জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গের চা বাগানের পরিস্থিতির দিকে কেন্দ্র ও রাজ্য সরকারকে নজর দিতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি বলেন, উত্তরবঙ্গের চা বাগানগুলি ধুঁকছে । কেন্দ্র ও রাজ্য সরকার উত্তরবঙ্গের চা বাগানগুলির উন্নয়নে নজর দেবে বলে তিনি আশাবাদী । পাশাপাশি চা বাগান এলাকা থেকে শিশুপাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল ।
2005 সালে অবিভক্ত জলপাইগুড়ি জেলার রামঝোরা চা বাগান পরিদর্শনে এসেছিলেন তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি । গতকাল চা বাগানের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বর্তমান রাজ্যপাল । পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বেশ কয়েকটি চা বাগান বন্ধ হয়ে রয়েছে । অন্যদিকে অনেক চা বাগানের পরিস্থিতি খুব খারাপ । চা শ্রমিকরা অনেকক্ষেত্রেই আত্মহত্যা করেন । এই বিষয় নিয়ে রাজ্য়ের পদক্ষেপ নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হয় । উত্তরে তিনি বলেন, রাজ্য ও কেন্দ্র চা বাগানগুলি নিয়ে ভাবছে । তারা এগিয়ে এসে চা বাগান উন্নয়ন নিয়ে কাজ করবে বলেই তিনি আশাবাদী । চা বাগানের মানুষের সমস্যার সমাধান করবে সরকার । এলাকার শিশু পাচারের মতো বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি । রাজ্যপাল বলেন, "এই এলাকা শিশুপাচারের মতো সমস্যার সঙ্গে প্রতিদিন মোকাবিলা করছে । সুপ্রিম কোর্ট এই বিষয়ে দৃষ্টিপাত করেছে । এই এলাকার সাংবাদিকরা শিশুপাচারের মতো বিষয়ে জোর দেবে এবং সুবিচারের জন্য লড়বে ।"