জলপাইগুড়ি, ২৪ মার্চ : কোরোনা ভাইরাস মোকাবিলার জন্য জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের খোলা কন্ট্রোল রুমে ভুতের ভয়কে ঘিরে বিপাকে স্বাস্থ্য দপ্তর । ভয় তাড়াতে কড়া হুশিয়ারি দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
কোরোনা মোকাবিলায় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে কন্ট্রোল রুম খোলা হলেও দুদিন ধরে সেখানকার টেলিফোন খারাপ। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক বলেন, "ভুতের ভয়ের গল্প আমি শুনব না। ওখানে কোনও ভয় নেই । আমাদের কন্ট্রোল রুমের টেলিফোন খারাপ আছে যা আমরা খুব তাড়াতাড়ি ঠিক করার ব্যাবস্থা করছি ।"
বর্তমানে জলপাইগুড়ি জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৭২ জন । হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৭ জন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ৪০টি বেডের দুটি ওয়ার্ড খোলা হচ্ছে। এছাড়া রানীনগরের জেলা পঞ্চায়েত ট্রেনিং সেন্ট্রারের ২০০ বেডের আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে।
ডাঃ রমেন্দ্রনাথ নাথ প্রামানিক জানান যে, জেলার সব জায়গায় আইসোলেশন ওয়ার্ড খোলা যাচ্ছে না। চা বাগানের শ্রমিকরা তীর ধনুক নিয়ে তাড়া করছেন স্বাস্থ্য কর্মীদের। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। এমনকি রোগীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও নিয়ে যাচ্ছে পুলিশ।