জলপাইগুড়ি, 26 মে : যশের প্রভাব পড়তে পারে জলপাইগুড়িতে । ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির ফলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে । সেই আশঙ্কা থেকেই শহরবাসীকে পর্যাপ্ত জলের অতিরিক্ত চাহিদা মেটাতে উদ্যোগ নিল জলপাইগুড়ি পৌরসভা ।
25, 26, 27 ও 28 মে যশের কারণে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় অতিরিক্ত সময় জলের সাপ্লাই দেওয়া হচ্ছে । প্রতিদিন জলপাইগুড়ি শহরের দুপুরে দেড়টা থেকে বিকেল 5 টা পর্যন্ত জলের সাপ্লাই দেওয়া হয়ে থাকে । কিন্তু যশের কারণে এই ক'টা দিন যাতে শহরবাসীর কোনওরকম জলের সমস্যায় না ভোগেন তাই দুপুর দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত বাড়ি বাড়ি জলের সাপ্লাই দেওয়া হচ্ছে । পৌরসভার এলাকায় মাইকিং করা হচ্ছে । বিদ্যুত না থাকলেও যাতে জলের সমস্যা না হয়, তার জন্য আগেভাগে জল তুলে রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ।
আরও পড়ুন : ঝড় কমতেই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ
যদিও আজ সকাল থেকে জলপাইগুড়িতে আকাশ পরিস্কার । দুপুরের পরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে বটে । তবে এখনও পর্যন্ত ঝোড়ো হাওয়া বা ভারী বৃষ্টি শুরু হয়নি । তবে জেলাশাসক আশঙ্কা করছেন, ভারী বৃষ্টি হলে পাহাড়ে হড়পা বান হতে পারে । সব মিলিয়ে জলপাইগুড়ি পৌরসভা ও জেলা প্রশাসন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার জন্য প্রস্তুত ।