জলপাইগুড়ি, 12 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) আদালতের নির্দেশে এখনও পর্যন্ত বহু অযোগ্য চাকরিপ্রাপকের চাকরি গিয়েছে ৷ আর তার জেরেই চরম বিভ্রাট পোহাতে হচ্ছে এক নবদম্পতি ও তাঁদের পরিবারের সদস্যদের ৷ সোশাল মিডিয়ায় হওয়া ট্রোলের জেরে এখন তাঁদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় !
বিষয়টি একটু ভেঙেই বলা যাক ৷ 2017 সালে চাকরি পেয়েছিলেন প্রণব রায় ৷ এত দিন জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার রাজাডাঙ্গা পেন্দা মহম্মদ হাই স্কুলে করণিক পদে চাকরি করতেন তিনি ৷ গত বৃহস্পতিবার তাঁর বিয়ে হয় ৷ তারপরই নিয়োগ দুর্নীতির মামলার জেরে চাকরি খোয়ান বিভিন্ন স্কুলের গ্রুপ সি পদে কর্মরত 842 জন ৷ তথ্য বলছে, এই 842 জন বেআইনিভাবে চাকরি আদায় করেছিলেন ৷ ইডি, সিবিআইয়ের তদন্তে সেই তথ্য প্রকাশ্যে আসে ৷ কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বিষয়টি সংশ্লিষ্ট বিচারপতির গোচরে আনেন তদন্তকারীরা ৷ বেআইনি নিয়োগের স্বপক্ষে যথাযথ প্রমাণ পেয়ে বিচারপতি ওই 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন ৷
এক্ষেত্রে যে 842 জনের চাকরি খোয়া গিয়েছে, তাঁদের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ সেই তালিকায় প্রণবও রয়েছেন ৷ বিয়ের ঠিক পরই তাঁকে তাঁর সাধের চাকরি হারাতে হয় (Groom lost Job just after Marriage) ৷ এই খবর চাউর হতেই আসরে নামেন নেট নাগরিকদের একাংশ ৷ একের পর এক তৈরি হয় মিম ! সকলেরই প্রশ্ন, এরপর কী হবে ? ভালো চাকরি দেখেই তো এমন পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিল পাত্রীর পরিবার ৷ কিন্তু, এবার কী হবে ? এমনই অনেক তীর্যক মন্তব্য়ে ভরে গিয়েছে সোশাল মিডিয়ার দেওয়াল ৷
বিষয়টি নজর এড়ায়নি প্রণবেরও ৷ এ নিয়ে কথা বলার জন্য ইটিভি ভারতের তরফ থেকে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ৷ প্রথমে এর জবাবে তিনি শুধু বলেছিলেন, "বিষয়টি জানতে পেরেছি ৷ কিন্তু, আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করব না ৷" তবে পরবর্তীতে প্রণব জানান, বিয়ের অনেক আগে থেকেই স্ত্রীকে চিনতেন তিনি ৷ কারণ, তাঁরা 'লভ ম্যারেজ' করেছেন ৷ তাই চাকরি গিয়েছে বলে বৈবাহিক জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন তিনি ৷ কিন্তু, সোশাল মিডিয়ায় যেভাবে তাঁর স্ত্রীর ছবি ছড়ানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রণব ৷ প্রসঙ্গত, তিনি চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি বাজার এলাকার বাসিন্দা ৷ গত কয়েক দিনের ঘটনাক্রমে কার্যত বিপর্যস্ত অবস্থা তাঁর পরিবারের ৷
অন্যদিকে, রাজাডাঙ্গা পেন্দা মহম্মদ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ দত্ত এই প্রসঙ্গে বলেন,"প্রণব আমাদের স্কুলে ক্লার্কের চাকরি করতেন ৷ তাঁর চাকি বাতিল হয়ে গিয়েছে ৷ এরপর আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন যে আদেশ দেবে, সেই অনুসারেই পদক্ষেপ করা হবে ৷ আজ ওঁর বউভাতের নিমন্ত্রণ ছিল ৷ আমাদের সকলের সেখানে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, এই পরিস্থিতিতে কেউ হয়তো যাবেন, আবার কেউ হয়তো যাবেন না ৷"
আরও পড়ুন: অন্তত 30 জন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু ! দাবি ইডির
এদিকে, এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের আহ্বায়ক অঞ্জন দাস ৷ তিনি বলেন, "আদালতের নির্দেশে বহু মানুষের চাকরি গিয়েছে ৷ কিন্তু, এই ঘটনায় নববধূর তো কোনও দোষ নেই ৷ তাহলে তাঁর ছবি কেন এভাবে সোশাল মিডিয়ায় দেওয়া হচ্ছে ?"