ETV Bharat / state

চা নিলাম কেন্দ্র চালু করতে শাসক-বিরোধী একমঞ্চে

জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্রকে ফের চালু হলে এখানকার ইকোনমি অনেকটাই ডেভেলপ করবে ৷ এখানে কর্মসংস্থান হবে ৷ জলপাইগুড়ির আর্থ-সামাজিক উন্নয়ন হবে । তাই উদ্যোগ নিল জেলা প্রশাসন ৷

author img

By

Published : Aug 30, 2019, 3:18 PM IST

Updated : Aug 31, 2019, 9:17 AM IST

চা নিলাম কেন্দ্র চালু করতে শাসক-বিরোধী একমঞ্চে

জলপাইগুড়ি, 30 অগাস্ট : চা নিলাম কেন্দ্রকে ফের চালু করতে এক মঞ্চে শাসকদল ও বিরোধীপক্ষ ৷ তৃণমূল জেলা সভাপতি তথা টি ডিরেক্টরেটের ভাইস চেয়ারম্যান কিষাণ কল্যাণী এবং BJP সাংসদ জয়ন্ত রায় একে অপরের হাতে হাত রেখে জলপাইগুড়ির স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তা দেন ৷

2005 সালে চালু হয়েছিল জলপাইগুড়ির নর্থ বেঙ্গল টি অকশন সেন্টার ৷ পরবর্তীকালে নানা সমস্যার কারণে চা নিলাম সেন্টারটি বন্ধ হয়ে যায় ৷ সেটি ফের চালু করার জন্য উদ্যোগী হল জেলা প্রশাসন ৷ গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ির ITPA-তে একটি বৈঠক হয় ৷ উপস্থিত ছিলেন জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের চেয়ারম্যান তথা জেলাশাসক অভিষেক তিওয়ারি, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়, চা নিলাম কেন্দ্রের সম্পাদক পুরজিৎ কর গুপ্ত, ভাইস চেয়ারম্যান টি ডিরেক্টরেট কিষান কল্যানী প্রমুখ ।

জয়ন্তবাবু জানান, জলপাইগুড়িতে একবার যদি এই টি অকশন সেন্টারটা চালু হয়ে যায় তাহলে এখানকার ইকোনমি অনেকটাই ডেভেলপ করবে ৷ এখানে কর্মসংস্থান হবে ৷ জলপাইগুড়ির আর্থ-সামাজিক উন্নয়ন হবে । আমি বাণিজ্যমন্ত্রকে বিষয়টি জানাব ।

দেখুন ভিডিয়ো

কিষাণ কল্যাণী বলেন, "জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র চালু করার জন্য আমরা সব ধরনের চেষ্টা করেছি ৷ কিন্তু ফেল করেছি । আমরা চাই যে ভাবেই হোক এই নিলাম কেন্দ্রটি চালু হোক । আমরা দেখছি গুঁড়ো চা বিক্রির মাধ্যমে এই নিলামকেন্দ্রটি চালু করা যায় কি না । "

চা নিলাম কেন্দ্রের চেয়ারম্যান তথা জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারি জানান, একটা প্রস্তাব এসেছে । আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব ।

জলপাইগুড়ি, 30 অগাস্ট : চা নিলাম কেন্দ্রকে ফের চালু করতে এক মঞ্চে শাসকদল ও বিরোধীপক্ষ ৷ তৃণমূল জেলা সভাপতি তথা টি ডিরেক্টরেটের ভাইস চেয়ারম্যান কিষাণ কল্যাণী এবং BJP সাংসদ জয়ন্ত রায় একে অপরের হাতে হাত রেখে জলপাইগুড়ির স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তা দেন ৷

2005 সালে চালু হয়েছিল জলপাইগুড়ির নর্থ বেঙ্গল টি অকশন সেন্টার ৷ পরবর্তীকালে নানা সমস্যার কারণে চা নিলাম সেন্টারটি বন্ধ হয়ে যায় ৷ সেটি ফের চালু করার জন্য উদ্যোগী হল জেলা প্রশাসন ৷ গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ির ITPA-তে একটি বৈঠক হয় ৷ উপস্থিত ছিলেন জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের চেয়ারম্যান তথা জেলাশাসক অভিষেক তিওয়ারি, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়, চা নিলাম কেন্দ্রের সম্পাদক পুরজিৎ কর গুপ্ত, ভাইস চেয়ারম্যান টি ডিরেক্টরেট কিষান কল্যানী প্রমুখ ।

