ETV Bharat / state

ফের উদ্বোধনের আগে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল - সার্কিট বেঞ্চ

সার্কিট বেঞ্চ পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, "৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। ১১ মার্চ থেকে তার কার্যকারিতা শুরু হবে। হাইকোর্টের দুই বিচারপতি সহ রেজিস্ট্রার জেনেরাল আসেন শেষ মুহূর্তের পরিদর্শনে। সামান্য কিছু পরিবর্তন করতে হবে। তাছাড়া তেমন কিছু পাল্টানোর ব্যাপার নেই। সব মিলিয়ে আমরা আশাবাদী। বিচারকরা আগামীকাল ফের পরিদর্শন করবেন।" এছাড়াও গতকাল উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা বিচারক শব্বর রশিদি, বিচারক শুভাশিস দাসগুপ্ত, বিচারক অরিন্দম মুখার্জি। ছিলেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া ও পুলিশ সুপার অমিতাভ মাইতি।

Breaking News
author img

By

Published : Feb 19, 2019, 1:36 AM IST

জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে ফের উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। ৯ মার্চ রাজ্যের তরফে সার্কিট বেঞ্চটির উদ্বোধন হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। উদ্বোধনের আগে গতকাল সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শনে আসে কলকাতা হাইকোর্টের একটি প্রতিনিধি দল। আসেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি, রেজিস্ট্রার বিভাস রঞ্জন দে (জুডিশিয়াল সার্ভিস) ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল আনন্দ কুমার মুখার্জি সহ অন্য প্রতিনিধিরা।

সার্কিট বেঞ্চ পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, "৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। ১১ মার্চ থেকে তার কার্যকারিতা শুরু হবে। হাইকোর্টের দুই বিচারপতি সহ রেজিস্ট্রার জেনেরাল আসেন শেষ মুহূর্তের পরিদর্শনে। সামান্য কিছু পরিবর্তন করতে হবে। তাছাড়া তেমন কিছু পাল্টানোর ব্যাপার নেই। সব মিলিয়ে আমরা আশাবাদী। বিচারকরা আগামীকাল ফের পরিদর্শন করবেন।" এছাড়াও গতকাল উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা বিচারক শব্বর রশিদি, বিচারক শুভাশিস দাসগুপ্ত, বিচারক অরিন্দম মুখার্জি। ছিলেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া ও পুলিশ সুপার অমিতাভ মাইতি।

৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ফের রাজ্যের তরফে সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হবে বলে ঘোষণা করা হয়।

undefined

জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে ফের উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। ৯ মার্চ রাজ্যের তরফে সার্কিট বেঞ্চটির উদ্বোধন হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। উদ্বোধনের আগে গতকাল সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শনে আসে কলকাতা হাইকোর্টের একটি প্রতিনিধি দল। আসেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি, রেজিস্ট্রার বিভাস রঞ্জন দে (জুডিশিয়াল সার্ভিস) ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল আনন্দ কুমার মুখার্জি সহ অন্য প্রতিনিধিরা।

সার্কিট বেঞ্চ পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, "৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। ১১ মার্চ থেকে তার কার্যকারিতা শুরু হবে। হাইকোর্টের দুই বিচারপতি সহ রেজিস্ট্রার জেনেরাল আসেন শেষ মুহূর্তের পরিদর্শনে। সামান্য কিছু পরিবর্তন করতে হবে। তাছাড়া তেমন কিছু পাল্টানোর ব্যাপার নেই। সব মিলিয়ে আমরা আশাবাদী। বিচারকরা আগামীকাল ফের পরিদর্শন করবেন।" এছাড়াও গতকাল উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা বিচারক শব্বর রশিদি, বিচারক শুভাশিস দাসগুপ্ত, বিচারক অরিন্দম মুখার্জি। ছিলেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া ও পুলিশ সুপার অমিতাভ মাইতি।

৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ফের রাজ্যের তরফে সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হবে বলে ঘোষণা করা হয়।

undefined
Intro:

জলপাইগুড়ি ঃআগামী ৯ মার্চ ফের উদ্বোধন হবে কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি স্থিত সার্কিট বেঞ্চ।উদ্বোধনের আগে সার্কিট বেঞ্চের  পরিকাঠামো পরিদর্শনে এলেন কোলকাতা হাইকোর্টের প্রতিনিধি দল। 

