ETV Bharat / state

অপরিশোধিত তেল চুরির অভিযোগ , গ্রেপ্তার এক ব্যক্তি - man arrested in Jalpaiguri on accusation of stealing crude oil

জলপাইগুড়িতে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের পাইপ লাইন থেকে তেল চুরি চলছিল ৷ গতরাতে এই ঘটনায় রোশন দাসকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ । শুক্রবার রাতে পুলিশ রোশনের বাড়িতে অভিযান চালায় ৷ 9টি ড্রাম ভরতি তেল উদ্ধার হয়েছে ।

oil
author img

By

Published : Nov 16, 2019, 11:40 PM IST

জলপাইগুড়ি , 16 নভেম্বর : অপরিশোধিত তেল চুরির অভিযোগে জলপাইগুড়িতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ অত্যাধুনিক মেশিন দিয়ে তেলের পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম রোশন দাস (35) । পুলিশের সন্দেহ এই ঘটনার পেছনে একটি চক্র রয়েছে ।

জলপাইগুড়ির সরকার পাড়ায় চক্রের পান্ডা রোশনের বাড়ি ৷ IOC (ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন)- র পাইপ লাইন থেকে তেল চুরি চলছিল ৷ গতরাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ । শুক্রবার রাতে পুলিশ রোশনের বাড়িতে অভিযান চালায় ৷ 9 টি ড্রাম ভরতি তেল উদ্ধার হয়েছে ।

জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি বলেন , "সম্প্রতি আমাদের কাছে অভিযোগ দায়ের করে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন ৷ পাইপ লাইনে ছিদ্র করে অপরিশোধিত তেল বের করে নেওয়া হচ্ছিল । আমরা বিভিন্ন জায়গা থেকে সন্দেহজনক কয়েকজনকে গ্রেপ্তার করি । তাদের জিজ্ঞাসাবাদের পরেই রোশনের নাম উঠে আসে । আরও কিছু লোকের নাম জানতে পেরেছি ৷ তেল চুরির একটি চক্র সক্রিয় রয়েছে ।"

থানা সূত্রে খবর, তেল ভর্তি 9টি ড্রাম ছাড়াও পাইপ ও পাইপ লাইন ফুটো করে তেল বের করার অত্যাধুনিক যন্ত্র উদ্ধার হয়েছে । ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।

জলপাইগুড়ি , 16 নভেম্বর : অপরিশোধিত তেল চুরির অভিযোগে জলপাইগুড়িতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ অত্যাধুনিক মেশিন দিয়ে তেলের পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম রোশন দাস (35) । পুলিশের সন্দেহ এই ঘটনার পেছনে একটি চক্র রয়েছে ।

জলপাইগুড়ির সরকার পাড়ায় চক্রের পান্ডা রোশনের বাড়ি ৷ IOC (ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন)- র পাইপ লাইন থেকে তেল চুরি চলছিল ৷ গতরাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ । শুক্রবার রাতে পুলিশ রোশনের বাড়িতে অভিযান চালায় ৷ 9 টি ড্রাম ভরতি তেল উদ্ধার হয়েছে ।

জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি বলেন , "সম্প্রতি আমাদের কাছে অভিযোগ দায়ের করে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন ৷ পাইপ লাইনে ছিদ্র করে অপরিশোধিত তেল বের করে নেওয়া হচ্ছিল । আমরা বিভিন্ন জায়গা থেকে সন্দেহজনক কয়েকজনকে গ্রেপ্তার করি । তাদের জিজ্ঞাসাবাদের পরেই রোশনের নাম উঠে আসে । আরও কিছু লোকের নাম জানতে পেরেছি ৷ তেল চুরির একটি চক্র সক্রিয় রয়েছে ।"

থানা সূত্রে খবর, তেল ভর্তি 9টি ড্রাম ছাড়াও পাইপ ও পাইপ লাইন ফুটো করে তেল বের করার অত্যাধুনিক যন্ত্র উদ্ধার হয়েছে । ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।

Intro:জলপাইগুড়িঃঃ অত্যাধুনিক মেশিন দিয়ে তেলের পাইপ লাইন ফুটো করে অপরিশোধিত তেল চুরির করার অভিযোগে গ্রেপ্তার এক তেল চুরির পান্ডা। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এর পাইপ লাইন থেকে তেল চুরির অভিযোগে জলপাইগুড়ি শহরের সরকার পাড়া তেল চুরির চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করলো কোতয়ালী থানার পুলিশ। ধৃতের নাম রোশন দাস। শুক্রবার গভীর রাতে কোতয়ালী থানার পুলিশ অভিযান চালিয়ে ঐ ব্যক্তির বাড়ি থেকে ৯ টি ড্রাম ভর্তি তেল উদ্ধার করা হয়েছে। Body:জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অভিষেক মোদি জানান সম্প্রতি আমাদের কাছে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন থেকে অভিযোগ আইওসির পাইপ লাইন ফুটো করে অপরিশোধিত তেল বের করে নেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থ্রক্র ঘটনা জড়িত থাকার অপরাধে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদের পারেই রোশনে নাম উঠে আসে। তবে আরো বেশ কিছু লোকের নাম পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার। Conclusion:তিনি জানিয়েছে তেল চুরির একটি চক্র রয়েছে সেটা পরিস্কার হচ্ছে বলে জানান তিনি। এদিকে কোতয়ালী থানার পক্ষ থেকে জানান হয়েছে ৯ টি তেল ভর্তি ড্রাম ছাড়াও, পাইপ এবং পাইপ লাইন ফুটো করে তেল বেড় করার অত্যাধুনিক মেশিন উদ্ধার করেছে পুলিশ।ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.