ETV Bharat / state

Jalpaiguri Police on Using Sound System: পুণ্যার্থীদের গাড়িতে ডিজের সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা পুলিশের - Jalpaiguri Police

পুণ্যার্থীদের গাড়িতে ডিজের সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ি পুলিশ প্রশাসন (Jalpaiguri Police Takes Step on Using Sound System at Pilgrims car) ৷ পাশাপাশি, পুলিশ সুপারের নির্দেশে সোমবার রাত থেকেই ডিজের মিউজিক সিস্টেম বাজা গাড়িগুলিকে আটক করে পুলিশ ৷

Jalpaiguri Police Takes Step on Using Sound System by Pilgrims
Jalpaiguri Police Takes Step on Using Sound System by Pilgrims
author img

By

Published : Aug 2, 2022, 10:20 PM IST

জলপাইগুড়ি, 2 অগস্ট: জেনারেটরে শর্ট সার্কিট থেকে 10 জনের মৃত্যুর ঘটনার পর কড়া পদক্ষেপ জেলা পুলিশের ৷ জলপাইগুড়ি জেলাজুড়ে শুরু হয়েছে ধরপাকড় ৷ গাড়িতে ডিজে বাজিয়ে যাওয়া পুণ্যার্থীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান শুরু করেছে জেলা পুলিশ (Jalpaiguri Police Takes Step on Using Sound System at Pilgrims car) ৷ জলপাইগুড়ির একাধিক সাউন্ড অপারেটরদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুলিশ সুপার ৷ পুণ্যার্থীদের মিউজিক সিস্টেম ভাড়া দেওয়া নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের ৷

জলপাইগুড়ির পুলিশ সুপারের নির্দেশে ডিজে বাজিয়ে যাওয়া পুণ্যার্থীদের গাড়ি ধরপাকড় শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ। সোমবার রাত থেকেই জেলা পুলিশ সুপারের নির্দেশে জলপাইগুড়ি কোতয়ালি থানা জাতীয় সড়কে অভিযান চালায় ৷ ডিজের সাউন্ড সিস্টেম চালিয়ে যাওয়া গাড়িগুলিকে আটক করে ৷ কিছু গাড়ি আটক করে ৷

আরও পড়ুন: শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী

রবিবার রাতে শীতলকুচি থেকে জল্পেশ আসার পথে গাড়িতে থাকা জেনারেটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয় ৷ ঘটনার পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 16 জনকে তড়িদাহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ৷ তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে, প্রথমে জেলা শাসক মৌমিতা গোদারা এবং পরে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত হাসপাতালে আসেন ৷ পুলিশ প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, তারস্বরে মিউজিক সিস্টেম বাজানোর ফলে শব্দ দূষণের বিষয়টি যেমন রয়েছে ৷ তেমনি গাড়িতে জেনারেটর দিয়ে মিউজিক সিস্টেম বাজালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ৷ ফলে সুরক্ষাবিধি মেনে এবং পুলিশের অনুমতি নিয়েই মিউজিক সিস্টেম বাজানো যাবে গাড়িতে ৷

জলপাইগুড়ি, 2 অগস্ট: জেনারেটরে শর্ট সার্কিট থেকে 10 জনের মৃত্যুর ঘটনার পর কড়া পদক্ষেপ জেলা পুলিশের ৷ জলপাইগুড়ি জেলাজুড়ে শুরু হয়েছে ধরপাকড় ৷ গাড়িতে ডিজে বাজিয়ে যাওয়া পুণ্যার্থীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান শুরু করেছে জেলা পুলিশ (Jalpaiguri Police Takes Step on Using Sound System at Pilgrims car) ৷ জলপাইগুড়ির একাধিক সাউন্ড অপারেটরদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুলিশ সুপার ৷ পুণ্যার্থীদের মিউজিক সিস্টেম ভাড়া দেওয়া নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের ৷

জলপাইগুড়ির পুলিশ সুপারের নির্দেশে ডিজে বাজিয়ে যাওয়া পুণ্যার্থীদের গাড়ি ধরপাকড় শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ। সোমবার রাত থেকেই জেলা পুলিশ সুপারের নির্দেশে জলপাইগুড়ি কোতয়ালি থানা জাতীয় সড়কে অভিযান চালায় ৷ ডিজের সাউন্ড সিস্টেম চালিয়ে যাওয়া গাড়িগুলিকে আটক করে ৷ কিছু গাড়ি আটক করে ৷

আরও পড়ুন: শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী

রবিবার রাতে শীতলকুচি থেকে জল্পেশ আসার পথে গাড়িতে থাকা জেনারেটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয় ৷ ঘটনার পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 16 জনকে তড়িদাহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ৷ তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে, প্রথমে জেলা শাসক মৌমিতা গোদারা এবং পরে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত হাসপাতালে আসেন ৷ পুলিশ প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, তারস্বরে মিউজিক সিস্টেম বাজানোর ফলে শব্দ দূষণের বিষয়টি যেমন রয়েছে ৷ তেমনি গাড়িতে জেনারেটর দিয়ে মিউজিক সিস্টেম বাজালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ৷ ফলে সুরক্ষাবিধি মেনে এবং পুলিশের অনুমতি নিয়েই মিউজিক সিস্টেম বাজানো যাবে গাড়িতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.