আগামি ৯ মার্চ রাজ্যের তরফের সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।আজ কোলকাতা থেকে কোলকাতা হাইকোর্টের  দুই সদস্যের বিচারকের সাথে আসেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল সহ অন্যান্যরা প্রতিনিধিরা । 


এদিন কয়েক ঘন্টা সার্কিট বেঞ্চের  পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, আগামি ৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে।১১ মার্চ থেকে কার্যকারিতা শুরু হবে।আজ হাইকোর্টের দুই বিচারক সহ রেজিস্টার জেনারেল আসেন শেষ মুহুর্তের পরিদর্শনে। সামান্য কিছু মেঝের পরিবর্তন করতে হবে তাছাড়া তেমন কোন পাল্টানোর ব্যাপার নেই।সব মিলিয়ে আমরা আশাবাদী।বিচারকরা   আগামিকাল ফের পরিদর্শন করবেন।আগামিকাল রেজিস্টার জেনারেল সহ সার্কিট বেঞ্চের কর্মিদের থাকার জায়গা সহ বিচারকদের আভাসন তারা পরিদর্শন করবেন। 


এদিন দুপুরে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শিনে আসেন রেজিস্টার জেনারেল আনন্দ কুমার মুখার্জি,রেজিস্টার বিভাস রঞ্জন দে,(জুডিশিয়াল সার্ভিস)

পুর্ব বর্ধমানের জেলা জজ সব্বর রশিদি,জজ শুভাশিষ দাস গুপ্ত,জজ অরিন্দম মুখার্জি,পর্যটন মন্ত্রী গৌতম দেব।সাথে ছিলেন জেলাশাসিক শিল্পা গৌরীসারিয়া,পুলিশ সুপার অমিতাভ মাইতি।

উল্লেখনীয়, গত ৮ ফেব্রুয়ারী  ময়নাগুড়ি চুড়াভান্ডারের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জলপাইগুড়িতে কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এরপর ফের রাজ্যের তরফে সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হবে ঘোষনা হয়। জানা গেছে আগামি ৯ মার্চ একটি উদ্বোধনের অনুষ্ঠান হবে।এবং ১১ মার্চ থেকে সার্কিট বেঞ্চের কার্যকারিতা শুরু হবে। গত ৮ মার্চ ময়নাগুড়ি চুড়ান্ডার এর সরকারি সভা স্থল থেকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দির্ঘ ৪০ বছরের আন্দোলনের তথা দাবি পুরন করে সার্কিট বেঞ্চের দাবি পুরন হয়।






Body:

জলপাইগুড়ি ঃআগামী ৯ মার্চ ফের উদ্বোধন হবে কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি স্থিত সার্কিট বেঞ্চ।উদ্বোধনের আগে সার্কিট বেঞ্চের  পরিকাঠামো পরিদর্শনে এলেন কোলকাতা হাইকোর্টের প্রতিনিধি দল। 

আগামি ৯ মার্চ রাজ্যের তরফের সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।আজ কোলকাতা থেকে কোলকাতা হাইকোর্টের  দুই সদস্যের বিচারকের সাথে আসেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল সহ অন্যান্যরা প্রতিনিধিরা । 


এদিন কয়েক ঘন্টা সার্কিট বেঞ্চের  পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, আগামি ৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে।১১ মার্চ থেকে কার্যকারিতা শুরু হবে।আজ হাইকোর্টের দুই বিচারক সহ রেজিস্টার জেনারেল আসেন শেষ মুহুর্তের পরিদর্শনে। সামান্য কিছু মেঝের পরিবর্তন করতে হবে তাছাড়া তেমন কোন পাল্টানোর ব্যাপার নেই।সব মিলিয়ে আমরা আশাবাদী।বিচারকরা   আগামিকাল ফের পরিদর্শন করবেন।আগামিকাল রেজিস্টার জেনারেল সহ সার্কিট বেঞ্চের কর্মিদের থাকার জায়গা সহ বিচারকদের আভাসন তারা পরিদর্শন করবেন। 


এদিন দুপুরে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শিনে আসেন রেজিস্টার জেনারেল আনন্দ কুমার মুখার্জি,রেজিস্টার বিভাস রঞ্জন দে,(জুডিশিয়াল সার্ভিস)

