জলপাইগুড়ি,5 মে : মদের দোকান খোলা যাবে না।প্রতিবাদে ইট বৃষ্টি মহিলাদের। পরিস্থিতি সামাল দিতে আসরে নামল পুলিশ। ঘটনাটি হলদিবাড়ির। লকডাউনের জেরে এতদিন মদের দোকান বন্ধ ছিল। গতকাল থেকে মদের দোকান খুলেছে।আর তাতেই সমস্যা দানা বেঁধেছে হলদিবাড়িতে।
সকাল থেকেই পাড়াতে মদের লাইন। দূর থেকে আসা মদের ক্রেতারা মদের দোকানের আশেপাশে থাকা স্থানীয় বাড়িতে বা বাড়ির সামনে তাদের সাইকেল, মোটর বাইক রাখছেন।কেউ মাস্ক পরে এসেছেন । কেউ বা পরেননি।
গুরুতর আরও অভিযোগ, রেড জোন জলপাইগুড়ি থেকেও অনেকে এসেছিলেন মদ কিনতে। আর তাতেই ক্ষোভ স্থানীয় মহিলাদের। মহিলাদের অভিযোগ, এতদিন ভালোই ছিলেন। মদের দোকান বন্ধ ছিল।সকাল থেকেই অত্যাচার শুরু হয়েছে।হলদিবাড়ি সংলগ্ন জলপাইগুড়ি থেকেও প্রচুর মানুষ মদ নিতে এসেছেন। মাস্ক পরেননি ৷ তাঁদের দাবি, মদের দোকান বন্ধ থাক ।
এরপর ঝামেলা শুরু হয়। ইট বৃষ্টি শুরু করেন মহিলারা।লাঠি নিয়েও তেড়ে যান ক্রেতাদের দিকে । রণক্ষেত্রের চেহারা নেয় হলদিবাড়ি । এরপর হলদিবাড়ি থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মহিলাদের অভিযোগ, মদের দোকান খোলা থেকে বাড়িতে ঝামেলা শুরু। এই ঘটনায় হলদিবাড়ি পৌরসভার 4 নং ওয়ার্ডের পশ্চিমপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ চারজনকে আটক করেছে।