জলপাইগুড়ি, 5 অগস্ট : বিধানসভা নির্বাচনের পর থেকেই জেলায় জেলায় বিজেপির কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে ৷ পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আসছে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার ৷ এবার জলপাইগুড়ি জেলায় বিজেপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় গতকাল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিজেপির জেলা নেতৃত্ব । বিজেপির জেলা কার্যালয় ভাঙচুর করার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি । এরপর বিজেপির 18 জন কর্মীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে তৃণমূল জেলা নেতৃত্ব । গতকাল তৃণমূলের মিছিল থেকে বিজেপি পার্টি অফিসে ঢুকে ভাঙচুরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয় ।
ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার অভিযোগে গতকাল তৃণমূল সমর্থকরা বিজেপির জেলা কার্যালয়ের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কুশপুত্তলিকা দাহ ও পার্টি অফিসে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ করেন জেলা বিজেপি সভাপতি দিলীপ চৌধুরী । তিনি অভিযোগ করেন, জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এসে ডিবিসি রোডের বিজেপির জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে । বিজেপির পার্টি অফিসের ভারত মাতার ছবি, দীনদয়াল উপাধ্যায়ের ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ছিড়ে ফেলা হয় ।
আরও পড়ুন: জন বারলাকে বদনাম করতে আমাকে ব্যবহার করা হয়েছে : অভিযোগকারিণী
জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি দিলীপ চৌধুরী আরও বলেন, "আমরা পুলিশ সুপারকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছি । কারণ যারা ভাঙচুর করল তারাই উল্টে আমাদের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল । পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন । আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাব ।"
এদিন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়, বিজেপি নেতা জয়ন্ত চক্রবর্তী, অলোক চক্রবর্তী সহ অন্যরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন । তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার প্রতিবাদে আমরা বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছি । কোনও বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়নি ।"