জলপাইগুড়ি, 28 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই শুক্রবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন গৌতম দেব । ভাইস চেয়ারম্যান করা হল সৌরভ চক্রবর্তীকে । গৌতম দেবকে সরিয়ে একটা সময় চেয়ারম্যান হয়েছিলেন সৌরভ চক্রবর্তী । এবার ফের তাঁকে সরিয়ে চেয়ারম্যান হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । ধীরে ধীরে সব পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দলের অন্দরে ।
সৌরভ চক্রবর্তীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দিয়ে সদ্য তৃণমূল কংগ্রেসে আসা বিধায়ক সুমন কাঞ্জিলালকে চেয়ারম্যান করা হয়েছে । এবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদও গেল ।
তৃণমূল সরকারের আমলে 2011 সালে প্রথম তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হন রুদ্র ভট্টাচার্য । 2011 সালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী থাকাকালীন রুদ্র ভট্টাচার্যকে সরিয়ে একবার গৌতম দেবকে চেয়ারম্যান করা হয় । তারপর গৌতম দেবকে সরিয়ে সৌরভ চক্রবর্তীকে চেয়ারম্যান পদে বসানো হয় । লোকসভা ভোটে ভরাডুবির পর সৌরভকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই সময় । তখন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সৌরভ চক্রবর্তী । তাঁকে সরিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ বিজয় চন্দ্র বর্মনকে চেয়ারম্যান করা হয়েছিল ।
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হয়েছেন জলপাইগুড়ির প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস, কৃষ্ণ দাস, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, গণেশ ওড়াও, অগাস্টুস কেরকাট্টা, জলপাইগুড়ির বিধায়ক ডাঃ পিকে বর্মা, মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা-সহ অমর সিং রাই, কাজল ঘোষ, রামভজন মাহাতো, রঞ্জন শীল শর্মা, নিখিল সাহানি-সহ 24 জন ।
2014, 2019, 2021 সালে তিনবার সৌরভ চক্রবর্তী শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।3/6/2019 সালে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (SJDA) হয়েছিলেন বিজয়চন্দ্র বর্মন । 18 অগস্ট 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মনকে সরিয়ে সৌরভকে চেয়ারম্যান করা হয়েছিল । 2019 সালে লোকসভা ভোটে হেরে যান তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন । সেই বছরই ফের সৌরভ চক্রবর্তীকে সরিয়ে বিজয় চন্দ্র বর্মনকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসের পা দিতেই ডানা ছাটা গেল সৌরভ চক্রবর্তীর । 9 ফেব্রুয়ারি 2023-এ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হন বিধায়ক সুমন কাঞ্জিলাল ।সৌরভ চক্রবর্তীকে সরিয়ে সদ্য দলে আসা বিজেপি বিধায়ককে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে । কিন্তু সৌরভ চক্রবর্তীর জায়গায় কেন সুমনকে আনা হল তা নিয়ে আলিপুরদুয়ার জেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় । এবার চেয়ারম্যানের পদও চলে গেল তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর ।
এদিকে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়ে গৌতম দেব বলেন, "অনেক কাজ বাকি আছে ।সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব । বিভাগীয় মন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে । ভালোভাবে কাজ করতে হবে বলে ।"
আরও পড়ুন : মৃত আইনজীবী দম্পতির মেয়েকে চাকরির প্রলোভন, অভিযুক্ত জলপাইগুড়ি পৌরসভার ভাইস-চেয়ারম্যান