ETV Bharat / state

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন গুরুঙের - roshan giri

বিমল গুরুং দুটি মামলার আগাম জামিনের আবেদন জানালেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। তবে আজ শুনানি হয়নি।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 5, 2019, 11:51 PM IST

জলপাইগুড়ি, 5 এপ্রিল : জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং আজ দুটি মামলায় আগাম জামিনের আবেদন জানালেন। একটি কার্সিয়ং থানা ও একটি দার্জিলিং থানার মামলা বলে জানান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "বিমল গুরুং আগাম জামিনের আবেদন করেছেন দুটি মামলায়। কার্সিয়ং থানার একটি মামলায় একা বিমল গুরুং জামিনের আবেদন করেছেন। কেস নম্বর ২০৬ /২০১৮। গতবছরের ১৫ ডিসেম্বরের মামলা। এই মামলায় বিমল গুরুঙের বিরুদ্ধে অস্ত্র আইনের অভিযোগ রয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "আরেকটি মামলায় বিমল গুরুং ও রোশন গিরি দু'জনে জামিনের আবেদন করেছেন। দার্জিলিং থানার কেস নম্বর ১১৫/২০১৭। ২০১৭ সালের ৯ জুনের ঘটনা। এই মামলায় খুনের চেষ্টা (IPC 307), ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত (IPC 326), কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ (IPC 353), অস্ত্র আইনের 25 এবং 27 ধারায় মামলা এবং ওয়েস্টবেঙ্গল মেইনটেনেন্স পাবলিক অর্ডার আইনের 3 ও 4 নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।"

তিনি বলেন, আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের শেষ দিন ছিল। তাই আজ শুনানি সম্ভব ছিল না। পরবর্তী সার্কিট বসবে ১৬ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। তিনি আরও বলেন, "আমরা সরকারি পক্ষের আইনজীবীরা তৈরি আছি। বিচারব্যবস্থার কাছে রোশন গিরি ও বিমল গুরুঙের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণ ও তাঁদের ভূমিকা কী ছিল তা তুলে ধরব।"

জলপাইগুড়ি, 5 এপ্রিল : জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং আজ দুটি মামলায় আগাম জামিনের আবেদন জানালেন। একটি কার্সিয়ং থানা ও একটি দার্জিলিং থানার মামলা বলে জানান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "বিমল গুরুং আগাম জামিনের আবেদন করেছেন দুটি মামলায়। কার্সিয়ং থানার একটি মামলায় একা বিমল গুরুং জামিনের আবেদন করেছেন। কেস নম্বর ২০৬ /২০১৮। গতবছরের ১৫ ডিসেম্বরের মামলা। এই মামলায় বিমল গুরুঙের বিরুদ্ধে অস্ত্র আইনের অভিযোগ রয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "আরেকটি মামলায় বিমল গুরুং ও রোশন গিরি দু'জনে জামিনের আবেদন করেছেন। দার্জিলিং থানার কেস নম্বর ১১৫/২০১৭। ২০১৭ সালের ৯ জুনের ঘটনা। এই মামলায় খুনের চেষ্টা (IPC 307), ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত (IPC 326), কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ (IPC 353), অস্ত্র আইনের 25 এবং 27 ধারায় মামলা এবং ওয়েস্টবেঙ্গল মেইনটেনেন্স পাবলিক অর্ডার আইনের 3 ও 4 নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।"

তিনি বলেন, আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের শেষ দিন ছিল। তাই আজ শুনানি সম্ভব ছিল না। পরবর্তী সার্কিট বসবে ১৬ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। তিনি আরও বলেন, "আমরা সরকারি পক্ষের আইনজীবীরা তৈরি আছি। বিচারব্যবস্থার কাছে রোশন গিরি ও বিমল গুরুঙের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণ ও তাঁদের ভূমিকা কী ছিল তা তুলে ধরব।"

Intro:


জলপাইগুড়ি ঃ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বারলার জামিনের আবেদন নাকচ করল। কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি  সার্কিট বেঞ্চের দিপঙ্কর দত্ত ও শিবকান্ত প্রসাদের ডিভিশন বেঞ্চ জামিন না মঞ্জুর  করেছেন।



৭/১২/২০১৮ তারিখে বিজেপি সভাপতি অমিত শার সভায় বিজেপি কর্মিরা কোচবিহার যাচ্ছিল সে সময় ধুপগুড়ির শালবাড়িতে পুলিশ বাঁধা দেয়।এরপর বিজেপি কর্মি ও পুলিশের খন্ড যুদ্ধ বেঁধেছিল।গুরুতর আহত হয় অতিরিক্ত পুলিশ সুপার থেংডুপ শেরপা সহ পুলিশ কর্মিরা।গ্রেপ্তার হয় অনেক বিজেপি কর্মি।মামলা করা হয় বিজেপির জেলা নেতাদের বিরুদ্ধে। 


ধুপগুড়ি থানার কেস।

ধুপগুড়ি জলপাইগুড়ি  অতিরিক্ত  পুলিশ সুপারকে প্রাননাশের অভিযোগ  ছিল জনের বিরুদ্ধে। ধুপগুড়ি থানার কেস নম্বর ৪২৫। ৭/১২/২০১৮ তারিখের ঘটনা।


এই মামলায় জন বারলা আগাম জামিনের আবেদন করেছিল সার্কিট বেঞ্চে।জন বারলা সহ বিজেপির কর্মিদের বিরুদ্ধে মামলা ছিল।এই কেসে ৩৮ নং আসামী ছিলেন জন বারলা। বিচারপতি দিপঙ্কর শিবাকান্ত প্রসাদ বেঞ্চে মামলা ওঠে।


সরকারি পক্ষে আইনজীবী সৈকত চ্যাটার্জি জামিনের আবেদন দেবার ক্ষেত্রে বিরোধিতা করেন।তিনি বলেন  এই মাত্র কেস ডাইরি এল।সেনসনাল মানুষ অভিযুক্ত জন বারলা একদিন সময় দিতে হবে।কিন্তু জন বারলার আইনজীবী  সর্বশেষে বলে আজকেই জামিনের আবেদন করেন।কিন্তু সরকারি পক্ষের আইনজীবী বিরোধীতা করায় এই মামলা   পরবর্তী সার্কিটে চলে যায়।সৈকত জানান পুলিশ চাইলে 

জন বারলাকে গ্রেপ্তার করতেই পারে।এখন আর কোন অসুবিধা থাকল না।আগাম জামিনের সুনানি হাইকোর্টে পেন্ডিং থাকলে গ্রেপ্তার করা যেতেই পারে।

জানা গেছে এই মামলায় জন বারলা সহ অন্যান্যদের বিরুদ্ধে ৩৩৬/৩০৭/৩২৩/৩৩৩/৩৫৩/৩৩৬/১২০বি/১১৪

ধারায় মামলা রয়েছে। 

জন বারলা বলেন ঘটনার দিন আমি বাড়িতে চিকাম।আমাকে ফাঁসানো হয়েছে।


Body:WB_JAL_04APR_CIRCUIT_BENCH_JAN_BARLA_ABHIJIT_7203427


Conclusion:WB_JAL_04APR_CIRCUIT_BENCH_JAN_BARLA_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.