জলপাইগুড়ি, 1 মে: "রাস্তাঘাটে এত লোক ঘুরে বেড়াচ্ছ, তা দেখে আমাদের মনোবল ভেঙে যাচ্ছে। লকডাউন মানা হচ্ছে না ।" কেন্দ্রীয় প্রতিনিধি দলের সুরেই সুর মেলালেন স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায়।
তাঁর কথায় বোঝা গেল তিনি কার্যত হতাশ। শুধু পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীদের দিয়ে যে কোরোনা যুদ্ধ জেতা যাবে না, সাধারণ মানুষকে যে এই লড়াইয়ে একইভাবে শরিক হতে হবে, আজ এ কথা ফের বলেন সুশান্তবাবু । বলেন, "আমরা এত পরিশ্রম করছি মানুষকে সুস্থ জীবন দেওয়ার জন্য । কিন্তু, রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি যেখানে সেখানে জমায়েত ।"
আজ জলপাইগুড়ি পরিদর্শনে বের হন তিনি । শহরে বেরিয়ে তিনি দেখেন রাস্তায় মানুষের জমায়েত। যা একেবারেই পছন্দ হয়নি সুশান্তবাবুর। তাঁর কথায়, "অনেকই পান, বিড়ি খেতে রাস্তায় বেরিয়েছেন। বলেন, এখানে ঠিকমতো লকডাউন মানা হচ্ছে না। আমাদের মনোবল ভেঙে যাচ্ছে। " তবে স্বাস্থ্য দপ্তর যে সজাগ আছে তাও মনে করিয়ে দেন তিনি। বলেন, "গ্রিন জ়োনে থাকলেই যে ভালো আছি এই ধারণাটাই ভুল। যখন তখন পজ়িটিই হতে পারে । "
বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে বলেও জানান তিনি । বলেন, "নাকা চেকিংয়ের কারণেই ধুপগুড়িতে অ্যাম্বুলেন্স চালক ধরা পড়েছে । আলিপুরদুয়ারে চারজন এই নাকাতেই ধরা পড়েছে ।"