জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : দিনের আলো ফুটলেও সাড়ে চার বিঘা চা বাগানে রাতের রঙ মুছল না ৷ কে বা কারা গেছে কিছুই ভেবে পাচ্ছেন না মনোজ শা ৷ নষ্ট হয়েছে সাড়ে আট হাজার চা গাছ ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের সাতকুড়া এলাকায় ।
জলপাইগুড়ির সাতকুড়ার বাসিন্দা মনোজ শা জানান, রাতের অন্ধকারে ঘাস মারা ওষুধ প্রয়োগ করে আমার সাড়ে চার বিঘা চা বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে । এতে প্রায় সাড়ে আট হাজার চা গাছ নষ্ট হয়েছে । এই সময়ে এই চা বাগান থেকে প্রায় এক লাখ টাকা চা পাতা বিক্রি হত । দশ বিঘা জমির ওপর এই চা বাগান । তার মধ্যে সাড়ে চার বিঘা জমির চা গাছ কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়া হয়েছে । কালো হয়ে গেছে চা বাগান । শুধু তাই নয় চা বাগানের সেচের জন্য স্যালো পাম্পও চুরি করে নিয়ে গেছে । কী করব বুঝে উঠতে পারছি না । আমি থানায় অভিযোগ দায়ের করব । রাতের অন্ধকারে কারা এমন কাজ করল তা বোঝা মুশকিল । এক বিঘাতে সাড়ে পাঁচ ক্যুইন্টাল করে চা পাতা উঠত এখন কাঁচা চা পাতার দাম ভালো ফলে এই সময়ে বিরাট ক্ষতি হয়ে গেল আমাদের ।
এদিকে জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডলের BJP যুব নেতা মনি রায় বলেন, "বিহারের বাসিন্দা এই মনোজ শার পরিবার নিজেদের জমিতে 2008 সাল থেকেই চা বাগান করে আসছে । কিন্তু তাদের এই চা বাগানের প্রতি অনেকেরই নজর । সেই শত্রুতার জেরেই হয়ত চা বাগান নষ্ট করে দেওয়া হল । আমরা চাই পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক । ঘটনার তদন্ত শুরু করেছে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ ।"