ETV Bharat / state

350 সংখ্যালঘু পরিবারে ত্রাণসামগ্রী বিলি জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের - corona

দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এল জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রম। 350টি সংখ্যালঘু পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । এছাড়া এলাকার আরও 300জনকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে ।

aa
জলপাইগুড়ি
author img

By

Published : May 19, 2020, 8:39 AM IST

Updated : May 19, 2020, 3:49 PM IST

জলপাইগুড়ি, 19 মে: লকডাউনের মাঝে দুস্থ সংখ্যালঘু মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিল জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রম । গতকাল JYCC-র মাঠে সামাজিক দূরত্ব মেনে আশ্রমের পক্ষ থেকে 350টি সংখ্যালঘু পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় । এছাড়াও এলাকার 300জন দুস্থের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে । কাজ বন্ধের জেরে টাকা নেই দুস্থ পরিবারগুলির হাতে । দু'বেলা দু'মুঠো অন্নের সংস্থান করতে পারছেন না অনেকেই । তাঁদের সাহায্যার্থে অনেককেই উদ্যোগ নিতে দেখা যাচ্ছে । কখনও কোনও জায়গায় কোনও সংগঠনকে সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যাচ্ছে । আবার কখনও কোনও রাজনীতিক অথবা কোনও ব্যক্তি উদ্যোগী হয়ে যথাসম্ভব সাহায্য করছেন ।

জলপাইগুড়িতে এবার দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ আশ্রম । প্রত্যেক পরিবারকে এক কেজি করে চাল, মুসুর ডাল, ছোলা, চিনি, চিঁড়া, সুজি, ছাতু, বিস্কুট, মাস্ক, সাবান দেওয়া হয় ৷ জলপাইগুড়ি JYCC-র মাঠে ত্রাণ বিলির সময় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী শিব প্রেমানন্দ ।

aa
জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে

তিনি বলেন, "আমরা জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় 350টি সংখ্যালঘু পরিবার যারা রোজা রাখছে তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলাম । এছাড়াও জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় 300জন দুস্থকে সাহায্য করা হয়েছে । সাধারণ মানুষকে তিন কেজি চাল, ডাল এক কেজি, ছোলা এক কেজি, সোয়াবিন ও তেল ৫০০ গ্রাম করে, লবণ, বিস্কুট, স্কোয়াশ, আলু, সাবান, সার্ফ, মাস্ক দেওয়া হয় ।"

জলপাইগুড়ি, 19 মে: লকডাউনের মাঝে দুস্থ সংখ্যালঘু মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিল জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রম । গতকাল JYCC-র মাঠে সামাজিক দূরত্ব মেনে আশ্রমের পক্ষ থেকে 350টি সংখ্যালঘু পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় । এছাড়াও এলাকার 300জন দুস্থের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে । কাজ বন্ধের জেরে টাকা নেই দুস্থ পরিবারগুলির হাতে । দু'বেলা দু'মুঠো অন্নের সংস্থান করতে পারছেন না অনেকেই । তাঁদের সাহায্যার্থে অনেককেই উদ্যোগ নিতে দেখা যাচ্ছে । কখনও কোনও জায়গায় কোনও সংগঠনকে সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যাচ্ছে । আবার কখনও কোনও রাজনীতিক অথবা কোনও ব্যক্তি উদ্যোগী হয়ে যথাসম্ভব সাহায্য করছেন ।

জলপাইগুড়িতে এবার দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ আশ্রম । প্রত্যেক পরিবারকে এক কেজি করে চাল, মুসুর ডাল, ছোলা, চিনি, চিঁড়া, সুজি, ছাতু, বিস্কুট, মাস্ক, সাবান দেওয়া হয় ৷ জলপাইগুড়ি JYCC-র মাঠে ত্রাণ বিলির সময় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী শিব প্রেমানন্দ ।

aa
জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে

তিনি বলেন, "আমরা জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় 350টি সংখ্যালঘু পরিবার যারা রোজা রাখছে তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলাম । এছাড়াও জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় 300জন দুস্থকে সাহায্য করা হয়েছে । সাধারণ মানুষকে তিন কেজি চাল, ডাল এক কেজি, ছোলা এক কেজি, সোয়াবিন ও তেল ৫০০ গ্রাম করে, লবণ, বিস্কুট, স্কোয়াশ, আলু, সাবান, সার্ফ, মাস্ক দেওয়া হয় ।"

Last Updated : May 19, 2020, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.