ETV Bharat / state

জলপাইগুড়িতে সাড়ে আট হাজার চা গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ - জলপাইগুড়ি সদর ব্লক

জলপাইগুড়ির সাতকুড়ার বাসিন্দা মনোজ শা জানান, রাতের অন্ধকারে ঘাস মারা ওষুধ প্রয়োগ করে আমার সাড়ে চার বিঘা চা বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে । এতে প্রায় সাড়ে আট হাজার চা গাছ নষ্ট হয়েছে । এই সময়ে এই চা বাগান থেকে প্রায় এক লাখ টাকা চা পাতা বিক্রি হত ।

accused of destroying almost nine thousand tea trees
সাড়ে আট হাজার চা গাছ নষ্ট
author img

By

Published : Sep 1, 2020, 7:46 PM IST

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : দিনের আলো ফুটলেও সাড়ে চার বিঘা চা বাগানে রাতের রঙ মুছল না ৷ কে বা কারা গেছে কিছুই ভেবে পাচ্ছেন না মনোজ শা ৷ নষ্ট হয়েছে সাড়ে আট হাজার চা গাছ ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের সাতকুড়া এলাকায় ।

জলপাইগুড়ির সাতকুড়ার বাসিন্দা মনোজ শা জানান, রাতের অন্ধকারে ঘাস মারা ওষুধ প্রয়োগ করে আমার সাড়ে চার বিঘা চা বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে । এতে প্রায় সাড়ে আট হাজার চা গাছ নষ্ট হয়েছে । এই সময়ে এই চা বাগান থেকে প্রায় এক লাখ টাকা চা পাতা বিক্রি হত । দশ বিঘা জমির ওপর এই চা বাগান । তার মধ্যে সাড়ে চার বিঘা জমির চা গাছ কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়া হয়েছে । কালো হয়ে গেছে চা বাগান । শুধু তাই নয় চা বাগানের সেচের জন্য স্যালো পাম্পও চুরি করে নিয়ে গেছে । কী করব বুঝে উঠতে পারছি না । আমি থানায় অভিযোগ দায়ের করব । রাতের অন্ধকারে কারা এমন কাজ করল তা বোঝা মুশকিল । এক বিঘাতে সাড়ে পাঁচ ক্যুইন্টাল করে চা পাতা উঠত এখন কাঁচা চা পাতার দাম ভালো ফলে এই সময়ে বিরাট ক্ষতি হয়ে গেল আমাদের ।

সাড়ে আট হাজার চা গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ

এদিকে জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডলের BJP যুব নেতা মনি রায় বলেন, "বিহারের বাসিন্দা এই মনোজ শার পরিবার নিজেদের জমিতে 2008 সাল থেকেই চা বাগান করে আসছে । কিন্তু তাদের এই চা বাগানের প্রতি অনেকেরই নজর । সেই শত্রুতার জেরেই হয়ত চা বাগান নষ্ট করে দেওয়া হল । আমরা চাই পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক । ঘটনার তদন্ত শুরু করেছে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ ।"

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : দিনের আলো ফুটলেও সাড়ে চার বিঘা চা বাগানে রাতের রঙ মুছল না ৷ কে বা কারা গেছে কিছুই ভেবে পাচ্ছেন না মনোজ শা ৷ নষ্ট হয়েছে সাড়ে আট হাজার চা গাছ ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের সাতকুড়া এলাকায় ।

জলপাইগুড়ির সাতকুড়ার বাসিন্দা মনোজ শা জানান, রাতের অন্ধকারে ঘাস মারা ওষুধ প্রয়োগ করে আমার সাড়ে চার বিঘা চা বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে । এতে প্রায় সাড়ে আট হাজার চা গাছ নষ্ট হয়েছে । এই সময়ে এই চা বাগান থেকে প্রায় এক লাখ টাকা চা পাতা বিক্রি হত । দশ বিঘা জমির ওপর এই চা বাগান । তার মধ্যে সাড়ে চার বিঘা জমির চা গাছ কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়া হয়েছে । কালো হয়ে গেছে চা বাগান । শুধু তাই নয় চা বাগানের সেচের জন্য স্যালো পাম্পও চুরি করে নিয়ে গেছে । কী করব বুঝে উঠতে পারছি না । আমি থানায় অভিযোগ দায়ের করব । রাতের অন্ধকারে কারা এমন কাজ করল তা বোঝা মুশকিল । এক বিঘাতে সাড়ে পাঁচ ক্যুইন্টাল করে চা পাতা উঠত এখন কাঁচা চা পাতার দাম ভালো ফলে এই সময়ে বিরাট ক্ষতি হয়ে গেল আমাদের ।

সাড়ে আট হাজার চা গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ

এদিকে জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডলের BJP যুব নেতা মনি রায় বলেন, "বিহারের বাসিন্দা এই মনোজ শার পরিবার নিজেদের জমিতে 2008 সাল থেকেই চা বাগান করে আসছে । কিন্তু তাদের এই চা বাগানের প্রতি অনেকেরই নজর । সেই শত্রুতার জেরেই হয়ত চা বাগান নষ্ট করে দেওয়া হল । আমরা চাই পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক । ঘটনার তদন্ত শুরু করেছে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.