ETV Bharat / state

Notice from Jalpaiguri Police : ভুল খবর প্রকাশের অভিযোগে সাংবাদিকদের নোটিশ জলপাইগুড়ি পুলিশের - Notice from Jalpaiguri Police

ভুল খবর প্রকাশ করা নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ নোটিশ পাঠাল দুই সাংবাদিককে (Jalpaiguri Police Sends Notice to Journalists for Publishing Misleading News) ৷ ওই তথ্য কোথা থেকে এল, তা জানতে চায় পুলিশ ৷

jalpaiguri-police-sends-notice-to-journalists-for-publishing-misleading-news
Notice from Jalpaiguri Police : ভুল খবর প্রকাশের অভিযোগে সাংবাদিকদের নোটিশ জলপাইগুড়ি পুলিশের
author img

By

Published : Apr 28, 2022, 7:00 PM IST

জলপাইগুড়ি, 28 এপ্রিল : ভুল খবর প্রকাশ করা নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে নোটিশ পাঠানো হল দুই সাংবাদিককে (Jalpaiguri Police Sends Notice to Journalists for Publishing Misleading News) ৷ জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি নিউজ চ্যানেল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফেক নিউজ সম্প্রচার করছে । সম্প্রচারিত হওয়া নির্যাতিতার বয়স যেমন তারা ভুল দেখিয়েছে, পাশাপাশি যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা । মিথ্যা তথ্য পরিবেশনের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নেব ।"

সম্প্রতি নাবালিকার শ্লীলতাহানি (Minor Molestation)-সহ একাধিক ঘটনার অভিযোগ জলপাইগুড়ি জেলা পুলিশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে । পুলিশ অভিযুক্তদের গ্রেফতারও করেছে ।

ভুল খবর প্রকাশের অভিযোগে সাংবাদিকদের নোটিশ জলপাইগুড়ি পুলিশের

পুলিশ সুপার জানান, অনেক সময় দেখা যাচ্ছে, বাস্তবে থানায় যে অভিযোগ করা হচ্ছে, তার সঙ্গে খবরে পরিবেশন করা তথ্যের কোনও মিল থাকছে না । সেই সাংবাদিক এমন ভুল তথ্য কোথা থেকে পেলেন, তা জানতেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে ।

এদিকে এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি ৷ দলের নেতা শ্যাম প্রসাদের দাবি, সাংবাদিকদের ভয় দেখাতেই নোটিশ পাঠাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : Maynaguri Minor Molested : ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানি, ধৃত প্রৌঢ়

জলপাইগুড়ি, 28 এপ্রিল : ভুল খবর প্রকাশ করা নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে নোটিশ পাঠানো হল দুই সাংবাদিককে (Jalpaiguri Police Sends Notice to Journalists for Publishing Misleading News) ৷ জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি নিউজ চ্যানেল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফেক নিউজ সম্প্রচার করছে । সম্প্রচারিত হওয়া নির্যাতিতার বয়স যেমন তারা ভুল দেখিয়েছে, পাশাপাশি যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা । মিথ্যা তথ্য পরিবেশনের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নেব ।"

সম্প্রতি নাবালিকার শ্লীলতাহানি (Minor Molestation)-সহ একাধিক ঘটনার অভিযোগ জলপাইগুড়ি জেলা পুলিশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে । পুলিশ অভিযুক্তদের গ্রেফতারও করেছে ।

ভুল খবর প্রকাশের অভিযোগে সাংবাদিকদের নোটিশ জলপাইগুড়ি পুলিশের

পুলিশ সুপার জানান, অনেক সময় দেখা যাচ্ছে, বাস্তবে থানায় যে অভিযোগ করা হচ্ছে, তার সঙ্গে খবরে পরিবেশন করা তথ্যের কোনও মিল থাকছে না । সেই সাংবাদিক এমন ভুল তথ্য কোথা থেকে পেলেন, তা জানতেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে ।

এদিকে এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি ৷ দলের নেতা শ্যাম প্রসাদের দাবি, সাংবাদিকদের ভয় দেখাতেই নোটিশ পাঠাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : Maynaguri Minor Molested : ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানি, ধৃত প্রৌঢ়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.