ETV Bharat / state

Jalpaiguri Football Match: ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রান্স, ট্রফির সঙ্গে উপহার 13 কেজির খাসি ! - Raipur Tea Estate

ফুটবল বিশ্বকাপের আবহে, এক অন্য বিশ্বকাপ জলপাইগুড়ির রায়পুর চা বাগানে (Jalpaiguri Raipur Tea Estate Football Tournament) ৷ যেখানে ফাইনাল খেলল ফ্রান্স ও আর্জেন্তিনা ৷ আর 2-0 গোলে চ্যাম্পিয়ন হল ফ্রান্স ৷ জয়ী আর রানার্সরা পুরস্কারে ট্রফির সঙ্গে পেল খাসি ৷ তবে, এই ফ্রান্স ও আর্জেন্তিনা ফিফা বিশ্বকাপের নয়, জলপাইগুড়ির পাতকাটা গ্রামপঞ্চায়েতের সাঁওতাল লাইন ও ভগত লাইন ৷ বিশ্বকাপ আবহে যাদের নাম দেওয়া হয়েছে ফ্রান্স ও আর্জেন্তিনা ৷

Jalpaiguri Raipur Tea Estate Football Tournament
Jalpaiguri Raipur Tea Estate Football Tournament
author img

By

Published : Dec 16, 2022, 8:57 PM IST

ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রান্স, ট্রফির সঙ্গে উপহার 13 কেজির খাসি !

জলপাইগুড়ি, 16 ডিসেম্বর: ফাইনালে চ্যাম্পিয়ন হল ফ্রান্স ৷ ট্রফির সঙ্গে ফ্রান্সের এমবাপেরা পেলেন 13 কেজির খাসি ৷ আর রানার্স আর্জেন্তিনা পেল 10 কেজির খাসি ৷ চমকে উঠলেন ! না এটা কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল নয় ৷ রায়পুর চা বাগানের মাঠে আয়োজিত ফুটবল টু্র্নামেন্টের ফাইনাল ম্যাচ এটি (Jalpaiguri Raipur Tea Estate Football Tournament) ৷ চা বাগান বন্ধ তো কি ! ফুটবলের খবর ওরাও রাখেন ৷ তাই রায়পুর চা বাগানের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দলের নাম রাখা হয়েছিল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও আর্জেন্তিনার নামে ৷

হঠাৎ কেন এই টুর্নামেন্ট ! রায়পুর চা বাগানের শ্রমিক প্রধান হেমব্রম ছোটবেলা থেকেই ফুটবলের পোকা ৷ প্রতিবছর বিভিন্ন জায়গায় আয়োজিত টুর্নামেন্টে অংশ নেন নিতেন তিনি ৷ টাকা খরচ করে দল গড়তেন ৷ তবে, সেই টুর্নামেন্টের ফাইনালে জিততে পারেনি রায়পুর চা বাগানের শ্রমিক প্রধান হেমব্রমের দল ৷ তবে, এবার পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান তিনি নিজেই ৷ তাই চা বাগানের ছেলেদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট করে খেলোয়াড় তোলার চেষ্টা করছেন ৷ সেই কারণেই রায়পুর চা বাগানের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন প্রধান হেমব্রম ৷

খেলোয়াড়দের উৎসাহিত করতে আস্ত খাসি পুরস্কার দেওয়া হয়েছে ৷ এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেয় ৷ অংশ গ্রহণকারী দলগুলির সবই রায়পুর চা বাগানের ৷ চা বাগানের মোট আটটি গ্রাম আছে ৷ তাই আটটি গ্রামকেই খেলানো হয় ৷ উদ্দেশ্য একটাই, ভালো খেলোয়াড় তুলে এনে চা বাগানের ছেলেদের নিয়েই টিম তৈরি করা ৷ একমাস ধরে চলা লিগ কাম নক আউটের খেলায় বৃহস্পতিবার সন্ধ্যেয় ফাইনাল ম্যাচ হয় ৷ ফাইনালে উঠেছিল প্রধান হেমব্রমের গ্রামের সাঁওতাল লাইন ৷ আর তাদের প্রতিপক্ষ ছিল ভগত লাইন ৷

