ETV Bharat / state

ড্রোনের মাধ্যমে নজরদারি, জলপাইগুড়িতে লকডাউন ভেঙে ধৃত 27 - COVID19

ড্রোনের মাধ্যমে নজরদারিতে সফল জলপাইগুড়ি জেলা পুলিশ । পাড়ার মোড়ে মোড়ে অভিযান চালিয়ে 27 জনকে গ্রেপ্তার করল তারা ।

Jalpaiguri district police monitored with help of drone
ড্রোন উড়িয়ে নজরদারি জলপাইগুড়ি জেলা পুলিশের
author img

By

Published : May 4, 2020, 8:04 PM IST

Updated : May 4, 2020, 8:36 PM IST

জলপাইগুড়ি, 4 মে : লকডাউন উপেক্ষা করেই পাড়ার মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে যুবকরা । এই অভিযোগ বার বারই আসছিল। কিন্তু পুলিশ দেখলেই পালিয়ে যাচ্ছিল তারা । এরপরই ড্রোনের মাধ্যমে শুরু হয় নজরদারি । আর লকডাউন ভাঙায় 27 জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি থানার পুলিশ ।

আজ জলপাইগুড়ি থানা থেকেই ড্রোন উড়িয়ে শহরের মোড়ে মোড়ে লকডাউন পরিস্থিতির উপর নজরদারি চালানো হয় । ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি টহল দেয় পুলিশের দুটি দলও । ড্রোনের মাধ্যমে দেখা হয়, কোথায় কোথায় জমায়েত বা ভিড় হয়েছে । এরপরই সেই জায়গাগুলিতে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ইলওয়াড জানান, মেন রোডেই নজরদারি বেশি চালানো হয় । কিন্তু, শহরের বাসিন্দাদের অনেকেই অভিযোগ করেছেন, পাড়ায় পাড়ায় আড্ডা দিচ্ছেন অনেকে । সেই কথা ভেবেই ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ।

জলপাইগুড়ি, 4 মে : লকডাউন উপেক্ষা করেই পাড়ার মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে যুবকরা । এই অভিযোগ বার বারই আসছিল। কিন্তু পুলিশ দেখলেই পালিয়ে যাচ্ছিল তারা । এরপরই ড্রোনের মাধ্যমে শুরু হয় নজরদারি । আর লকডাউন ভাঙায় 27 জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি থানার পুলিশ ।

আজ জলপাইগুড়ি থানা থেকেই ড্রোন উড়িয়ে শহরের মোড়ে মোড়ে লকডাউন পরিস্থিতির উপর নজরদারি চালানো হয় । ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি টহল দেয় পুলিশের দুটি দলও । ড্রোনের মাধ্যমে দেখা হয়, কোথায় কোথায় জমায়েত বা ভিড় হয়েছে । এরপরই সেই জায়গাগুলিতে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ইলওয়াড জানান, মেন রোডেই নজরদারি বেশি চালানো হয় । কিন্তু, শহরের বাসিন্দাদের অনেকেই অভিযোগ করেছেন, পাড়ায় পাড়ায় আড্ডা দিচ্ছেন অনেকে । সেই কথা ভেবেই ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ।

Last Updated : May 4, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.