জলপাইগুড়ি , 16 নভেম্বর : অপরিশোধিত তেল চুরির অভিযোগে জলপাইগুড়িতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ অত্যাধুনিক মেশিন দিয়ে তেলের পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম রোশন দাস (35) । পুলিশের সন্দেহ এই ঘটনার পেছনে একটি চক্র রয়েছে ।
জলপাইগুড়ির সরকার পাড়ায় চক্রের পান্ডা রোশনের বাড়ি ৷ IOC (ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন)- র পাইপ লাইন থেকে তেল চুরি চলছিল ৷ গতরাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ । শুক্রবার রাতে পুলিশ রোশনের বাড়িতে অভিযান চালায় ৷ 9 টি ড্রাম ভরতি তেল উদ্ধার হয়েছে ।
জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি বলেন , "সম্প্রতি আমাদের কাছে অভিযোগ দায়ের করে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন ৷ পাইপ লাইনে ছিদ্র করে অপরিশোধিত তেল বের করে নেওয়া হচ্ছিল । আমরা বিভিন্ন জায়গা থেকে সন্দেহজনক কয়েকজনকে গ্রেপ্তার করি । তাদের জিজ্ঞাসাবাদের পরেই রোশনের নাম উঠে আসে । আরও কিছু লোকের নাম জানতে পেরেছি ৷ তেল চুরির একটি চক্র সক্রিয় রয়েছে ।"
থানা সূত্রে খবর, তেল ভর্তি 9টি ড্রাম ছাড়াও পাইপ ও পাইপ লাইন ফুটো করে তেল বের করার অত্যাধুনিক যন্ত্র উদ্ধার হয়েছে । ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।