ETV Bharat / state

Health Services Under One Umbrella: একছাতার তলাতেই হচ্ছে জলপাইগুড়ি মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল - Health Services Under One Umbrella

জল্পনার অবসান । একছাতার তলাতেই হবে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল (Health Services Under One Umbrella) ৷ কলেজের পঠনপাঠন শুরু করার পর কাজের কতটা অগ্রগতি হল তা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে আসেন পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসের ভাইস চ্যান্সেলর ডাঃ সুহৃতা পাল ।

jalpaiguri medical college and hospital
জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Apr 29, 2022, 2:47 PM IST

জলপাইগুড়ি, 29 এপ্রিল : একছাতার তলাতেই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল হবে (Health Services Under One Umbrella)। শুধুমাত্র ডাক্তার ও স্টাফদের কোয়ার্টার হবে জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন স্থানে । এমনটাই জানালেন জলপাইগুড়ি গভঃ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রবীর দেব । এদিন জলপাইগুড়িতে মেডিক্য়াল কলেজের পঠনপাঠন শুরু করার কাজের কতটা অগ্রগতি হল তা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে আসেন পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসের ভাইস চ্যান্সেলর ডাঃ সুহৃতা পাল ।

জানা গিয়েছে, এতদিন স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হচ্ছিল দু'টি ক্যাম্পাসে মেডিক্য়াল কলেজ হবে ৷ অভিযোগ ছিল, জলপাইগুড়ির এক স্বাস্থ্যকর্তা মেডিক্য়াল কলেজ একছাতার তলায় করতে চাইছেন না । কিন্তু একছাতার তলায় কলেজের দাবিতে আন্দোলনে নেমেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন । ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি মেডিক্য়াল কলেজের জন্য জমিও দিয়েছে, যাতে একছাতার তলায় মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল হয় ।

আরও পড়ুন : অধিকাংশ সময়েই বন্ধ থাকে হাসপাতাল চত্বরের বিশ্রামাগার

2020 সালে 20 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় টিবি হাসপাতালের জন্য় রেড ক্রস সোসাইটির দেওয়া জায়গাতেই জলপাইগুড়ি গভঃ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ৷ কিন্তু তারপরেই সংবাদমাধ্যমকে স্বাস্থ্যকর্তাদের একাংশ জানাচ্ছিল, সদর হাসপাতালে ও টিবি হাসপাতাল দু'টি ক্যাম্পাসে মেডিক্য়াল কলেজ নির্মাণ হবে ।

এক ছাতার তলাতেই হতে চলেছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল

এদিন জলপাইগুড়ি গভঃ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রবীর দেব বলেন, ''আমরা আশাবাদী চলতি বছর থেকেই ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন । তবে আমাদের এখন কমপক্ষে 40 জন ফ্যাকাল্টি দরকার ৷ নিয়োগ হয়েছে 15 জন । আগামী মাসেই ন্যাশনাল মেডিক্য়াল কমিশন পরিদর্শনে আসার পরেই মেডিক্য়াল কলেজের পঠনপাঠন শুরুর ছাড়পত্র দেবে । তবে আমরা প্রস্তুত আছি । একছাতার তলাতেই মেডিক্য়াল কলেজ হবে । সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোকেও ব্যবহার করা হবে । একজায়গায় জমি হচ্ছে না তাই ডাক্তার ও স্টাফদের কোয়ার্টার সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হবে ।''

আরও পড়ুন : উদ্বোধনের 10 বছর পরেও চালু হল না মালদার হাসপাতাল, চরছে গরু-ছাগল

চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্র ভর্তি এবং পঠনপাঠন প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে আশাবাদী রাজ্য সরকার । বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসের ভাইস চ্যান্সেলর ডাঃ সুহৃতা পাল । ইতিমধ্যেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়ার পাশাপাশি স্থায়ী পরিকাঠামো তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে সরকার । 2022, 2023 শিক্ষাবর্ষ থেকে যাতে পঠনপাঠন প্রক্রিয়া শুরু করা যায় তার জন্য জেলা সদর হাসপাতালে অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হয়েছে ।

এদিন সেই পরিকাঠামো পরিদর্শন করে সহ-উপাচার্য জানান, জলপাইগুড়িতে মেডিক্যালের পঠনপাঠন চালুর যথেষ্ট ভাল পরিকাঠামো রয়েছে । চলতি শিক্ষাবর্ষ থেকেই যাতে পঠনপাঠন শুরু করা যায় সেই প্রক্রিয়া চলছে । খুব তাড়াতাড়ি জলপাইগুড়ি ন্যাশনাল মেডিক্য়াল কমিশনের প্রতিনিধিরা আসবেন পরিদর্শন করতে । এরপরেই তারা ছাড়পত্র দেবেন । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার, সদর হাসপাতালের সুপার ডঃ গয়ারাম নস্কর-সহ অন্যান্য স্বাস্থ্যকর্তারা ।

