ETV Bharat / state

রাজগঞ্জ ব্লকে রেশন নিয়ে একাধিক অভিযোগ , বৈঠকে বসলেন জলপাইগুড়ির জেলাশাসক

author img

By

Published : May 12, 2020, 4:27 PM IST

রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন পাচ্ছেন না অধিকাংশ মানুষ ৷ আবার অনেকে ডিজিটাল রেশন কার্ডের আবেদন করেও কার্ড পাননি ৷ জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে রেশন নিয়ে এরকম নানা অভিযোগ আসছিল ৷ এই অভিযোগের ভিত্তিতে মহকুমা শাসক বিধায়ক ও নির্দিষ্ট ব্লকের গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি ৷

Jalpaiguri
জলপাইগুড়ি

জলপাইগুড়ি , 12 মে : ডিজিটাল রেশন কার্ডের আবেদন করেও কার্ড পাননি । এমনকী , বার কোড পেয়েও রেশন পাচ্ছেন না অনেকে । জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকে রেশন নিয়ে নানা অভিযোগ আসার পর বৈঠকে বসলেন জলপাইগুড়ির জেলাশাসক । আজ রাজগঞ্জ BDO অফিসে জেলার আধিকারিক, স্থানীয় বিধায়ক পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি ।

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান , ব্লকে প্রচুর মানুষ রেশন পাচ্ছেন না । এনিয়ে , বার বার অভিযোগ আসছিল । আজ জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি জেলার অতিরিক্ত জেলাশাসক(জেলাপরিষদ) সমীরণ মণ্ডল, সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, বিধায়ক খগেশ্বর রায়কে নিয়ে BDO অফিসের কন্যাশ্রী ভবনে বৈঠক করেন । সাধারণ মানুষ কেন রেশন পাচ্ছেন না তা খতিয়ে দেখেন ৷ পাশাপাশি , কীভাবে সাধারণ মানুষকে রেশন দেওয়া যায় , তা নিয়ে আলোচনা হয় বৈঠকে । এছাড়া , আজ রাজগঞ্জ ব্লকের সমস্ত গ্রামপঞ্চায়েত প্রধানদের থেকে তাঁদের এলাকার সমস্যার কথা শোনা হয়েছে । কারণ গ্রামের প্রধানদের কাছেই সাধারণ মানুষ তাঁদের সমস্যা নিয়ে আসছেন । যাঁদের রেশন কার্ড আছে কিন্তু কেন রেশন পাচ্ছেন না সেই বিষয়েও খতিয়ে দেখা হয় । দেখা গেছে , অনেকেই ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করে কার্ড পাননি । তাঁরা আবেদনের বার কোডও পেয়েও রেশনের কুপন পাননি । সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয় । তাঁরা যাতে রেশন পেতে পারেন , সেই বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ৷

বৈঠকে উপস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন , ‘‘ প্রচুর মানুষ রেশন পাচ্ছেন না এমন অভিযোগ এসেছে । সবই যাতে রেশন পায় তার চেষ্টা করা হচ্ছে । আশা করি , রাজ্য সরকার সবার জন্য খাদ্যের বা রেশনের একটা নির্দেশিকা জারি করবেন । কারণ পুরোনো কার্ডে অনেকেই রেশন পাচ্ছেন না । ’’

জলপাইগুড়ি , 12 মে : ডিজিটাল রেশন কার্ডের আবেদন করেও কার্ড পাননি । এমনকী , বার কোড পেয়েও রেশন পাচ্ছেন না অনেকে । জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকে রেশন নিয়ে নানা অভিযোগ আসার পর বৈঠকে বসলেন জলপাইগুড়ির জেলাশাসক । আজ রাজগঞ্জ BDO অফিসে জেলার আধিকারিক, স্থানীয় বিধায়ক পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি ।

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান , ব্লকে প্রচুর মানুষ রেশন পাচ্ছেন না । এনিয়ে , বার বার অভিযোগ আসছিল । আজ জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি জেলার অতিরিক্ত জেলাশাসক(জেলাপরিষদ) সমীরণ মণ্ডল, সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, বিধায়ক খগেশ্বর রায়কে নিয়ে BDO অফিসের কন্যাশ্রী ভবনে বৈঠক করেন । সাধারণ মানুষ কেন রেশন পাচ্ছেন না তা খতিয়ে দেখেন ৷ পাশাপাশি , কীভাবে সাধারণ মানুষকে রেশন দেওয়া যায় , তা নিয়ে আলোচনা হয় বৈঠকে । এছাড়া , আজ রাজগঞ্জ ব্লকের সমস্ত গ্রামপঞ্চায়েত প্রধানদের থেকে তাঁদের এলাকার সমস্যার কথা শোনা হয়েছে । কারণ গ্রামের প্রধানদের কাছেই সাধারণ মানুষ তাঁদের সমস্যা নিয়ে আসছেন । যাঁদের রেশন কার্ড আছে কিন্তু কেন রেশন পাচ্ছেন না সেই বিষয়েও খতিয়ে দেখা হয় । দেখা গেছে , অনেকেই ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করে কার্ড পাননি । তাঁরা আবেদনের বার কোডও পেয়েও রেশনের কুপন পাননি । সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয় । তাঁরা যাতে রেশন পেতে পারেন , সেই বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ৷

বৈঠকে উপস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন , ‘‘ প্রচুর মানুষ রেশন পাচ্ছেন না এমন অভিযোগ এসেছে । সবই যাতে রেশন পায় তার চেষ্টা করা হচ্ছে । আশা করি , রাজ্য সরকার সবার জন্য খাদ্যের বা রেশনের একটা নির্দেশিকা জারি করবেন । কারণ পুরোনো কার্ডে অনেকেই রেশন পাচ্ছেন না । ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.