ETV Bharat / state

আজ কয়েকমিনিটের ঝড়ে লন্ডভন্ড মালবাজার

আজ বিকালে মাত্র দেড় মিনিটের ঝড়ে মালবাজার শহর ও শহরতলি এলাকার একটা অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । মিনিট খানেকের প্রবল ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি জেলার মালবাজার ।

jalpaiguri malbazar destroted in a few minutes storm today
আজ কয়েকমিনিটের ঝড়ে লন্ডভন্ড মালবাজার
author img

By

Published : May 25, 2020, 10:18 PM IST

জলপাইগুড়ি, 25 মে : কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড মালবাজার । ক্ষণিকের ঝড়ে মালবাজার ও লাগোয়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়ে গেল । ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে পড়েছে । নষ্ট হয়েছে অনেক বাড়ি ।

আজ বিকালে মাত্র দেড় মিনিটের ঝড়ে মালবাজার শহর ও শহরতলি এলাকার একটা অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হল । মিনিট খানেকের প্রবল ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি জেলার মালবাজার । মালবাজার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বড়দিঘি রোডে বড় বড় গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে । মালবাজারের রাজ্য আবগারি দপ্তর , শহর লাগোয়া ক্ষুদিরাম পল্লি ও তেসিমলা এলাকাতেও এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । জানা গিয়েছে, শতাধিক বাড়ি ভেঙে গেছে ।

মালবাজার পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পৌর প্রশাসক বোর্ডের কো-অর্ডিনেটর উৎপল ভাদুড়ি বলেন, "ক্ষয়ক্ষতি অনেক হয়েছে । প্রচুর বাড়ি ঘর নষ্ট হয়েছে । বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়েছে । আমরা গাছপালা সরিয়ে দিয়ে বিদ্যুৎ পরিষেবা দিতে কাজ করছি । ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন । "

জলপাইগুড়ি, 25 মে : কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড মালবাজার । ক্ষণিকের ঝড়ে মালবাজার ও লাগোয়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়ে গেল । ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে পড়েছে । নষ্ট হয়েছে অনেক বাড়ি ।

আজ বিকালে মাত্র দেড় মিনিটের ঝড়ে মালবাজার শহর ও শহরতলি এলাকার একটা অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হল । মিনিট খানেকের প্রবল ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি জেলার মালবাজার । মালবাজার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বড়দিঘি রোডে বড় বড় গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে । মালবাজারের রাজ্য আবগারি দপ্তর , শহর লাগোয়া ক্ষুদিরাম পল্লি ও তেসিমলা এলাকাতেও এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । জানা গিয়েছে, শতাধিক বাড়ি ভেঙে গেছে ।

মালবাজার পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পৌর প্রশাসক বোর্ডের কো-অর্ডিনেটর উৎপল ভাদুড়ি বলেন, "ক্ষয়ক্ষতি অনেক হয়েছে । প্রচুর বাড়ি ঘর নষ্ট হয়েছে । বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়েছে । আমরা গাছপালা সরিয়ে দিয়ে বিদ্যুৎ পরিষেবা দিতে কাজ করছি । ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.