জয়ন্তবাবু জানান, জলপাইগুড়িতে একবার যদি এই টি অকশন সেন্টারটা চালু হয়ে যায় তাহলে এখানকার ইকোনমি অনেকটাই ডেভেলপ করবে ৷ এখানে কর্মসংস্থান হবে ৷ জলপাইগুড়ির আর্থ-সামাজিক উন্নয়ন হবে । আমি বাণিজ্যমন্ত্রকে বিষয়টি জানাব ।

দেখুন ভিডিয়ো

কিষাণ কল্যাণী বলেন, "জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র চালু করার জন্য আমরা সব ধরনের চেষ্টা করেছি ৷ কিন্তু ফেল করেছি । আমরা চাই যে ভাবেই হোক এই নিলাম কেন্দ্রটি চালু হোক । আমরা দেখছি গুঁড়ো চা বিক্রির মাধ্যমে এই নিলামকেন্দ্রটি চালু করা যায় কি না । "

চা নিলাম কেন্দ্রের চেয়ারম্যান তথা জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারি জানান, একটা প্রস্তাব এসেছে । আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব ।

Intro:জলপাইগুড়িঃঃ জলপাইগুড়ির সার্থে চা নিলাম কেন্দ্রকে ফের চালু করতে শাসক ও বিরোধী হাতে হাত ধরে কাজ করার বার্তা।নিলাম কেন্দ্রে চা নিলামের জন্য গুড়ো চা বিক্রির প্রস্তাব এলো।

দির্ঘদিন ধরেই জলপাইগুড়িতে বন্ধ চা নিলাম কেন্দ্র।নিলাম কেন্দ্র উজ্জীবিত করতে বৈঠকে বসলেন জেলা প্রশাসন,সাংসদ ও চা শিল্পপতিরা।এদিন তৃনমুল জেলা সভাপতি তথা টি ডিরেকট্রের ভাইস চেয়ারম্যান ও বিজেপির সাংসদ ডাঃ জয়ন্ত রায় দুজনে হাতে হাত রেখে জলপাইগুড়ির উন্নয়নের জন্য কাজ করার বার্তা দেন।
Body:জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রকে ফের চালু করার জন্য উদ্যোগী হল জেলা প্রশাসন। জলপাইগুড়িতে আইটিপিএ হলে এদিনের বৈঠকে উপিস্থিত ছিলেন জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের চেয়ারম্যান তথা জেলাশাসক অভিষেক তিওয়ারি, ভারতীয় চা পর্ষদের ডেপুটি ডিরেক্টর চন্দ্র শেখর মিত্র, জলপাাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়
ভাইস চেয়ারম্যান টি ডিরেক্টরেট কিষান কল্যানী সহ পুরজিত কর গুপ্ত।

এদিন কিষান কল্যানী বলেন জলপাইগুড়িতে চা নীলাম কেন্দ্র চালু করার জন্য আমরা সব ধরনের চেস্টা করেছি কিন্তু ফেল করেছি।আমরা চাই যেই ভাবেই হোক এই নিলাম কেন্দ্রটি চালু হোক। ২০০৫ সালে চা নিলাম কেন্দ্রটি চালু হয়েছিল। পরবর্তীতে নানান সমস্যার কারনে চা নিলাম বন্ধ হয়ে যায়। আজ শিলিগুড়ির উন্নয়নের একটা বিষয় চা। আমরা চাইছি গুড়ো চা বিক্রির মাধ্যমে এই চা নিলাম কেন্দ্রটিকে চালু করা যায় কিনা।পুরজিত কর গুপ্ত জানান জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রে শুধু ডাস্ট বিক্রি হলে এখানেই সবাই আসবে।কারন এখানেই শুধু পাওয়া যাবে একমাত্র এটাই একমাত্র রাস্তা চা নিলাম কেন্দ্রকে ঘুরে দাড়ানোর জন্য।Conclusion:এদিকে চা নিলাম কেন্দ্রের চেয়ারম্যান তথা জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারি জানান একটা প্রস্তা এসেছে।আমরা উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। সাংসদও তার মত করে চেস্টা করছেন।

এদিকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন,যেভাবেই হোক জলপাইগুড়ির সার্থে এই চা নিলাম কেন্দ্র চালু করতে হবে তাতে করে এখানে যেমন কর্ম সংস্থান হবে তেমনি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।আমি কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রকে বিষয়টি জানাব।আমাকে চা শিল্পপতিরা বিষয়টা জানিয়েছিল।জলপাইগুড়ির সার্থে এই চা নিলামট চালু করতে হবে।
Last Updated : Aug 31, 2019, 9:17 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.