জলপাইগুড়ি, 15 এপ্রিল : দত্তক নেওয়া চা বাগানে ত্রাণসামগ্রী দিতে গেলে প্রথমে বাধা দিয়েছিল আলিপুরদুয়ার পুলিশ ৷ এরপর জলপাইগুড়ি জেলা পুলিশের বিরুদ্ধে আলিপুরদুয়ারের সাংসদকে গৃহবন্দী করে রাখার অভিযোগ ওঠে ৷ সমস্ত ঘটনা জানতে চেয়ে সাংসদকে ফোন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
গতকাল থেকেই সাংসদ জন বারলার জলপাইগুড়ির লক্ষ্মী পাড়া চা বাগানের বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন তিনি । এমনকী রাজ্যপালকেও বিষয়টি জানানো হয় । আজ রাজ্যপাল ফোন করে পুরো বিষয়টা শোনেন বলে জানান জন বারলা । গত রবিবার ও সোমবার জন বারলা তাঁর জলপাইগুড়ির বাড়ি থেকে খাদ্য সামগ্রী নিয়ে দত্তক নেওয়া বন্ধ চা বাগানে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু দু'দিনই পুলিশ রাস্তা আটকায় ।
অভিযোগ, গতকাল থেকে জন বারলাকে তাঁর বাড়িতে গৃহবন্দী করে রাখে পুলিশ । তাঁর বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে 24 ঘণ্টার জন্য । জন বারলা বলেন, "বাড়ির চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আমি কোনও এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিলি করতে না পারি । আমি ও আমাদের সঙ্গে রাজ্য সরকারের পুলিশ যে ধরনের ব্যবহার করেছেন তা লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রক-সহ সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়েছি ৷ আজ রাজ্যপাল আমাকে ফোন করে সমস্ত ঘটনা জানতে চান । ত্রাণ সামগ্রী বণ্টনের ক্ষেত্রে যেভাবে বাধা পেয়েছি, যেভাবে আমাকে আটকে রাখা হয়েছে বাড়িতে সমস্ত কিছু তাঁকে জানিয়েছি ।"