বিশ্বকাপ আবহে তাই ফাইনাল ম্যাচের দুই দলের নামকরণও হয়েছিল ফ্রান্স ও আর্জেন্তিনার নামে ৷ সাঁওতাল লাইনের নামকরণ করা হয় ফান্স ৷ আর ভগত লাইন দলের নাম দেওয়া হয় আর্জেন্তিনা ৷ সেই ফাইনাল ম্যাচ জিতেছে সাঁওতাল লাইন (ফান্স) ৷ আর সেই জয়ের পুরস্কার হিসেবে ট্রফির সঙ্গে দেওয়া হয়েছে 13 কেজি ওজনের খাসি ৷ পাশাপাশি, ভগত লাইনকেও রানার্স ট্রফির সঙ্গে 10 কেজি ওজনের খাসি দেওয়া হয়েছে ৷ নিজের খরচেই খেলোয়াড়দের আনন্দের জন্য খাসি উপহারের ব্যবস্থা করেছিলেন প্রধান হেমব্রম ৷ পাশাপাশি, জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন থেকে রেফারি আনিয়ে খেলা পরিচালনা করা হয় ৷ ম্যাচ শেষে সাঁওতাল লাইন (ফ্রান্স) 2-0 গোলে ভগত লাইন (আর্জেন্তিনা)-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের রঙে সেজেছে শৈলরানি দার্জিলিং

এই ম্যাচের রেফারি অটল দত্ত বলেন, ‘‘গ্রামেগঞ্জে ফুটবল খেলাটা কম হচ্ছে ৷ এই টুর্নামেন্ট মহৎ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে ৷ খেলোয়াড় তোলার জন্যই টুর্নামেন্ট ৷ খুল ভালো লাগছে ৷ বিশ্বকাপে ফ্রান্স আর আর্জেন্টিনা খেলবে ৷ তাই আজ এখানে বিশ্বকাপের আবহে ফাইনালের প্রতিদ্বন্দ্বী দুই দলের নাম ফ্রান্স ও আর্জেন্তিনা দেওয়া হয়েছে ৷ ম্যাচ নিয়ে এখানে অনেক উন্মাদনা রয়েছে ৷’’

খেলার উদ্যোক্তা প্রধান হেমব্রম বলেন, ‘‘আমি বছরে 1 লক্ষ টাকা খরচ করে একটি ফাইনালেও আমার টিমকে খেলাতে পারিনি ৷ আমি হায়ার করে দল করলেও, তারা খেলতে পারেনি ৷ তাই আমি চিন্তা করলকম আমার চা বাগান থেকেই আমি ছেলেদের তুলে টিম বানাব ৷ তাই এই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম ৷ ট্রফির সঙ্গে চ্যাম্পিয়নদের 13 কেজি খাসি ও রানার্সদের 10 কেজি খাসি দেওয়া হচ্ছে ৷ বিশ্বকাপ তাই আমরা আমাদের টিমকে ফ্রান্স ও আর্জেন্তিনা নাম দিয়ে খেলাচ্ছি ৷

ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রান্স, ট্রফির সঙ্গে উপহার 13 কেজির খাসি !

জলপাইগুড়ি, 16 ডিসেম্বর: ফাইনালে চ্যাম্পিয়ন হল ফ্রান্স ৷ ট্রফির সঙ্গে ফ্রান্সের এমবাপেরা পেলেন 13 কেজির খাসি ৷ আর রানার্স আর্জেন্তিনা পেল 10 কেজির খাসি ৷ চমকে উঠলেন ! না এটা কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল নয় ৷ রায়পুর চা বাগানের মাঠে আয়োজিত ফুটবল টু্র্নামেন্টের ফাইনাল ম্যাচ এটি (Jalpaiguri Raipur Tea Estate Football Tournament) ৷ চা বাগান বন্ধ তো কি ! ফুটবলের খবর ওরাও রাখেন ৷ তাই রায়পুর চা বাগানের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দলের নাম রাখা হয়েছিল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও আর্জেন্তিনার নামে ৷

হঠাৎ কেন এই টুর্নামেন্ট ! রায়পুর চা বাগানের শ্রমিক প্রধান হেমব্রম ছোটবেলা থেকেই ফুটবলের পোকা ৷ প্রতিবছর বিভিন্ন জায়গায় আয়োজিত টুর্নামেন্টে অংশ নেন নিতেন তিনি ৷ টাকা খরচ করে দল গড়তেন ৷ তবে, সেই টুর্নামেন্টের ফাইনালে জিততে পারেনি রায়পুর চা বাগানের শ্রমিক প্রধান হেমব্রমের দল ৷ তবে, এবার পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান তিনি নিজেই ৷ তাই চা বাগানের ছেলেদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট করে খেলোয়াড় তোলার চেষ্টা করছেন ৷ সেই কারণেই রায়পুর চা বাগানের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন প্রধান হেমব্রম ৷

