ETV Bharat / state

দুয়ারে সরকার কর্মসূচির পরিসংখ্যান দিলেন জলপাইগুড়ির তৃণমূল সভাপতি - কৃষ্ণ কুমার কল্যানী

1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারী পর্যন্ত রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনের পরিসংখ্যান দিলেন জলপাইগুড়ির তৃণমূল সভাপতি । কিষাণ কল্যানী জানান গতকাল "দুয়ারে সরকার" প্রকল্পে 3278 জন বেনিফিশারি এই ক্যাম্পে এসেছেন ।

duare sarkar program
দুয়ারে সরকার কর্মসূচি
author img

By

Published : Dec 2, 2020, 9:28 PM IST

জলপাইগুড়ি, 2 ডিসেম্বর : সরকারি প্রকল্পের কতজন সুবিধা পেলেন ? কোথায় কবে ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য না দেওয়া হলেও পরিসংখ্যান দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূলের জেলা সভাপতি কিষাণ কল্যানী । দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনে সরকারি পরিষেবা নিতে আসেন 3,278 জন ।

রাজ্য সরকারের 50-এর অধিক প্রকল্প থাকলেও অনেকে প্রকল্প গুলো সুবিধা না জানার কারণে পাচ্ছেন না । সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবার দুয়ারে প্রশাসনের কর্মসূচি নিয়ে আসেন । 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারী পর্যন্ত রাজ্য জুড়ে এই কাজ চলবে বলে জানান জেলা সভাপতি কিষাণ কল্যানী । গ্রামপঞ্চায়েত কর্পোরেশন ও পৌরসভায় মোট 20 হাজার ক্যাম্প হবে ।

মানুষের সমস্যার সমাধান করার জন্য 7টি দপ্তর একসাথে কাজ করবে । বিধবা ভাতা, পেনশন, পিছিয়ে পড়া মানুষের সমস্যার সমাধান হবে । 3358টি গ্রামপঞ্চায়েতের কাজ হবে । দুয়ারে সরকার এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে লোকপ্রসার ও লোকশিল্পীদের প্রচারে নামানো হবে । দুয়ারে সরকার মানুষের কাছে পৌছে দেওয়া যায় তার জন্য দল প্রচার চালাবে জলপাইগুড়ি জেলায় ।

গতকাল "দুয়ারে সরকার" প্রকল্পে 3278 জন বেনিফিশারি এই ক্যাম্পে এসেছেন । কাস্ট সার্টিফিকেট নিতে এসেছিলেন 220 জন, জয় জোহার প্রকল্পে 30 জন । কন্যাশ্রীতে 57 জন, খাদ্যসাথীতে 470 জন, কৃষক বন্ধু প্রকল্পে 58 জন, মনরেগাতে 414 জন, সংখ্যালঘু সার্টিফিকেট পেয়েছেন 25 জন, রূপশ্রী প্রকল্পে 38জন, শিক্ষাশ্রীতে 20জন, স্বাস্থ্য সাথীতে 1749জন, তপশিলি বন্ধুতে 41জন এবং অন্যান্য প্রকল্পে 156 জন । ধুপগুড়ি পৌরসভা এলাকায় 96, ধুপগুড়ি গ্রামীণ এলাকায় 781 জন, ময়নাগুড়ি 152 জন, রাজগঞ্জে 338 জন ,মেটেলিতে 436 জন, মালবাজার পৌরসভা 114 জন, মালবাজার গ্রামীণে 454 জন ও নাগরাকাটায় 223 জন ও জলপাইগুড়ি । সদরে 441 জন দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন বলে জানান কৃষ্ণ কুমার কল্যানী ।

জলপাইগুড়ি, 2 ডিসেম্বর : সরকারি প্রকল্পের কতজন সুবিধা পেলেন ? কোথায় কবে ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য না দেওয়া হলেও পরিসংখ্যান দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূলের জেলা সভাপতি কিষাণ কল্যানী । দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনে সরকারি পরিষেবা নিতে আসেন 3,278 জন ।

রাজ্য সরকারের 50-এর অধিক প্রকল্প থাকলেও অনেকে প্রকল্প গুলো সুবিধা না জানার কারণে পাচ্ছেন না । সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবার দুয়ারে প্রশাসনের কর্মসূচি নিয়ে আসেন । 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারী পর্যন্ত রাজ্য জুড়ে এই কাজ চলবে বলে জানান জেলা সভাপতি কিষাণ কল্যানী । গ্রামপঞ্চায়েত কর্পোরেশন ও পৌরসভায় মোট 20 হাজার ক্যাম্প হবে ।

মানুষের সমস্যার সমাধান করার জন্য 7টি দপ্তর একসাথে কাজ করবে । বিধবা ভাতা, পেনশন, পিছিয়ে পড়া মানুষের সমস্যার সমাধান হবে । 3358টি গ্রামপঞ্চায়েতের কাজ হবে । দুয়ারে সরকার এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে লোকপ্রসার ও লোকশিল্পীদের প্রচারে নামানো হবে । দুয়ারে সরকার মানুষের কাছে পৌছে দেওয়া যায় তার জন্য দল প্রচার চালাবে জলপাইগুড়ি জেলায় ।

গতকাল "দুয়ারে সরকার" প্রকল্পে 3278 জন বেনিফিশারি এই ক্যাম্পে এসেছেন । কাস্ট সার্টিফিকেট নিতে এসেছিলেন 220 জন, জয় জোহার প্রকল্পে 30 জন । কন্যাশ্রীতে 57 জন, খাদ্যসাথীতে 470 জন, কৃষক বন্ধু প্রকল্পে 58 জন, মনরেগাতে 414 জন, সংখ্যালঘু সার্টিফিকেট পেয়েছেন 25 জন, রূপশ্রী প্রকল্পে 38জন, শিক্ষাশ্রীতে 20জন, স্বাস্থ্য সাথীতে 1749জন, তপশিলি বন্ধুতে 41জন এবং অন্যান্য প্রকল্পে 156 জন । ধুপগুড়ি পৌরসভা এলাকায় 96, ধুপগুড়ি গ্রামীণ এলাকায় 781 জন, ময়নাগুড়ি 152 জন, রাজগঞ্জে 338 জন ,মেটেলিতে 436 জন, মালবাজার পৌরসভা 114 জন, মালবাজার গ্রামীণে 454 জন ও নাগরাকাটায় 223 জন ও জলপাইগুড়ি । সদরে 441 জন দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন বলে জানান কৃষ্ণ কুমার কল্যানী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.