ETV Bharat / state

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত দাদু - কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত দাদু-দিদিমা

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল দাদুকে ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 4, 2019, 7:09 PM IST

মেটেলি, 4 অগাস্ট: কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত ব্যক্তি ৷ অভিযুক্ত সম্পর্কে কিশোরীর দাদু ৷ ডুয়ার্সের মেটেলি থানা এলাকার ঘটনা ৷

মেটেলি এলাকার একটি চা বাগানে বছর ষোলোর ওই কিশোরী নিজের দাদু-দিদিমার সঙ্গে থাকত ৷ বিগত এক বছর ধরে ওই কিশোরীকে শারীরিক নিগ্রহ করত তার দাদু ৷ 27 জুলাই ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে ধর্ষণ করে তার দাদু ৷ সেইসময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে ঘটনার কথা কাউকে না জানানোর হুমকি দেয় অভিযুক্ত ৷ পরে গোটা বিষয়টি নির্যাতিতা কিশোরী গোপনে স্থানীয় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে জানায় ৷ ঘটনার কথা জানাজানি হতেই গতকাল এলাকার প্রধান, উপপ্রধান , গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সমাজকর্মী মেনুকা সাহা ওই কিশোরীর বাড়িতে যান ৷ তাঁদের সাহায্যেই কিশোরী পুলিশে অভিযোগ দায়ের করে ৷

আরও পড়ুন: ফাঁদ পেতেছেন মমতা, 'দিদিকে বলো' নিয়ে কটাক্ষ চা-শ্রমিক নেতার

কিশোরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার দাদুকে গ্রেপ্তার করে ৷ ধৃতের বয়স আটচল্লিশ ৷ আজ ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ এদিকে, কিশোরীর শারীরিক পরীক্ষার পর মেটেলি থানার পুলিশ তাকে একটি হোমে পাঠিয়ে দেয় ৷ স্থানীয় সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে ৷

মেটেলি, 4 অগাস্ট: কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত ব্যক্তি ৷ অভিযুক্ত সম্পর্কে কিশোরীর দাদু ৷ ডুয়ার্সের মেটেলি থানা এলাকার ঘটনা ৷

মেটেলি এলাকার একটি চা বাগানে বছর ষোলোর ওই কিশোরী নিজের দাদু-দিদিমার সঙ্গে থাকত ৷ বিগত এক বছর ধরে ওই কিশোরীকে শারীরিক নিগ্রহ করত তার দাদু ৷ 27 জুলাই ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে ধর্ষণ করে তার দাদু ৷ সেইসময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে ঘটনার কথা কাউকে না জানানোর হুমকি দেয় অভিযুক্ত ৷ পরে গোটা বিষয়টি নির্যাতিতা কিশোরী গোপনে স্থানীয় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে জানায় ৷ ঘটনার কথা জানাজানি হতেই গতকাল এলাকার প্রধান, উপপ্রধান , গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সমাজকর্মী মেনুকা সাহা ওই কিশোরীর বাড়িতে যান ৷ তাঁদের সাহায্যেই কিশোরী পুলিশে অভিযোগ দায়ের করে ৷

আরও পড়ুন: ফাঁদ পেতেছেন মমতা, 'দিদিকে বলো' নিয়ে কটাক্ষ চা-শ্রমিক নেতার

কিশোরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার দাদুকে গ্রেপ্তার করে ৷ ধৃতের বয়স আটচল্লিশ ৷ আজ ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ এদিকে, কিশোরীর শারীরিক পরীক্ষার পর মেটেলি থানার পুলিশ তাকে একটি হোমে পাঠিয়ে দেয় ৷ স্থানীয় সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে ৷

Intro:nullBody:
দিদিমার সাহায্যে দাদুর হাতে ধর্ষিতা নাতনি,গ্রেফতার দম্পতি। অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণে সাহায্য করার অভিযোগ উঠল ডুয়ার্সের মেটেলি এলাকায়।ঘটনায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার ঐ দাদু - দিদিমা। মেটেলি থানার পুলিশের পক্ষ থেকে ঐ নির্যাতিতা কিশোরীকে শারীরিক পরীক্ষার পর হোমে পাঠানো হয়েছে।সনগাছি চা বাগানের ১৬ বছরের ওই কিশোরীটি প্রায় ৫ বছর ধরে নিজের দাদুর বাড়িতেই থাকত।গত এক বছর থেকে তার দাদু তাকে নানা ভাবে শারিরীক ভাবে উত্যক্ত করত বলে অভিযোগ।এরপর গত মাসের ২৭ তারিখ তাকে ঘুমন্ত অবস্থায় জোর করে ধর্ষণ করে।সেই সময় ঐ কিশোরী চিৎকার করলে তার দিদিমা তার মুখ চেপে ধরে কাউকে কিছু না জানানোর কথা বলে এবং ভয় দেখায়। এরপর ঐ কিশোরী বিষয়টি গোপনে স্থানীয় এক অঙ্গনওয়ারী কর্মীকে জানায়।ঘটনার খবর পেয়ে শনিবার এলাকার প্রধান,উপ প্রধান,গ্রাম পঞ্চায়েত সদস্য, পি এল ভি সহ সমাজকর্মী মেনুকা সাহা প্রধান ওই কিশোরীর বাড়ি যায়।শনিবার রাত্রেই সকলের সহযোগিতায় মেয়েটি মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাত্রেই মেটেলি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।Conclusion:null

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.