জলপাইগুড়ি, 28 জুলাই : তিন মহিলাসহ চার রোহিঙ্গাকে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আটক করল রেলওয়ে পুলিশ ৷ প্রত্যেকেই মায়ানমারের রেঙ্গুনের বাসিন্দা ৷ একজনের কাছ থেকে রাষ্ট্রসংঘের হাইকমিশনার ফর রিফিউজিসের দেওয়া সার্টিফিকেট উদ্ধার হয়েছে ৷
আজ দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে চারজন ঘোরাঘুরি করছিল ৷ সন্দেহ হয় RPF-র ৷ তাদের আটক করা হয় ৷ তল্লাশি চালিয়ে রোহিঙ্গা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে । জেরায় জানা যায়, চারজনই আদতে মায়ানমারের রেঙ্গুনের বাসিন্দা ৷ ত্রিপুরার আগরতলা থেকে দিল্লি যাচ্ছিল ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নেমে জলপাইগুড়ি রোড স্টেশনে ঘুরছিল ৷
RPF-র ইন্সপেক্টর সুনীল কুমার জানান, আটক চারজনের নাম মহম্মদ রফিক, আনোয়ারা বেগম, দিলদার বেগম ও জাসমিন আরা । রফিকের কাছ থেকে রাষ্ট্রসংঘের হাইকমিশনার ফর রিফিউজিসের দেওয়া সার্টিফিকেট পাওয়া গেছে ৷