জলপাইগুড়ি,19 এপ্রিল : লকডাউনের ফলে গরিব মানুষদের পাশে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পৌরসভাকে আর্থিক সাহায্য করার পাশাপাশি কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করলেন মালবাজারের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
কোরোনা মোকাবিলায় এভাবে সাহা্য্য করতে এগিয়ে এলেন জলপাইগুড়ির মালবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মিতালি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
মালবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মিতালী স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে মালবাজারের দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য মালবাজার পৌরসভার পৌরপ্রধান স্বপন সাহার হাতে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় | পাশাপাশি মালবাজারের মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে 10 হাজার টাকা তুলে দেওয়া হয় ।
মিতালি স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা নীলা রায় জানান," সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে।মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ।" স্বনির্ভর গোষ্ঠীর কোষাধ্যক্ষ মনিকা দাস সহ লিপি ভৌমিক, মাম্পি দে-রা জানান মানুষের জন্য একটু সাহায্য করতে পেরে খুব আনন্দিত তাঁরা।