান পরা ওটা কে ? লাটাগুড়ির রাস্তায় ভূতের ভয়ে কাঁটা পর্যটকরা

গ্রামবাসীদের অভিযোগ শুনেছেন বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার নীলা রাই ৷ তিনি জানান, হাতির হানায় মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপুরণ দেওয়া হবে ।

জলপাইগুড়ি, 12 জুলাই : জলপাইগুড়িতে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির । তারই জেরে বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা । গ্রামে হাতি এলেও সময়মতো বন দফতরের কর্মীরা এসে পৌঁছন না বলে অভিযোগ । এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের মহারাজ ঘাট এলাকায় ।

জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজ ঘাট এলাকায় গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন হরিলাল দাস । সেই সময় রাস্তার পাশেই বাঁশের ঝোপে ছিল একটি দাঁতাল হাতি । হাতির সামনে পড়ে যান হরিলাল । হাতিটি শুঁড়ে তুলে আছাড় দেয় তাঁকে । হাতির হামলায় গুরুতর আহত হরিলালকে স্থানীয়রা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণ করেন ।

আরও পড়ুন: চুরি হয়েছে পিতলের রথ, ভিক্ষা করেই রথ উৎসব মানিকেশ্বরে

হাতির হানায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে আজ ঘটনাস্থলে যান বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের রেঞ্জার নীলা রাই ৷ তবে সেখানে যাওয়া মাত্রই গ্রামের মানুষের বিক্ষোভের মুখে পড়েন তিনি ।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা

অভিযোগ, প্রায় দিনই হাতি গ্রামে হানা দিচ্ছে ৷ কিন্তু বনবিভাগ সময়মতো হাতি তাড়াতে আসছে না । এ দিন রেঞ্জারের গাড়ি আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।

বনকর্তাদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

আরও পড়ুন: সাদা থান পরা ওটা কে ? লাটাগুড়ির রাস্তায় ভূতের ভয়ে কাঁটা পর্যটকরা

গ্রামবাসীদের অভিযোগ শুনেছেন বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার নীলা রাই ৷ তিনি জানান, হাতির হানায় মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপুরণ দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.