জলপাইগুড়ি, 2 জানুয়ারি: রেললাইনে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্যক্তির (inhumane incident in jalpaiguri)। সেই দেহ সরাতে গিয়ে অমানবিক আরপিএফ এবং জিআরপি ৷ মৃতের পায়ে রশি বেঁধে টেনে হেঁচড়ে দেহ সরাচ্ছেন আরপিএফ এবং জিআরপি কর্মীরা। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় । প্রশ্ন উঠছে আরপিএফ এবং জিআরপি অমানবিকতা নিয়ে ৷ জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার রেলগেটের সামনের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে । জিআরপি পুলিশ ও আরপিএফ (GRP and RPF) কর্মীদের এমন অমানবিকতার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
প্রত্যক্ষদর্শী শুভঙ্কর মালাকার বলেন, "আজ এক ব্যক্তি মালগাড়ির সামনে ঝাঁপিয়ে পরে আত্মহত্যা করেন (unexpected Incident)। কিন্তু রেললাইনের ওপরে মৃতদেহ পরে থাকলেও আরপিএফ এবং জিআরপি কর্মীরা প্রথমে সরাচ্ছিলেন না । দীর্ঘক্ষণ দেহটি রেল লাইনে পড়ে ছিল ৷ পরে আরপিএফ এবং জিআরপি কর্মীরা মৃত ব্যক্তির পায়ে দড়ি বেঁধে রেললাইন থেকে টেনে হেঁচড়ে সরাচ্ছেন । এমনভাবে পশুর দেহও উদ্ধার করা হয় না । আরপিএফ বা জিআরপি কর্মীদের মানবিক হওয়া উচিৎ ৷"
আরও পড়ুন: সিকিমের ধসে মৃত্যু জলপাইগুড়ির দুই শ্রমিকের, দেহ ফিরল বাড়িতে
জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর সুব্রত কুমার নাগ বলেন, "আমি বাইরে আছি । শুনেছি একজন ব্যক্তি ডেঙ্গুয়াঝার রেলগেটের সামনে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে । তার দেহ জিআরপি সরিয়েছে । কীভাবে সরিয়েছে সেটা দেখিনি ।" এদিকে ময়নাগুড়ি জিআরপি-র ওসি হরিপদ মোদক বলেন, "রেললাইনে কেউ মারা গেলে আরপিএফ দেহ সরায় । কিন্তু দড়ি দিয়ে টেনে সরানোর ঘটনা কাম্য নয় । আমি বিষয়টি জানি না ৷ তবে খতিয়ে দেখছি ।"
আরও পড়ুন: দুর্গাপুরে ট্রাঙ্কের ভিতর মহিলার পচাগলা দেহ, সন্দেহের তালিকায় নিখোঁজ স্বামী