ETV Bharat / state

Elephant Died in Train Accident: গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বনবিভাগের - Forest department has lodged a complaint

ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতি মৃত্যুর ঘটনায় রেলর বিরুদ্ধে জেনারেল ডায়েরি করল গরুমারা বন্য় প্রাণী বিভাগ ৷ পাশাপাশি দুর্ঘটনার সময় ট্রেনের গতিবেগ কত ছিল তা জানতে ঘটনাস্থলে স্পিড লক চাইল বন্যপ্রাণী বিভাগ ।

ETV Bharat
ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু
author img

By

Published : Aug 11, 2023, 7:42 PM IST

জলপাইগুড়ি, 11 অগস্ট: ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল গরুমারা বন্যপ্রাণী বিভাগ । সেই সময়ে ট্রেনের গতিবেগ কত ছিল তা জানার জন্য দুর্ঘটনাস্থলে স্পিড লক চাইল বন্যপ্রাণী বিভাগ । ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির পেটে থেকে বেরিয়ে আসে নবজাতক। আর 6-7 দিনের মধ্যেই গর্ভবতী হাতিটি প্রসব করত বলে জানা গিয়েছে ৷

বন্যপ্রাণী বিভাগের দাবি ট্রেনের গতি বেশি থাকার কারণেই ঘটনাটি ঘটেছে ৷ সেই দাবি মানতে নারাজ রেল ৷ রেলের দাবি মালগাড়ির গতি নিয়ন্ত্রণেই ছিল ।তাই কোন দোষারোপ বা পালটা দোষারোপে না গিয়ে, কী করে হাতির মৃত্যু রোখা যায় সেই দিকেই তাকিয়ে বন্যপ্রাণী বিভাগ । গতকাল চাপড়ামারি অভয়ারণ্যে জঙ্গলে মাঝে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একটি অন্তঃসত্ত্বা হাতির । মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত হাতিটির 8টি হাড় ভেঙে গিয়েছে, বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷

জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বীজপ্রতীম সেন বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে ট্রেনের ধাক্কায় মৃত হাতিটির 8টি হাড় ভেঙে গিয়েছে । ট্রেনটি দ্রুত গতিতে না থাকলে কোনও ভাবেই হাতির মত বিরাট চেহারার প্রাণীর এতগুলো হাড় ভাঙত না । তাই আমরা রেলের কাছে স্পিড লক চেয়েছি । ওই এলাকায় কত স্পিডে মালগাড়িটি চলেছিল তাও জানতে চেয়েছি । আমরা ইতিমধ্যেই মালবাজার জিআরপি-তে একটা জেনারেল ডাইরি করেছি রেলের বিরুদ্ধে । যদি প্রমানিত হয় স্পিড বেশি ছিল সেই মতো জিআরপি-কে উচ্চপর্যায়ের তদন্তে কথা বলা হবে ।"

রেডব্যাংক ও বানারহাট ছাড়া যে সমস্ত জায়গায় রেলের থামার্ল ডিভাইস বসানো হয়নি, সেখানেও দ্রুত ওই ডিভাইস লাগানোর কথা বলা হয়েছে ৷ যাতে দুর্ঘটনা এড়ানো যায় ৷ জঙ্গলের মধ্যে যে গতিতে ট্রেন চলার কথা তা চললেই ভালো ৷ যাতে কোনও প্রানী এলেই ট্রেন দ্রুত থামানো সম্ভব হয় ৷ আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম জানান ট্রেনের গতিবেগ বেশি ছিল না ৷ তাঁর কথায়, "ট্রেনের ধাক্কায় দুর্ভাগ্যজনক ভাবে হাতির মৃত্যু হয়েছে । তবে ট্রেনের গতিবেগ প্রতি ঘণ্টায় 27-28 কিলোমিটার ছিল । আমরা জঙ্গলের রেললাইনে গতি নিয়ন্ত্রণ করে গত বছর 62টি ও এই বছর 21টি হাতির প্রাণ বাঁচিয়েছি ।"