পুর্ব বর্ধমানের জেলা জজ সব্বর রশিদি,জজ শুভাশিষ দাস গুপ্ত,জজ অরিন্দম মুখার্জি,পর্যটন মন্ত্রী গৌতম দেব।সাথে ছিলেন জেলাশাসিক শিল্পা গৌরীসারিয়া,পুলিশ সুপার অমিতাভ মাইতি।

উল্লেখনীয়, গত ৮ ফেব্রুয়ারী  ময়নাগুড়ি চুড়াভান্ডারের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জলপাইগুড়িতে কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এরপর ফের রাজ্যের তরফে সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হবে ঘোষনা হয়। জানা গেছে আগামি ৯ মার্চ একটি উদ্বোধনের অনুষ্ঠান হবে।এবং ১১ মার্চ থেকে সার্কিট বেঞ্চের কার্যকারিতা শুরু হবে। গত ৮ মার্চ ময়নাগুড়ি চুড়ান্ডার এর সরকারি সভা স্থল থেকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দির্ঘ ৪০ বছরের আন্দোলনের তথা দাবি পুরন করে সার্কিট বেঞ্চের দাবি পুরন হয়।






Conclusion:

জলপাইগুড়ি ঃআগামী ৯ মার্চ ফের উদ্বোধন হবে কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি স্থিত সার্কিট বেঞ্চ।উদ্বোধনের আগে সার্কিট বেঞ্চের  পরিকাঠামো পরিদর্শনে এলেন কোলকাতা হাইকোর্টের প্রতিনিধি দল। 

আগামি ৯ মার্চ রাজ্যের তরফের সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।আজ কোলকাতা থেকে কোলকাতা হাইকোর্টের  দুই সদস্যের বিচারকের সাথে আসেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল সহ অন্যান্যরা প্রতিনিধিরা । 


এদিন কয়েক ঘন্টা সার্কিট বেঞ্চের  পরিদর্শন শেষে মন্ত্রী গৌতম দেব বলেন, আগামি ৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে।১১ মার্চ থেকে কার্যকারিতা শুরু হবে।আজ হাইকোর্টের দুই বিচারক সহ রেজিস্টার জেনারেল আসেন শেষ মুহুর্তের পরিদর্শনে। সামান্য কিছু মেঝের পরিবর্তন করতে হবে তাছাড়া তেমন কোন পাল্টানোর ব্যাপার নেই।সব মিলিয়ে আমরা আশাবাদী।বিচারকরা   আগামিকাল ফের পরিদর্শন করবেন।আগামিকাল রেজিস্টার জেনারেল সহ সার্কিট বেঞ্চের কর্মিদের থাকার জায়গা সহ বিচারকদের আভাসন তারা পরিদর্শন করবেন। 


এদিন দুপুরে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শিনে আসেন রেজিস্টার জেনারেল আনন্দ কুমার মুখার্জি,রেজিস্টার বিভাস রঞ্জন দে,(জুডিশিয়াল সার্ভিস)

পুর্ব বর্ধমানের জেলা জজ সব্বর রশিদি,জজ শুভাশিষ দাস গুপ্ত,জজ অরিন্দম মুখার্জি,পর্যটন মন্ত্রী গৌতম দেব।সাথে ছিলেন জেলাশাসিক শিল্পা গৌরীসারিয়া,পুলিশ সুপার অমিতাভ মাইতি।

উল্লেখনীয়, গত ৮ ফেব্রুয়ারী  ময়নাগুড়ি চুড়াভান্ডারের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জলপাইগুড়িতে কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এরপর ফের রাজ্যের তরফে সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হবে ঘোষনা হয়। জানা গেছে আগামি ৯ মার্চ একটি উদ্বোধনের অনুষ্ঠান হবে।এবং ১১ মার্চ থেকে সার্কিট বেঞ্চের কার্যকারিতা শুরু হবে। গত ৮ মার্চ ময়নাগুড়ি চুড়ান্ডার এর সরকারি সভা স্থল থেকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দির্ঘ ৪০ বছরের আন্দোলনের তথা দাবি পুরন করে সার্কিট বেঞ্চের দাবি পুরন হয়।



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.