জলপাইগুড়ি, 23 জানুয়ারি: দেশের মধ্যে জলপাইগুড়িতেই প্রথম নেতাজির মর্মর মূর্তি স্থাপন করা হয়েছিল । 1939 সালে জলপাইগুড়ি থেকেই ব্রিটিশদের ভারত ছাড়ার চূড়ান্ত বার্তা দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) । একই সঙ্গে নেতাজির হাতে গড়া আজাদ হিন্দ বাহিনীর কোহিমা বিজয়কে স্মরণ করতে জলপাইগুড়িতে স্মৃতি সৌধ তৈরি করা হয়েছিল । জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনে সেই মূর্তি আজও বর্তমান ।
জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ের দাবি, দেশের মধ্যে প্রথম মর্মর মূর্তি এটি । দেশ ভাগের পর নেতাজির অন্তর্ধানে সমস্ত দেশ যখন তোলপাড় সেই সময় জলপাইগুড়ির একজন স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র লাহিড়ী তাঁর কিছু সহযোগীকে নিয়ে নিরবে নেতাজির মূর্তি স্থাপন করার উদ্যোগ নেন । এই মূর্তির আবরণ উন্মোচন করেন আন্তর্জাতিক আদালতের বিচারপতি রাধাবিনোদ পাল । 1968 সালের জলপাইগুড়িতে প্রবল বন্যায় মূর্তিটার ক্ষতি হয় । 2007 সালে ফের মূর্তিটি সংরক্ষণ করা হয় জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনে ।
নেতাজি 1939 সালে জলপাইগুড়িতে এসেছিলেন । সেই সময়ে তিনি যেমন দেখতে ছিলেন সেই মতো করে ব্রোঞ্জের একটি পূর্ণাবয়ব মূর্তি জলপাইগুড়িতে তৈরি করা হয়েছে বলে জানান গোবিন্দ রায় । জলপাইগুড়িতে সুভাষচন্দ্র বসু দু'বার এসেছিলেন । প্রথম যখন নেতাজি 1928 সালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক ছিলেন ৷ পাশাপাশি তখন তিনি কলকাতা পৌরনিগমের সিইও ছিলেন । দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পর তিনি মেয়র হন । সেই সময় নেতাজিকে জলপাইগুড়ি পৌরসভা সম্বর্ধনা দিয়েছিল । কলকাতা পৌরনিগমের সিইও হিসেবে তাঁকে সম্মাননা জানানো হয় ।
এরপর তিনি আবার 1939 সালে জলপাইগুড়িতে আসেন । তখন তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি । দ্বিতীয়বার সভাপতি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি তখন এখানে আসেন । 1939 সালের 4 ফেব্রুয়ারি তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় জলপাইগুড়িতে ৷ তদানিন্তন সময়ের অভর্থনা কমিটির কার্যকলাপ এবং তথ্য সম্বলিত করে নেতাজি সুভাষ ফাউন্ডেশনে সচিত্রভাবে রাখা হয়েছে । বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় কংগ্রেসের সভায় নেতাজি ইংরেজ রাজশক্তিকে মঞ্চ থেকে ছয় মাসের চরম পত্র দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন । শরৎচন্দ্র বসু, চারুচন্দ্র সান্যাল, প্রফুল্লচন্দ্র ঘোষ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সেই সভায় বলে জানা গিয়েছে ।
জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় বলেন, "জলপাইগুড়ির সঙ্গে নেতাজির অনেক স্মৃতি বিজরিত রয়েছে । 1951 সালে জলপাইগুড়িতেই প্রথম নেতাজির মর্মর মূর্তি তৈরি হয়েছিল । নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে গড়া আজাদ হিন্দ বাহিনীর কোহিমা বিজয়ে শহিদ সেনানীদের স্মরণে জলপাইগুড়িতে স্মৃতি সৌধ তৈরি করা হয়েছিল এই জলপাইগুড়িতেই ৷ যা অন্য কোথায় পাওয়া যায় না । 1939 সালে জলপাইগুড়ির সভা থেকেই ব্রিটিশদের ছয় মাসের মধ্যে ভারত ছাড়ার বার্তা নেতাজি দিয়েছিলেন ।" নেতাজি অনুরাগী পার্থপ্রতিম দে বলেন, "আজ আমার গুরুর জন্মদিন । দেশের প্রথম নেতাজি মূর্তিতে পুষ্প নিবেদন করতে এসেছিলাম । আমার গর্ববোধ হয় যে সেই মাটিতেই আমার জন্ম, যেখানে প্রথম নেতাজির মূর্তি স্থাপিত হয়েছিল ।"
আরও পড়ুন: প্রেমিকাকে চিঠি থেকে গোপনে বিপ্লবী যোগ, নেতাজির স্মৃতি আগলাচ্ছে গিদ্দা পাহাড়ের বাড়ি