বড়দিঘি, ৭ মার্চ : চা বাগানে চিতাবাঘের হানায় আহত এক শ্রমিক। আহত শ্রমিকের নাম কিসুন মাঝি। ঘটনাটি বড়দিঘি চা বাগানের। কিসুন বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সকালে বড়দিঘি চা বাগানের ২৪ নম্বর সেকশনে নালা খোঁড়ার কাজ করছিলেন কিসুন। সেইসময় হঠাৎ করে চা বাগান থেকে একটি চিতাবাঘ বেরিয়ে কিসুনের গালে থাবা বসায়। অন্য শ্রমিকরা বিষয়টি দেখে চিৎকার করলে চিতাবাঘটি পালিয়ে যায়। আহত অবস্থায় কিসুনকে উদ্ধার করে চালসা মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থানে বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়েক সহ বনকর্মীরা পৌঁছান। তাঁরা বলেন, "বাগানের ১৫ নম্বর সেকশনে চিতাবাঘ ধরার জন্য ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে। এর আগেও বেশ কয়েকজন শ্রমিক চিতাবাঘের হামলায় জখম হয়েছিলেন। দুটি চিতাবাঘ খাঁচাবন্দীও হয়েছিল।"