খেলোয়াড়দের উৎসাহিত করতে আস্ত খাসি পুরস্কার দেওয়া হয়েছে ৷ এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেয় ৷ অংশ গ্রহণকারী দলগুলির সবই রায়পুর চা বাগানের ৷ চা বাগানের মোট আটটি গ্রাম আছে ৷ তাই আটটি গ্রামকেই খেলানো হয় ৷ উদ্দেশ্য একটাই, ভালো খেলোয়াড় তুলে এনে চা বাগানের ছেলেদের নিয়েই টিম তৈরি করা ৷ একমাস ধরে চলা লিগ কাম নক আউটের খেলায় বৃহস্পতিবার সন্ধ্যেয় ফাইনাল ম্যাচ হয় ৷ ফাইনালে উঠেছিল প্রধান হেমব্রমের গ্রামের সাঁওতাল লাইন ৷ আর তাদের প্রতিপক্ষ ছিল ভগত লাইন ৷

বিশ্বকাপ আবহে তাই ফাইনাল ম্যাচের দুই দলের নামকরণও হয়েছিল ফ্রান্স ও আর্জেন্তিনার নামে ৷ সাঁওতাল লাইনের নামকরণ করা হয় ফান্স ৷ আর ভগত লাইন দলের নাম দেওয়া হয় আর্জেন্তিনা ৷ সেই ফাইনাল ম্যাচ জিতেছে সাঁওতাল লাইন (ফান্স) ৷ আর সেই জয়ের পুরস্কার হিসেবে ট্রফির সঙ্গে দেওয়া হয়েছে 13 কেজি ওজনের খাসি ৷ পাশাপাশি, ভগত লাইনকেও রানার্স ট্রফির সঙ্গে 10 কেজি ওজনের খাসি দেওয়া হয়েছে ৷ নিজের খরচেই খেলোয়াড়দের আনন্দের জন্য খাসি উপহারের ব্যবস্থা করেছিলেন প্রধান হেমব্রম ৷ পাশাপাশি, জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন থেকে রেফারি আনিয়ে খেলা পরিচালনা করা হয় ৷ ম্যাচ শেষে সাঁওতাল লাইন (ফ্রান্স) 2-0 গোলে ভগত লাইন (আর্জেন্তিনা)-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের রঙে সেজেছে শৈলরানি দার্জিলিং

এই ম্যাচের রেফারি অটল দত্ত বলেন, ‘‘গ্রামেগঞ্জে ফুটবল খেলাটা কম হচ্ছে ৷ এই টুর্নামেন্ট মহৎ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে ৷ খেলোয়াড় তোলার জন্যই টুর্নামেন্ট ৷ খুল ভালো লাগছে ৷ বিশ্বকাপে ফ্রান্স আর আর্জেন্টিনা খেলবে ৷ তাই আজ এখানে বিশ্বকাপের আবহে ফাইনালের প্রতিদ্বন্দ্বী দুই দলের নাম ফ্রান্স ও আর্জেন্তিনা দেওয়া হয়েছে ৷ ম্যাচ নিয়ে এখানে অনেক উন্মাদনা রয়েছে ৷’’

খেলার উদ্যোক্তা প্রধান হেমব্রম বলেন, ‘‘আমি বছরে 1 লক্ষ টাকা খরচ করে একটি ফাইনালেও আমার টিমকে খেলাতে পারিনি ৷ আমি হায়ার করে দল করলেও, তারা খেলতে পারেনি ৷ তাই আমি চিন্তা করলকম আমার চা বাগান থেকেই আমি ছেলেদের তুলে টিম বানাব ৷ তাই এই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম ৷ ট্রফির সঙ্গে চ্যাম্পিয়নদের 13 কেজি খাসি ও রানার্সদের 10 কেজি খাসি দেওয়া হচ্ছে ৷ বিশ্বকাপ তাই আমরা আমাদের টিমকে ফ্রান্স ও আর্জেন্তিনা নাম দিয়ে খেলাচ্ছি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.