জলপাইগুড়ি, 20 মে: জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত নার্সিং পড়ুয়ার সংস্পর্শে আসা 17 জনকে চিহ্নিত করল স্বাস্থ্য বিভাগ । তাঁদের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে ।
আজ স্বাস্থ্য বিভাগের একটি দল ওই পড়ুয়ার বাড়িতে যাবে । তাঁর পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখার পাশাপাশি ওই পড়ুয়ার সংস্পর্শে আসা অন্যান্যদেরও খোঁজ করা হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ।
কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায় বলেন, "স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই পড়ুয়ার বাড়ি যাবেন । তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ নেওয়া হচ্ছে । পরিবারের সবাইকে কোয়ারানটিনে রাখা হবে । বর্তমানে জলপাইগুড়ি COVID হাসপাতালের SARI বিভাগে 10 জন ভরতি রয়েছেন । রাতেই SARI হাসপাতালের আইসোলেসন বিভাগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে । ওই পড়ুয়ার সঙ্গে জেলার 13 জন ছাত্রীও এসেছিলেন বলে জানা গেছে ।"
জলপাইগুড়ির গড়ালবাড়ির বাসিন্দা ওই যুবতি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছিলেন । বাড়ি ফিরেই হোম কোয়ারানটিনে চলে যান তিনি । সেই সময় তাঁর জ্বর ও সর্দি হয় । পরে সোয়াব টেস্ট করা হলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।