জলপাইগুড়ি, 8 জানুয়ারি : করোনা সংক্রমণ রুখতে কোভিড সংক্রান্ত বিধিনিষেধে সেলুন ও পার্লার বন্ধ রাখার কথা বলেছিল রাজ্য প্রশাসন ৷ যার পর চুল-দাড়ি কাটা নিয়ে বেজায় সমস্যায় পড়েছিল রাজ্যের বহু মানুষ ৷ সেই তালিকা থেকে বাদ যাননি জলপাইগুড়ির বিধায়ক প্রদীপকুমার বর্মা (Saloon Open in Jalpaiguri) ৷ প্রায় দু’মাস হয়ে গিয়েছিল চুল কাটাননি ৷ আজ যাবেন, কাল যাবেন করে হয়ে উঠছিল না ৷ আর এরই মধ্যে সেলুন বন্ধ করার ফতোয়া ৷ বেজায় বিপদে পড়েছিলেন বিধায়ক মশাই ৷ আজ রাজ্য সরকার ফের সেলুন ও পার্লারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেই স্বস্তিতে বিধায়ক প্রদীপকুমার বর্মা (Jalpaiguri MLA Goes for Hair Cut) ৷
নির্দেশিকা জারি হতেই সেলুন দৌড়ালেন জলপাইগুড়ির বিধায়ক ৷ চুল কাটিয়ে বলেন, ‘‘একটা বড় সমস্যার সমাধান হল ৷ বিগত দু’মাস ধরে আমি চুল কাটাচ্ছিলাম না ৷ ভেবেছিলাম এর মধ্যেই চুল কাটাব । কিন্তু, হঠাৎ করে করোনার জেরে সেলুন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যাই ৷ কোনওভাবেই চুল কাটাতে পারছিলাম ৷ একটা বড় সমস্যার মধ্যে পড়েছিলাম ৷ আজ রাজ্য সরকার নির্দেশ দিয়েছে নিয়ম মেনে সেলুন খোলা যাবে ৷ তাই সেলুন খুলতেই আজ চুল কাটাতে এলাম ।’’
আরও পড়ুন : Saloon Beauty Parlour : 50 শতাংশ গ্রাহক নিয়ে খুলবে সেলুন-পার্লার, করোনা বিধিনিষেধে শিথিল করল রাজ্য
জলপাইগুড়ির বাবুপাড়ার সেলুনের মালিক সুব্রত শীল বলেন, ‘‘রাজ্য সরকারের নির্দেশিকা মতো আজ দোকান খুলেছি ৷ এই সেলুনের উপর নির্ভর করে আমার সংসার চলে ৷ সেলুন খুলে যাওয়ায় আমরা খুশি ৷ আজ সেলুন খোলার পরেই বিধায়ক এসেছিলেন চুল কাটাতে ৷’’