ETV Bharat / state

দিল্লি যাওয়ার পথে জলপাইগুড়িতে আটক 4 রোহিঙ্গা, উদ্ধার নথি - United Nations

জলপাইগুড়ি রোড স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল চারজন ৷ তাদের আটক করে RPF ৷ উদ্ধার হয়েছে রোহিঙ্গা সংক্রান্ত নথি ৷

আটক রোহিঙ্গা
author img

By

Published : Jul 28, 2019, 4:33 PM IST

জলপাইগুড়ি, 28 জুলাই : তিন মহিলাসহ চার রোহিঙ্গাকে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আটক করল রেলওয়ে পুলিশ ৷ প্রত্যেকেই মায়ানমারের রেঙ্গুনের বাসিন্দা ৷ একজনের কাছ থেকে রাষ্ট্রসংঘের হাইকমিশনার ফর রিফিউজিসের দেওয়া সার্টিফিকেট উদ্ধার হয়েছে ৷

আজ দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে চারজন ঘোরাঘুরি করছিল ৷ সন্দেহ হয় RPF-র ৷ তাদের আটক করা হয় ৷ তল্লাশি চালিয়ে রোহিঙ্গা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে । জেরায় জানা যায়, চারজনই আদতে মায়ানমারের রেঙ্গুনের বাসিন্দা ৷ ত্রিপুরার আগরতলা থেকে দিল্লি যাচ্ছিল ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নেমে জলপাইগুড়ি রোড স্টেশনে ঘুরছিল ৷

RPF-র ইন্সপেক্টর সুনীল কুমার জানান, আটক চারজনের নাম মহম্মদ রফিক, আনোয়ারা বেগম, দিলদার বেগম ও জাসমিন আরা । রফিকের কাছ থেকে রাষ্ট্রসংঘের হাইকমিশনার ফর রিফিউজিসের দেওয়া সার্টিফিকেট পাওয়া গেছে ৷

জলপাইগুড়ি, 28 জুলাই : তিন মহিলাসহ চার রোহিঙ্গাকে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আটক করল রেলওয়ে পুলিশ ৷ প্রত্যেকেই মায়ানমারের রেঙ্গুনের বাসিন্দা ৷ একজনের কাছ থেকে রাষ্ট্রসংঘের হাইকমিশনার ফর রিফিউজিসের দেওয়া সার্টিফিকেট উদ্ধার হয়েছে ৷

আজ দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে চারজন ঘোরাঘুরি করছিল ৷ সন্দেহ হয় RPF-র ৷ তাদের আটক করা হয় ৷ তল্লাশি চালিয়ে রোহিঙ্গা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে । জেরায় জানা যায়, চারজনই আদতে মায়ানমারের রেঙ্গুনের বাসিন্দা ৷ ত্রিপুরার আগরতলা থেকে দিল্লি যাচ্ছিল ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নেমে জলপাইগুড়ি রোড স্টেশনে ঘুরছিল ৷

RPF-র ইন্সপেক্টর সুনীল কুমার জানান, আটক চারজনের নাম মহম্মদ রফিক, আনোয়ারা বেগম, দিলদার বেগম ও জাসমিন আরা । রফিকের কাছ থেকে রাষ্ট্রসংঘের হাইকমিশনার ফর রিফিউজিসের দেওয়া সার্টিফিকেট পাওয়া গেছে ৷

Intro:Body:আর পি এফে হাতে আটক চার রোহিঙ্গা
জলপাইগুড়ি ঃআর পি এফের হাতে আটক চার রোহিঙ্গা।ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি রোড স্টেশনে।রবিবার দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে এদের সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।এরপর আর পি এফ তাদের আটক করে।তাদের জিঞ্জাসাবাদে জানা যায় তারা চারজনই রোহিঙ্গার নাগরিক।ত্রিপুরার আগরতলা থেকে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আটকদের মধ্যে তিন জন মহিলা এক জন পুরুষ। আর পি এফ সুত্রে খবর আটক হওয়া চার জনকে জিঞ্জাসাবাদ চালানো হচ্ছে এবং তাদের তল্লাশি চালিয়ে রোহিঙ্গা সংক্রান্ত নথি মিলেছে।স্টেশনের প্লাটফর্ম থেকে রোহিঙ্গা আটকের ঘটনায় স্টেশন চত্বরে চাঞ্চল্যে দেখা দেয়।আটক দের জিঞ্জাসা বাদে জানা যায় তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে এরা জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন এর পরই এদের গতিবিধি সন্দেহ হয় আরপিএফের কাছে। আরপিএফ ইন্সপেক্টর সুনীল কুমার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জিঞ্জাসাবাদ চলছে।ধৃতদের নাম মহঃ রফিক(২০),আনোয়ারা বেগম(১৮),দিলদার বেগম(১৮),য়াসমিন আরা।এরা রেঙ্গুন জেলার রেঙ্গুন থানা এলাকার বাসিন্দা।জানা যায় মহঃ রফিকের কাছ থেকে ইউনাইটেড নেশনস হাইকমিশনার রিফিউজিস এর জারি করা একটি শরনার্থীর সার্টিফিকেটও পাওয়া যায়।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.