জলপাইগুড়ি, 29 এপ্রিল : একছাতার তলাতেই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল হবে (Health Services Under One Umbrella)। শুধুমাত্র ডাক্তার ও স্টাফদের কোয়ার্টার হবে জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন স্থানে । এমনটাই জানালেন জলপাইগুড়ি গভঃ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রবীর দেব । এদিন জলপাইগুড়িতে মেডিক্য়াল কলেজের পঠনপাঠন শুরু করার কাজের কতটা অগ্রগতি হল তা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে আসেন পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসের ভাইস চ্যান্সেলর ডাঃ সুহৃতা পাল ।

জানা গিয়েছে, এতদিন স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হচ্ছিল দু'টি ক্যাম্পাসে মেডিক্য়াল কলেজ হবে ৷ অভিযোগ ছিল, জলপাইগুড়ির এক স্বাস্থ্যকর্তা মেডিক্য়াল কলেজ একছাতার তলায় করতে চাইছেন না । কিন্তু একছাতার তলায় কলেজের দাবিতে আন্দোলনে নেমেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন । ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি মেডিক্য়াল কলেজের জন্য জমিও দিয়েছে, যাতে একছাতার তলায় মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল হয় ।

আরও পড়ুন : অধিকাংশ সময়েই বন্ধ থাকে হাসপাতাল চত্বরের বিশ্রামাগার

2020 সালে 20 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় টিবি হাসপাতালের জন্য় রেড ক্রস সোসাইটির দেওয়া জায়গাতেই জলপাইগুড়ি গভঃ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ৷ কিন্তু তারপরেই সংবাদমাধ্যমকে স্বাস্থ্যকর্তাদের একাংশ জানাচ্ছিল, সদর হাসপাতালে ও টিবি হাসপাতাল দু'টি ক্যাম্পাসে মেডিক্য়াল কলেজ নির্মাণ হবে ।

এক ছাতার তলাতেই হতে চলেছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল

এদিন জলপাইগুড়ি গভঃ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রবীর দেব বলেন, ''আমরা আশাবাদী চলতি বছর থেকেই ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন । তবে আমাদের এখন কমপক্ষে 40 জন ফ্যাকাল্টি দরকার ৷ নিয়োগ হয়েছে 15 জন । আগামী মাসেই ন্যাশনাল মেডিক্য়াল কমিশন পরিদর্শনে আসার পরেই মেডিক্য়াল কলেজের পঠনপাঠন শুরুর ছাড়পত্র দেবে । তবে আমরা প্রস্তুত আছি । একছাতার তলাতেই মেডিক্য়াল কলেজ হবে । সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোকেও ব্যবহার করা হবে । একজায়গায় জমি হচ্ছে না তাই ডাক্তার ও স্টাফদের কোয়ার্টার সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হবে ।''

আরও পড়ুন : উদ্বোধনের 10 বছর পরেও চালু হল না মালদার হাসপাতাল, চরছে গরু-ছাগল

চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্র ভর্তি এবং পঠনপাঠন প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে আশাবাদী রাজ্য সরকার । বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসের ভাইস চ্যান্সেলর ডাঃ সুহৃতা পাল । ইতিমধ্যেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়ার পাশাপাশি স্থায়ী পরিকাঠামো তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে সরকার । 2022, 2023 শিক্ষাবর্ষ থেকে যাতে পঠনপাঠন প্রক্রিয়া শুরু করা যায় তার জন্য জেলা সদর হাসপাতালে অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হয়েছে ।

এদিন সেই পরিকাঠামো পরিদর্শন করে সহ-উপাচার্য জানান, জলপাইগুড়িতে মেডিক্যালের পঠনপাঠন চালুর যথেষ্ট ভাল পরিকাঠামো রয়েছে । চলতি শিক্ষাবর্ষ থেকেই যাতে পঠনপাঠন শুরু করা যায় সেই প্রক্রিয়া চলছে । খুব তাড়াতাড়ি জলপাইগুড়ি ন্যাশনাল মেডিক্য়াল কমিশনের প্রতিনিধিরা আসবেন পরিদর্শন করতে । এরপরেই তারা ছাড়পত্র দেবেন । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার, সদর হাসপাতালের সুপার ডঃ গয়ারাম নস্কর-সহ অন্যান্য স্বাস্থ্যকর্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.