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু, পেট থেকে ছিটকে গেল শাবক

বৃহস্পতিবার ভোর রাতে দলগাও থেকে ডলোমাইট বোঝাই মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একটি গর্ভবতী হাতি । নাগরাকাটা ও চালসার মাঝে রেলের 68 নম্বর পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে । দ্রুত গতিতে থাকা ট্রেনের ধাক্কাতেই হাতির মৃত্যু হয়েছে বলে দাবি বন দফতরের । যদিও ট্রেনের গতিবেগ বেশি ছিল না বলে দাবি রেলের ৷

জলপাইগুড়ি, 11 অগস্ট: ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল গরুমারা বন্যপ্রাণী বিভাগ । সেই সময়ে ট্রেনের গতিবেগ কত ছিল তা জানার জন্য দুর্ঘটনাস্থলে স্পিড লক চাইল বন্যপ্রাণী বিভাগ । ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির পেটে থেকে বেরিয়ে আসে নবজাতক। আর 6-7 দিনের মধ্যেই গর্ভবতী হাতিটি প্রসব করত বলে জানা গিয়েছে ৷

বন্যপ্রাণী বিভাগের দাবি ট্রেনের গতি বেশি থাকার কারণেই ঘটনাটি ঘটেছে ৷ সেই দাবি মানতে নারাজ রেল ৷ রেলের দাবি মালগাড়ির গতি নিয়ন্ত্রণেই ছিল ।তাই কোন দোষারোপ বা পালটা দোষারোপে না গিয়ে, কী করে হাতির মৃত্যু রোখা যায় সেই দিকেই তাকিয়ে বন্যপ্রাণী বিভাগ । গতকাল চাপড়ামারি অভয়ারণ্যে জঙ্গলে মাঝে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একটি অন্তঃসত্ত্বা হাতির । মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত হাতিটির 8টি হাড় ভেঙে গিয়েছে, বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷

জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বীজপ্রতীম সেন বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে ট্রেনের ধাক্কায় মৃত হাতিটির 8টি হাড় ভেঙে গিয়েছে । ট্রেনটি দ্রুত গতিতে না থাকলে কোনও ভাবেই হাতির মত বিরাট চেহারার প্রাণীর এতগুলো হাড় ভাঙত না । তাই আমরা রেলের কাছে স্পিড লক চেয়েছি । ওই এলাকায় কত স্পিডে মালগাড়িটি চলেছিল তাও জানতে চেয়েছি । আমরা ইতিমধ্যেই মালবাজার জিআরপি-তে একটা জেনারেল ডাইরি করেছি রেলের বিরুদ্ধে । যদি প্রমানিত হয় স্পিড বেশি ছিল সেই মতো জিআরপি-কে উচ্চপর্যায়ের তদন্তে কথা বলা হবে ।"

রেডব্যাংক ও বানারহাট ছাড়া যে সমস্ত জায়গায় রেলের থামার্ল ডিভাইস বসানো হয়নি, সেখানেও দ্রুত ওই ডিভাইস লাগানোর কথা বলা হয়েছে ৷ যাতে দুর্ঘটনা এড়ানো যায় ৷ জঙ্গলের মধ্যে যে গতিতে ট্রেন চলার কথা তা চললেই ভালো ৷ যাতে কোনও প্রানী এলেই ট্রেন দ্রুত থামানো সম্ভব হয় ৷ আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম জানান ট্রেনের গতিবেগ বেশি ছিল না ৷ তাঁর কথায়, "ট্রেনের ধাক্কায় দুর্ভাগ্যজনক ভাবে হাতির মৃত্যু হয়েছে । তবে ট্রেনের গতিবেগ প্রতি ঘণ্টায় 27-28 কিলোমিটার ছিল । আমরা জঙ্গলের রেললাইনে গতি নিয়ন্ত্রণ করে গত বছর 62টি ও এই বছর 21টি হাতির প্রাণ বাঁচিয়েছি ।"

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু, পেট থেকে ছিটকে গেল শাবক

বৃহস্পতিবার ভোর রাতে দলগাও থেকে ডলোমাইট বোঝাই মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একটি গর্ভবতী হাতি । নাগরাকাটা ও চালসার মাঝে রেলের 68 নম্বর পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে । দ্রুত গতিতে থাকা ট্রেনের ধাক্কাতেই হাতির মৃত্যু হয়েছে বলে দাবি বন দফতরের । যদিও ট্রেনের গতিবেগ বেশি ছিল না বলে দাবি রেলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.